Tuesday, April 4, 2017

A discourse on FB most relevant in reference the Hindutva Rama tsunami in West Bengal!

A discourse on FB most relevant in reference the Hindutva Rama tsunami in West Bengal!


আমি মাস খানেক আগে বাংলাদেশ থেকে এসেছি। দেড় মাস ছিলাম ওখানে। ঢাকা, যশোর, খুলনা -- নানা জায়গা এবং বিভিন্ন ধরনের মানুষের সাথে মিশেছি, কথা বলেছি।
হিন্দু- মুসলমান প্রশ্নে দেশটি ভারত থেকে অনেকটা প্রগতিশীল অবস্থানে এখন। সামাজিক ক্ষেত্রে এবং রাষ্ট্রীয় ক্ষেত্র -- উভয় দিকে তাঁরা এগিয়ে আছে ও আরও দ্রুত এগোচ্ছে।
অধিকাংশ মুসলমানের মধ্যে হিন্দু বিদ্বেষ কম, নেই বললেই চলে । আবার উলটো দিকে -- অধিকাংশ হিন্দু, বিশেষ করে নিম্নবর্ণীও নমদের মধ্যকার বেশিরভাগ মানুষ মুসলমান বিদ্বেষী । আরও সঠিকভাবে বললে বলতে হয় নমদের মধ্যকার শিক্ষিত অংশ -- যাদের পরিবারের একাংশ ইতিমধ্যে ভারতে চলে এসেছেন। তাদের দ্বারা বাকি অংশ প্রভাবিত হছেন।
রাষ্ট্রীয় ক্ষেত্রে -- চাকরি ও প্রশাসনে তাঁরা উল্লেখ যোগ্য সংখ্যায় আছেন। নিশ্চিতভাবে জনসংখ্যার হারের থেকে বেশি এবং যথেষ্ট সংখ্যায় উচ্চ পদেও আছেন। রাষ্ট্র বিরূপ হলে এটা সম্ভব হতো না।
গণ্ডগোল ও নির্যাতন হয় না, এমন নয়, কিন্তু মুসলমান দুষ্কৃতির তুলনায় সেখানে হিন্দুদের পাশে দাঁড়ানো মুসলমানের সংখ্যা অনেক বেশি । আশানুরূপ না হলেও প্রশাসন অনেকটাই নিরপেক্ষ।
ব্যবসা -বানিজ্য হিন্দুরা ভালই করে। তবে রাজনীতিতে তাদের প্রতিনিধিত্ব কম। একটা রক্ষাকবজ দরকার, সে দাবিও সেখানে উঠেছে। মনে হয় সেখানে হিন্দুদের রাজনৈতিক কৌশলেও ভুল আছে। একটা দলের প্রতি অন্ধ আনুগত্য তাদের গুরুত্বহীন করেছে।
আমার বলার এই যে, সমস্যা থাকলেও তা মোটেই দেশ ত্যাগ করার মত নয় । ভারত সরকার কূটনৈতিক পদ ক্ষেপ নিয়ে এই সমস্যা টুকু মেটাতে পারে।
আমি যখন বাংলাদেশে ছিলাম, তখন বি জে পি-র বর্তমান সভাপতি মিঃ ঘোষ ওখানে গিয়েছিলেন। আমি কিছু ওখানকার হিন্দু নেতাদের তাঁর সাথে যোগাযোগের তোড়জোড় দেখেছি এবং শুনেছি। অনেক কথা তাদের বলতে শুনেছি, একটি সংগঠন তৈরি হয়েছে বলে জানি। তাদের কথা এবং ক্রিয়াকাণ্ড আমার কাছে ভাল লাগেনি। এখন আবার রাহুল বাবু গেলেন। কলকাতায় বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন নিয়ে সেমিনার হচ্ছে বিশেষ বিশেষ বক্তাদের নিয়ে। ফেসবুকেও আর এস এস-এর বাংলাদেশের লোকজনের প্রতিক্রিয়া দেখছি।
