Aayon Gharami

আচ্ছা একটা কথা আমার জানার খুব ইচ্ছা ছিল । আগেই বলে রাখছি কথাটা--আমার প্রশ্নটা কাউকে আঘাত করে না । শুধু মাত্র কিছু rigid point এর জন্য ।
জ্ঞানীরাই শুধু উত্তর দেবেন দয়া করে ।
জ্ঞানীরাই শুধু উত্তর দেবেন দয়া করে ।
● কলেজ ছাত্রীছাত্ররা তো সমাজের ভালো চায় ।তাহলে " দল " এর কী দরকার ? সবাই এক সাথে কাজ করলেই তো হয় ।
●● ভারত কে টুকরে টুকরে না করে কেন slogan এ এটা বোলা হয় না - সব দেশ এক হয়ে যাক ?
●●● সব সময় অন্য কে আঙুল না দেখিয়ে নিজে কেন কাজ করা হয় না ? আমি এরকম বেশ কয়েকজন কে দেখেছি যারা ক্যামেরার সামনে না এসে বরং পাগলের মতো কাজ করে যায় । বস্তিতে গিয়ে বাচ্চা পড়ায় ।
●●●● কেন সাহস করে CCTV camera এর সামনে চুম খাওয়ার সাহস নেই ? চিহ্নিত হয়ে যাওয়ার ভয় থাকলে বিদ্রোহ করতে নামা কেন ? CCTV camera না থাকা উচিৎ - এর rigid point টা কী ? সহজ ভাষায়
●●●●● ধর্ম তে যেমন খারাপ থাকে তেমন ভালো থাকে । কেন " সকল " ধর্মের ভালো আর খারাপ দুটোই দেখানো হয়না ? ॐ + 卐 + ☪ + ✝
●●●●●● খারাপ যেমন হয় তেমন ভালো কাজো হয় ।তাহলে ভালো কাজকে কেন appreciate করে কোনো লেখা হয়না কেন ?
●●●●●●● কেন " Smoking is injurious to health " এর flex নিয়ে বিদ্রূপ করা হবে ? তাহলে কলেজের শিক্ষিত ছাত্রীছাত্র হয়ে তারা কী scientifically এটা prove করতে পেরেছে যে Smoking is not injurious to health ? আর যদি প্রমাণ পেয়ে থাকে তাহলে সেটা যেন দয়া করে WHO এর কাছে পাঠানো হয় ।
●●●●●●●● fame পাওয়ার জন্য কেন কিছু লোক পা চেটে বেড়ায় ? যার পা চাটা হচ্ছে সে নিজেও জানে যে basically তার পা চাটা হচ্ছে কেন ? আরে সত্যি কথা আর সঠিক কাজ করলে fame automatically পাওয়া যায় । তার জন্য পা চাটার কী দরকার ?
●●●●●●●●● কেউ কোনো একটি দলকে ভালোবাসে মানে কী এটা বোঝায় যে অন্য কোনো দলের থেকে কিছু কিচ্ছু শেখার নেই ? অন্য দলের লোকজনের লোকজন বা সবাই কে নিয়ে কাজ করতে নামার মানে কী " ei gandur bacha ta ke ? " -এই রকম বাজে কথা শুনতে হবে ? মানে সে কী তাহলে তার বাবার খবরও জানে ? না সে সব থেকে বড় জ্ঞানী ? না sorry , আশা করি সে সব থেকে বড় জ্ঞানী নাই বলেই সে এরকম কথা বলতে পারে । কারণ যার সম্মন্ধে সে বলছে সে সবাই কে নিয়ে কাজ করার স্বপ্ন দেখে ।
●●●●●●●●●● আমি যে ভাত টা খাচ্ছি তাতে যদি কাঁকড় পড়ে তাহলে আমি সেটা নিয়ে প্রশ্ন করবই । সেই রকমই আমি যদি নিজস্ব লোকেদের কিছু কাজ নিয়ে প্রশ্ন করি তাহলে সেই আমি বলে শিক্ষাত্রীকে শুনতে হবে - GB deke bar kore jdi na di thle amr nam o ( যা ! নাম তো নেই এখন আর ) ??
tag করা হচ্ছে তার কারণ এই সব প্রশ্ন গুলো যতটা সম্ভব সবাই কে পৌঁছে দেওয়ার চেষ্টা আর তা ছাড়া এনাদের অনেক কথা আমার বেশ ভালো লাগে । অন্য কোনোওওওওও কারণ নেই ।
এই প্রশ্নগুলো কোনো বাজে কথা নয় , ববং অনেক ভালো কিছুর শুরুর উত্তর । আমি এই প্রশ্ন গুলো তুলে ধরার সাহস পাচ্ছি কারণ আমি মনে করি আমি স্বাধীনদের মধ্যে শিক্ষা গ্রহণ করছি । আর এই post টা নিয়ে নিছক হেয়ালি করার ইচ্ছা হলে snapshot নিয়ে নিন , ওটা তো অনেকেই ভালো পারে । তবে এই post টা দিয়ে আমি যদি কাউকে হাসাতে পারি তাহলে সেটাই অনেক , ওই টাই অনেকে পারে না ।
এবার একটি গান --
বিরোধীকে বলতে দাও - তোমার ভুলের ফর্দ দিক , বিরোধী বাঁচতে দাও , বিরোধীদের দৃষ্টি দিয়ে সবাই নিজের হিসেব নিক ।
যুক্তিকে বাঁচতে দাও , যুক্তির স্বচ্ছ আলোয় সাজিয়ে নিচ্ছি আমার চোখ ।
বিরোধীদের যুক্তি দাও , বন্ধুরা আমল দাও ।
বিরোধীদের স্বাধীনতা যে স্বাধীনতা সর্বস্ত হোক ,
বিতর্ক চলতে দাও , বিতর্ক চলতে দাও ।
বিতর্ক চলতে দাও , নাই বা হোক দিশাহীন ,
বিতর্ক থামলে আমরা মানসিক প্রতিদন্দ্বী ।
যুক্তিকে বাঁচতে দাও , যুক্তির স্বচ্ছ আলোয় সাজিয়ে নিচ্ছি আমার চোখ ।
বিরোধীদের যুক্তি দাও , বন্ধুরা আমল দাও ।
বিরোধীদের স্বাধীনতা যে স্বাধীনতা সর্বস্ত হোক ,
বিতর্ক চলতে দাও , বিতর্ক চলতে দাও ।
বিতর্ক চলতে দাও , নাই বা হোক দিশাহীন ,
বিতর্ক থামলে আমরা মানসিক প্রতিদন্দ্বী ।
No comments:
Post a Comment