Aneek Chakraborty


নিট্যতা সূত্র আপডেট
নিট হবে- নিট হবে না- জয়েন্ট হবে- জয়েন্ট হবেনা- মামলা- রায়- অর্ডিন্যান্স- পাল্টা মামলা- পাল্টা রায়- সত্যজিৎ রায়... এ জিনিস শেষ হতে হতে আরেকখানা বিধানসভা নির্বাচন না এসে পড়ে। এদিকে দিন যায় জলের মতো। দিন কাটে সিদ্ধান্তে আর সিদ্ধান্তহীনতায়। কাটে, রক্তপাতও হয়। বিষন্ন লাগে, বিরক্তও...
আগামী 30 শে মে, Indian Association হলে সেমিনারটা হচ্ছে। নিট না জয়েন্ট নাকি দুটোই, নাকি কে-জানে-কি-- একটা 'পরীক্ষা'র জন্য ওভারঅল প্রস্তুতি, তার সিলেবাস, তার কায়দাকানুন এসব নিয়েই সেমিনারটা হবে। বায়োলজি, ফিজিক্স, কেমিষ্ট্রি- এই তিন বিষয়ের ওপরেই। কোনটা Must know, কোনটা have to know আর কোনটা good to know-- তার বিশ্লেষণ থাকবে। দশজনের টিমের অভিজ্ঞতা আর বিচক্ষণতার ভিত্তিতে তৈরি করা নোট থাকবে এবং প্রত্যেক ছাত্রছাত্রীকে তা দেওয়া হবে। সেমিনারে আসার জন্য কোনও টাকা লাগবে না, টাকা লাগবে না নোটের জন্যও। শুধু উপস্থিতি লাগবে, আর লাগবে একটা পজিটিভ মানসিকতা।
আমি গর্বিত মেডিকেল পড়ুয়া এবং অন্যান্যদের নিয়ে তৈরি হওয়া এই টিমের জন্য। তারা এক কথায়, নিজেদের স্বার্থ ও ল্যাদের দিকে না তাকিয়ে সমস্ত কিছু ছেড়ে যেভাবে দিন রাত এক করে খাটছে সেমিনারের জন্য-- তাতে গর্বিত না হয়ে উপায়ও নেই। বরং একরাশ ভালোবাসা অনেক বেশি উপযুক্ত শোনাবে।
শুক্রবারের মধ্যে নাম এন্ট্রি হোক ইনবক্সে। আর হ্যাঁ, প্রস্তুতি চলুক নিজের মতো, নিজের নিজের স্তরে। সেটাই সব...
No comments:
Post a Comment