শুনছি পশিমবঙ্গ নাকি বি জে পি-র পরবর্তী টার্গেট। সেটার জন্য বাংলাদেশে একটা সাম্প্রদায়িক গণ্ডগোল এখানে তাদের জন্য সুশীতল হাওয়া এনে দিতে পারে। তাই সবাইকে একটু সাবধান থাকলে ভাল হয়।

LikeShow more reactions
Comment
79 Comments
Comments
মতুয়া মৃত্যুঞ্জয় মজুমদার কি করিব হায় বুঝিতে না পায়, বঙ্গকে ভালবাসি।
কিছু মৌলবাদ আছে যারা আমাদের নিঃশেষ করে দিতে চায়।
See Translation
LikeReply223 hrs
Nityananda Biswas দাদা আপনার মত বুদ্ধিমান লোক যদি স্বদেশ ত্যাগ করে তাহলে আমরা সাহস পাব কোথা হতে,তাহলে আমাদের কি করা উচিৎ,See Translation
LikeReply323 hrs
Arijit Manna Spelt-aureejeet <<অধিকাংশ মুসলমানের মধ্যে হিন্দু বিদ্বেষ কম, নেই বললেই চলে । >> আমার ফেসবুকের মাধ্যমে বাংলাদেশের অনেক মানুষের সাথে পরিচয়, তাদের অধিকাংশ মুসলিম । এবং তারা যে সবাই বাম বা আওয়ামী লিগ সমর্থক তাও নয় । তাদের ভিন্নমতের সাথে পরিচিত আমি ও দেশের হাল-হকিকত নিয়ে কথাও হয়েছে ।
একটা কথা স্পষ্ট বুঝেছি সবার স্ট্যাটাস ও আলোচনা দেখে যে ওই দেশটার ইসলামিকরণ ভয়ঙ্করভাবে হয়েছে । একজন মুসলিম বাংলাদেশি কমেন্ট করেছে কিছুদিন আগে যে পাকিস্তানি আমলেও এত ইসলামি মনভাবপন্ন হয়নি দেশের জনসাধারণ । বাংলাদেশে উগ্র ইসলাম মানেই হিন্দু ও ভারত বিদ্বেষ । যেটা ১৯৭১ এর পর লাফিয়ে লাফিয়ে বেড়েছে । যা ওই দেশের ক্রমহ্রাসমান হিন্দু জনসংখ্যার কারণ ।  
<<মনে হয় সেখানে হিন্দুদের রাজনৈতিক কৌশলেও ভুল আছে। একটা দলের প্রতি অন্ধ আনুগত্য তাদের গুরুত্বহীন করেছে।>> আপনার ইঙ্গিত কোন দলের প্রতি তা সহজেই বোঝা যায় । কিন্তু অন্য কোন বিকল্প কি আছে ? আর এখন যেখানে ৮% মাত্র হিন্দু, সেখানে স্বাধীন বিকল্প নেওার জাএগা আছে ? এরশাদের ইসলামি রাষ্ট্র ঘোষণার সময় একটা উদ্যোগ নেওয়া হয়েছিল - সেটা তো বিফলে ।  
আপনি একটা ভালো উপদেশ দিয়ে আস্তে পারতেন এত পশ্চিম বঙ্গবাসিদের সতর্ক না করে । আপনি ওখানকার হিন্দুদের বলতে পারতেন যে এখানে না এসে ধর্ম নিয়ে এত বাড়াবাড়ি না করে কলমা পড়ে ইসলাম গ্রহন করে নিতে । ব্যাস ল্যাঠা চুকে যেত  
আমরা বাঙালি হিন্দুরা, আমাদের সমস্যা নিজেরাই ভেবে সমাধান করব । সেটা ভারত-বাংলাদেশ উভয়ের পক্ষে সুখকর নাও হতে পারে ।
See Translation
LikeReply123 hrs
Sukriti Ranjan Biswas ভাই আমি ১৭ বছর বয়সে চলে আসি। বুঝতাম না। পরে চেষ্টা করেও ফিরতে পারিনি।See Translation
LikeReply23 hrs
মতুয়া মৃত্যুঞ্জয় মজুমদার যে একবার চলে যায় তার আর ফিরে আসা হয় না!
