Saradindu Uddipan মানবিকতার প্রশ্নে আমরা যদি সত্যি মহানুভব সাজার চেষ্টা করি তবে প্রথমেই বন্ধ করুণ ধর্মের জিগির। এই বৃহৎবঙ্গ, বৃহৎ বঙ্গজাতিকে বিভাজিত করার জন্য যারা রামের নামে-রহিমের নামে জঘন্য রাজনীতির আশ্রয় নিয়েছিলেন তাদের ধিক্কার জানাই।
Saradindu Uddipanদলিত-বহুজন স্বাধিকার প্রসঙ্গে উদ্বাস্তু সমস্যা যে একটি বৃহৎ প্রেক্ষাপট তা অস্বীকার করার কোন জায়গা নেই। এই বৃহৎবঙ্গ, বৃহৎ বঙ্গজাতিকে বিভাজিত করার জন্য যারা রামের নামে-রহিমের নামে জঘন্য রাজনীতির আশ্রয় নিয়েছিলেন তাদের ধিক্কার জানাই।
যে যে বীর জাতিসমূহ অতীত ভারতকে মহান Nation এ পরিণত করেছিল তারাই এখন ছিন্ন বিচ্ছিন। সাম-দাম-দণ্ড-ভেদ নীতির জন্য খন্ডিত হয়েছে ষোড়শ মহাজনপদ। ধর্মের নামে খন্ডিত হয়েছে দেশ।
লড়াকু বালুচ জাতির এখন আর কোন অস্তিত্ব নেই, পাঞ্জাবী বীরেরা বিচ্ছিন্নতাবাদের শিকার।পুনর্বাসনের নামে সমস্ত আদিম জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। মাইগ্রেশনের শিকার হয়েছে সাঁওতাল, কোল, ভীল, ওরাও, মুন্ডা প্রভৃতি জাতিসমূহ। মহান চণ্ডাল (নমশূদ্র) জাতিকে মুছে ফেলে নাগরিকত্বহীন করে তোলা হয়েছে। আর এর সকলের মূলে রয়েছে ধর্মের ধ্বজাধারীদের গোপন আঁতাত।মানবিকতার প্রশ্নে আমরা যদি সত্যি মহানুভব সাজার চেষ্টা করি তবে প্রথমেই বন্ধ করুণ ধর্মের জিগির।
No comments:
Post a Comment