ঘড়ির কাঁটা তখন সবে আটটা পেরিয়েছে। দিল্লি রোডের পাশ ধরে হাঁটতে থাকা দুই তরুণীর পাশে এসে আচমকাই গতি কমালো মিনি ট্রাকটি। চালকের পাশের দরজা খুলে এক তরুণীর হাত ধরে টানতে শুরু করে দিল ট্রাকের খালাসি। দুই তরুণীর প্রবল বাধায় সে কাজে সফল হল না বটে, কিন্তু যাঁকে নিগ্রহ করা…
No comments:
Post a Comment