তবে সম্পত্তির জন্য আসে (প্রমাণিত)
See Translation
LikeReply223 hrs
Sajal Mistry এখন চলে আসুন না! জানি আসবেন না। Sukriti Ranjan Biswas.See Translation
LikeReply122 hrs
Sukriti Ranjan Biswas ওখানে আমার মেজদা আছেন। অল্প ছিল, সবটা এখনও আছে।See Translation
LikeReply23 hrs
Nanda Namasudra কুকীর্তি বাবু, আপনি আপনার চৌদ্দগোষ্ঠী পরিবার নিয়ে বাংলাদেশে চলে যান,মুক্তিবাহীনির পেনশন ও পেয়ে যাবেন।এপারের নমরা বুঝি ঐপারের নমদেরকে প্রভাবিত করেছে! আপনি ত দেখছি খাঁটি চামচা । আপনার মা বাবা কারদ্বারা প্রভাবিত হয়ে ভারতে এসেছিলেন?? চামচাগিরি করতে করতে এমনই ঘী পেয়েছেন যে, পুরনো গুতো ভুলে গিয়ে নতুন গুতোর জন্য আবার পাছা পেতে দিয়েছেন তা ও ঘী লাগিয়ে। বাংলাদেশ যদি সাম্প্রদায়িক নয় তাহলে আজও হাজার হাজার হিন্দু মানুষ ভারতে আসছে কেন!See Translation
LikeReply723 hrs
Sukriti Ranjan Biswas আমার মা-বাবা এদেশে আসেন নি কোন দিন। ভাষা দেখে বোঝা যাছে ,মানুষ অথবা জন্তু।See Translation
LikeReply622 hrs
Rathindra N Roy Amader akhono oder kache Shikta hobe.
LikeReply22 hrs
Harshabardhan Choudhury Sukriti da Goebells er nam ebong kando to janen. Satti katha tara hajom korte parena. Hitlar jemon ihudi biddesh chariyechhilo temni edeshe Hitlarer bhakto Muslim biddesh chharachhe. era mitthatai bar bar bolbe, jate loke mitthatakei satti mone kare. Ar jara satti katha bolbe tader galagali debe parle hotya korbe. Etai oder kayda. Apnar satti katha balar jonya ebong sahoser jonya dhanyabad.
LikeReply422 hrs
Sukriti Ranjan Biswas আপনার মন্তব্য পড়লাম । ধন্যবাদ।See Translation
LikeReply20 hrs
Sajal Mistry জনাব সুকৃতি বাবু, আপনি খুব ভোরে ঘুম থেকে উঠে বাড়ির সাামনে চায়ের দোকানে যেয়ে চা খেতে খেতে " মালাউনের বাচ্চা" গালি শুনতে পাননা। কিন্তুু আপনারা যারা মানুষের বাচ্চা তারা এই " মালাউনের বাচ্চা" গালিটায় যে কি কস্ট তা বুজতে পারেন না। অবশ্য আপনারা (৩০/৫০ বৎসর পূর্বে চলে গেছেন) বুদ্ধিমান। তাই বলে এখানে সংখ্যা গুরুদের গীত গাবেন না। নিজেদের পিঠ রক্ষা করছেন, তা ভালো। কিন্তুু অন্যদের পিঠ ভাঙ্গার ব্যবস্থা করবেন না। আপনি গুনীজন, আমি কি বুজাতে চেয়েছি অবশ্যই তা বুজেছেন।See Translation
LikeReply922 hrs
Utpal Biswas "অধিকাংশ মুসলমানের মধ্যে হিন্দু বিদ্বেষ কম, নেই বললেই চলে । আবার উলটো দিকে -- অধিকাংশ হিন্দু, বিশেষ করে নিম্নবর্ণীও নমদের মধ্যকার বেশিরভাগ মানুষ মুসলমান বিদ্বেষী । আরও সঠিকভাবে বললে বলতে হয় নমদের মধ্যকার শিক্ষিত অংশ -- যাদের পরিবারের একাংশ ইতিমধ্যে ভারতে চলে এসেছেন। তাদের দ্বারা বাকি অংশ প্রভাবিত হছেন।" 

কাকু, আপনার সব পোষ্ট আমি পড়ি। কিন্তু কোন মন্তব্য করি না। কিন্তু আজ এই অংশটুকুতে একটু না বলে পারছি না। আপনি যখন ওদের সাথে কথা বলবেন তখন আপনার এটাই মনে হবে। আপনি উঠে আসলে "মালাউন" গালিটা ওরা পাড়বেই। সেটা যত ভাল সম্পর্ক থাকুক না কেন আপনার সাথে। আপনি তো ৫ জানুয়ারি নির্বাচনের সময় ছিলেন না, থাকলে টের পেতেন। আর আপনি বোধ করি হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকা ঘুরেছেন তাই এমন ভাবনাটা আপনার হয়েছে। কিন্তু বাস্তবতা ঠিক এর উল্টো। ৯৬ গ্রামের মশিয়াহাটী অথবা নড়াইলের ১১ খান বা ডুমুরিয়া হিন্দু সংখ্যা গরিষ্ঠ এলাকা ছেড়ে আপনাকে অভয়নগরের মালোপাড়া, মণিরামপুরের জয়পুর, সাতক্ষীরার শ্যামনগর অথবা ব্রাহ্মণবাড়িয়ারর নাসির নগরে যেতে হবে। তবেই উপলব্ধি করবেন ৩০ বছর আগে গিয়ে বিদ্বেষের হাত থেকে বেচেছেন কিনা! প্রমাণ চাইলে হাজার প্রমাণ আপনার সামনে এনে দেখাব। তবে বলে রাখি আমার কিন্তু এক খন্ড জমি বা একটি পয়সাও ওদেশে নেই।

"most of the Muslims in Hindu Nationalism, no less. It is said" again -- most of the Hindus, especially in the middle of their nimnabarṇī'ō most of the people. Hate Muslims more properly said you are to walk in the middle Those whom the educated part -...See More
Automatically Translated
LikeReply521 hrsEdited
Sukriti Ranjan Biswas দেখুন আমি মালোপাড়া চিনি, গণ্ডগোলের পর ওখানে গিয়েছিলাম। ওহাব সাহেবের কীর্তি আমি জানি, ঐ সময়ে সাতক্ষীরাতেও গিয়েছিলাম। জয়পুরও আমি চিনি।See Translation
LikeReply20 hrs
Utpal Biswas নাম শুনে মালাউন বলে গলায় ছুরি ধরে এটা জানেন তো?See Translation
LikeReply120 hrs
Sukriti Ranjan Biswas ছুকনগর, সাতক্ষীরাতে হিন্দুরা বরং মিলেমিশে থাকার নানা ঘটনার উল্লেখ করেছিলেন। যাহোক ভাই, আপনার সাথে আমি একমত হতে পারছি না।See Translation
LikeReply20 hrs
Utpal Biswas ধন্যবাদ কাকু। একমত হওয়ার দরকার নেই। বাস্তবতাটা বছরের পর বছর ধরে উপলব্ধি করতে করতে বড় হচ্ছি তাই লিখলাম। ভাল থাকবেন। আশাকরি আমাকে চিনতে পেরেছেন।See Translation
LikeReply120 hrs
Sukriti Ranjan Biswas Utpal Biswas না, চিনতে পারিনি।See Translation
LikeReply20 hrs
Utpal Biswas প্রোফাইলটা চেক করলেই পাবেন। তবুও বলি, আমি মশিয়াহাটীর উৎপল, গ্রাম-লখাইডাংগা।See Translation
LikeReply20 hrsEdited
Sukriti Ranjan Biswas উৎপল, আমরা দেশত্যাগের কারন নিয়ে আলোচনা করছি। কালীবাড়িতে কেউ যদি মালাউন বলেন ( যদিও আমি শুনিনি), মশিয়াহাটিতে কেউ নেড়েও বলেন। কদিন আগেও বিষ্ণুর ছেলের সাথে (তোমাদের গ্রামের) কয়েকজন মুসলমানের মারামারি হয়েছে। মিটমাটও হয়েছে। এসব আছে। কিন্তু ফেসবুকে তুমি বল -- ওখানে দাঙ্গা হয়েছে কখনো? কিন্তু তোমার -আমার গ্রামের অর্ধেক মানুষ দেশত্যাগ করেছেন। মনোভাব ?--- বলতো মুসলমানদের নেহাল্পুর কলেজে কতজন মাস্টার হিন্দু, আর মশিহাটি কলেজে কতজন মুসলমান শিক্ষক? তোমাকে কে কবে মালাউন বলেছে, নামটা বলবে?See Translation
LikeReply120 hrs
Sukriti Ranjan Biswas উৎপল , তোমাদের এলাকার মুসলমানরা হিন্দুদের কখনো মালাউন বলেন না, কেন বাজে কথা লেখ ?See Translation
LikeReply119 hrs
Swapan Bairagi উৎপল সঠিক এবং সঠিক
এসব পরীক্ষিত ও অ প্রযোজনীয়
See Translation
LikeReply119 hrs
Sukriti Ranjan Biswas টেলিফোন নম্বর দেব, বলবে ৫ টা নাম।See Translation
LikeReply19 hrs
Swapan Bairagi অপ্রয়োজনীয় ও পরীক্ষিত বাজে বিষয় নিয়ে সময় নষ্ট করে লাভ কি? বাংলাদেশের এমন কোন অবহেলিত এলাকা অাছে কি মশিয়াটি / ৯৬ এর মত। চাকুরি জীবি বেশি বলা হচছে-? ওটা করে বলেই অাছে। অার যাদের নড়ার কো ন শ ক্তি তারাই থাকে। অার যে যত বড় চাকুরি করে সে তত বিনয়ী থাকে,। দিবা স্বপ্ন দেখা যাবে না বাস্তবায় অাসুন। এটা অামাদের মশিয়াটি /৯৬ না হলে অন্য একটা ৯৬ হতো এটা অামার বিশ্বাস। নইলে ৯৬ তে এবার পানি সরবেনা, ধান হবেনা বলে পানি সম্পদ মন্ত্রি বাণী প্রকাশকরে বসে অাছে। অার ৯৬ এর পাফাটা মানুষ গুলো ধান করে দেখালো? ভাবুন!See Translation
LikeReply119 hrs
Utpal Biswas আমি নিজেই আপনার বর্ণিত ঘটনার চরমতম স্বাক্ষী। আমার সামনেই ওইদিন বেশ কয়েকজন বেশ কয়েকবার বলেছে। সেখানে কোন কারণ শোনার অবকাশ ছিল না। শুধুমাত্র ওই শব্দটা বলেই মারপিট করছিল। আর এটাও জানুন, ওই ঘটনার পর ওরা দেশত্যাগের সিদ্ধান্ত নিয়েছে। আর দাঙ্গার কথা বলছেন? আমরা মাইনরিটি, লুকানোর জায়গা না পেয়ে ওপারে চলে যাচ্ছি। দাঙ্গার সাহস কোথায়? মশিয়াহাটীতে একটা রহিম নামের চোরকে হাতেনাতে ধরে দুই-চার চড় ধুসি মারলে ন'পাড়ায় যাওয়া বন্ধ। কারণ ওর বাড়ি সরখোলা বা ধোপাদি। পাশের চাকরীর কথা বলছেন? সেখানে যারা চাকরী করেন তারা শুধু চাকরগিরিইই করেন। তলে হাত দিয়ে দেখতে পারেন। বিদ্বেষমুলক কথা তাদের শুনতে হয় কিনা? থাক কাকু, এ নিয়ে আর বাড়াতে চাই না। শেষে দেখা যাবে আমারই কালিবাড়ি যাওয়া বন্ধ হয়ে যাবে।See Translation
LikeReply318 hrsEdited
Mukanda Bala বাবু আপনার লেখা কিংবা পোস্ট গুলো আমার বরাবরই ভালো লাগে।কিন্তু এখানে একটু বেতিক্রম।নিম্ন বর্ণের বলতে আপনি যাদের কথা বললেন আসলে তারা কোন বনের? আপনি শিক্ষিত হয়তো সবই জানেন, আবার নাও জানতে পারেন।আর জাদের নম বলছেন তারাই এক মাএ আছে যে অন্য সকল বর্ণের মানুষ কে হিংসা কম করে? এটা যদি আপনার জানা না থাকে তাহলে নিজে ঘুরে দেখতে পারেন? বর্তমান নাম ধারি যে সব উচ্চ সনাতন ধর্ম অবলম্বন কারী আছে? আর নমর ইতিহাস আপনার জানা আছে? এরাই ছিল এক মাএ খাঁটি ব্রাহ্মণ। ইতিহাস রাজা বল্লল সেন?See Translation
LikeReply17 hrs
Apurba Biswas সবই যুক্তিহীন কথা।।আর এক প্রকার দালাল ন্যায়।।।See Translation
LikeReply221 hrs
Ranjit Sur এই প্রথম কিছু ঠিকঠাক কথা বললে! Sukriti Ranjan BiswasSee Translation
LikeReply221 hrsEdited
Sukriti Ranjan Biswas আমি বরাবর একই কথা বলি, হয়তো আপনার বুঝতে একটু সময় লাগলো । ধন্যবাদ।See Translation
LikeReply21 hrs
Joydip Bhattacharjee Sukriti Ranjan Biswas সার্, অপনার লেখা পড়ে মনে হয়​, যে যত দোষ সব হিন্দুদেরই ! মুসলমানদের দোষ আছে, তবে 
নিতান্তই সামান্য ! প্রায় নেই বল্লেও চ্লে ! খারাপ হল আর এস এস্, বিজেপি ইত্যাদি ! সার্, দয়া করে একটা কাজ করবেন্, পশ্চিম বাঙ্লা, আসাম আর বাঙ্লাদেশ এর খ
বরের কাগজ গুলোয় হিন্দু দ্বারা মুস্লিম দের প্রতি যত অপরাধ ঘটানো হয় আর মুস্লিমরা হিন্দুদের কটা মন্দিরে হামলা করল​, বা কটা হিন্দু গ্রামে আক্রমন চালাল্, কটা হিন্দুকে খুন করল্, সেটার হিসেব শুধু এক মাস একটা কাগজে লিখে রাখুন ! আমার মনে হয় আপনার ভুল ভাঙতে সময় লাগবে না !
See Translation
LikeReply15 hrs
Ujjal Sarkar এই সব পোষ্ট করে কেন অযথা বিতর্ক বাড়ান?See Translation
LikeReply521 hrs
Joydip Bhattacharjee বিতর্ক না বাড়লেই কি সব ঠিক থাকবে ? বরং, তর্ক করলে সমস্যা গুলোর আসল রুপ বেরিয়ে আসবে আর তখন সমাধান পাওয়া যাবে !See Translation
LikeReply14 hrs
Sheikh Lokman Galib আমাদের বাংলাদেশের মানুষদের সঠিকভাবে বোঝার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ।See Translation
LikeReply121 hrs
Nripendra Biswas Amonta 30% hindu boluk bujhbo bd te hindura nirapad...
LikeReply20 hrs
Sheikh Lokman Galib আমি আশা করি ৩০% এর বেশি হিন্দুধর্মাবলম্বী আমার কথাটা বলবে। যদি না বলে, তাহলে বুঝতে হবে, তারা বাংলাদেশকে নিরাপদ মনে করে। তবে ভারতকে তার থেকে বেশি নিরাপদ মনে করে বলেই তারা ভারতমুখী।See Translation
LikeReply18 hrs
Swapan Dhar বাংলাদেশের উভয় সম্প্রদায়ের লোকজনের যা কমেন্ট পরি , তাতে সুকৃতি বাবুকে বিশ্বাসযোগ্য মনে হলোনা ।See Translation
LikeReply421 hrs
Sukriti Ranjan Biswas বিশ্বাস কেন করবেন, যুক্তি দিয়ে যাচাই করুন। আলোচনা করলে যুক্তি, তথ্য সবই পাবেন। আর যদি বিশ্বাস করেন, থকবেন না।See Translation
LikeReply219 hrs
Alok Biswas শুধু fb কমেন্ট গুলি পড়লেই যথেষ্ট নয় । একটু আম্বেদকরীয় দর্শন বা গুরুচাঁদ দর্শনের দৃষ্টিকোনও দরকার । না হলে ব্রাহ্মণবাদ ও ব্রাহ্মণ্যবাদী চক্রান্তগুলি সম্বন্ধে সম্যক ধারণা হবে না আপনার । তাই হয়ত সুকৃতিদার বক্তব্যগুলির depth এ ঢুকতে পারলেন না ।See Translation
LikeReply11 hrs
Apurba Roy Apni BD chole jan
LikeReply221 hrs
Nripendra Biswas আপনি secular মনোভাব দেখাচ্ছেন ??? 45দিন ছিলেন তবে এই রিপোর্ট আনলেন ??? অবাক লাগে আপনার লেখা পড়ে । হিন্দুদের কান্না আপনার কানে পৌছায় নেই, তাই তেল তেল কথা বলছেন । নমঃশূদ্র সমাজকে আপনি কাঠগড়ায় তুলছেন ।See Translation
LikeReply420 hrs
Alok Biswas যত হিন্দু হিন্দু করবেন ততই আপনি মুসলিম বিদ্বেষি হয়ে পড়ছেন ! হরি-গুরুচাঁদ ঠাকুর আমাদেরকে হিন্দু বা বৈদিক কম মতুয়াতে মাতোহারা হতে নির্দেশ বা দিয়েছিলেন কেন তা বোধ হয় আপনার দৃষ্টিগোচর হয় নি বুঝি ?See Translation
LikeReply212 hrs
Nripendra Biswas আপনি মুসলমান মুসলমান বলুন 
এটা ভয় ।
See Translation
LikeReply3 hrs
Ashim Ranjan Bhattacharjee জেনে ভালো লাগলো ।See Translation
LikeReply120 hrs
Pradip Dey U r the most stupid person i think
LikeReply20 hrs
Alok Biswas Who are u to use such an abussive words ?
LikeReply12 hrs
Pradip Dey I am Indian I hate those who don't love India
LikeReply36 mins
Uttam Biswas এই লোকটিকে খুবই শ্রদ্ধা করতাম, এবং ভাবতাম বুদ্দিজিবি, এবং আমাদের সমাজ কে আগে নিয়ে যাবে, আমাদের নৈতিক অধিকার আদায়ে সর্বউচ্ছো ভুমিকা পালন করবে, কিন্তুু এখন দেখছি সে সব কিছু না, ফেসবুকে উল্টো পুল্টো বিষয় নিয়ে আলোচনা করছে,,See Translation
LikeReply220 hrs
Sukriti Ranjan Biswas সে টা আপনার বুদ্ধির ভুল, আগামিকাল হয়তো আবার মত পাল্টাবেন।See Translation
LikeReply20 hrs
Iftekar Hossain Modi-Hasinar bojha pora hoyto rajnoitik khomotayoner khetre0 otut thakte pare ... Bjp ke milege dewar jonye Awami League er sonar 6elera 2/4 ti chapatir kop marte pare.
LikeReply19 hrs
Ashim Ranjan Bhattacharjee সময় বড়ো অস্থির । এক রাজনৈতিক শূন‍্যতা বিরাজ করছে । আর একথা ইতিহাস স্বীকৃত যে, যখন‌ই রাজনৈতিক শূন‍্যতা দেখা দেয় তখনই ফ‍্যাসীবাদ মাথা তোলার সুযোগ পায় । আজকে আবার এ কথার সত‍্যতা প্রমাণ হচ্ছে । হয় মুসলমান বিদ্বেষ নয় হিন্দু বিদ্বেষ । হয় মন্দির ভাঙো নয় মসজিদ...See MoreSee Translation
LikeReply519 hrs
Babu Sarkar S.R.Biswas মহান মনের মানুষ, আপনি বলছে, আপনার বাপ ঠাকুদা ভয়ে পালিয়ে এসেছিল,আর আপনাকে নেমনত্ন্য করে খায়িয়েছে, আপনি বলুনতো, আপনি যাকে ডেকে খায়াবেন, তার সামনে আপনার পরিবারে লোক ঝগড়া করবেSee Translation
LikeReply119 hrs
Biprojit Das Sroddheo Sukrti Sir. Ami Last week e Bangladesh e giyechilam Bishesh kaje. Amar oi kota diner Aviggaty. Apnar ei Status er sathe. Sampurna Sahomot poshon korte parlam na.
LikeReply118 hrs
Amitava Avarna খুব ভালো ও সময়োচিত লেখা | অন্ধভাবে কোনো ধর্মের বিদ্বেষী হওয়ার ফল ভালো হয় না , আবার অন্ধভাবে কোনো ধর্মের তোষমোদ করাও অত্যন্ত ক্ষতিকর | প্রকৃত অর্থে একেশ্বরবাদী অবর্ণ মতুয়া ধর্মে এই কথাই আছে |See Translation
LikeReply18 hrs
Asim Mitra বলেছেন অধিকাংশ মুসলিমদের কথা।কিন্তু বাকি মুসলিম?তাদের কথা কিছু বলেন।See Translation
LikeReply318 hrs
Suman Das asar darkar chilona okhane takten
LikeReply18 hrs
Utsha Ahmed Sukriti Ranjan Biswas----KAKU ----- Ami apnar sathe 1 mat holeo beshi kichu bolte parbo na.... Amar DADA r NANA 2 jonei LALAN SAIN er anugami.... ISLAM er sathe amader paribar er temon lena dena nei..... 1 NAMO Sushanta Kumar ke JIBANSANGI bechechi..... Er por o apnar kathay say dile JABAN er bachcha sunte hobe
LikeReply117 hrs
Ranajit Biswas Even it so, talking much about it only deter the possibility of modification Citizenship Act 2003
LikeReply17 hrs
Animesh Biswas আপনার পেশা কি ছিল জানিনা, তবে পেশা দলালি হলে ভালো হতো ।See Translation
LikeReply717 hrs
Debabrata Bagh hahaha..............
LikeReply17 hrs
Mithu Dhar আপনার মন্তব্য ঠিক ননয়। দাদা আপনাকে আমার বাংলাদেশে সপরিবারে স্থায়ীভাবে বসবাসের আমন্ত্রন জানাই। তারপর পরবর্তীতে বুঝবেন বাকিটা। বাপ মরলে বুঝা যায় বাপ কি জিনিস।See Translation
LikeReply616 hrs
Anjan Suklabaidya আমারও তাই মনে হয়েছে ৷ কেননা আমাদের আত্তিয়সজন যারা ত্রখনও বাংলাদেশে রয়েগেছেন তারা ভালই আছেন ৷See Translation
LikeReply216 hrs
Abdul Karim শুনে ভালো লাগলো ।See Translation
LikeReply216 hrs
Ripon Halder কিছু লেখার ইচ্ছে কিন্তু বিদ্যু নেই কারন প্রচন্ড ঝড় বয়ে গেছে। চার্জ শেষSee Translation
LikeReply116 hrs
Bidyananda Das ACCA apnader modhe ke ke modhe ke ke Koran er anubad porechen
LikeReply16 hrs
Bidyananda Das Sukriti babura bramon dekle chote Jan jara naki amder choa kheto na ar jara amader ma bonnke Dorson kore dormer anumoti nie dader dadali koren
LikeReply116 hrs
Bidyananda Das Abar massage ta unar bondura unake plz pathan
LikeReply16 hrs
Bidyananda Das Orokom akta akat itihas murkher jonno amar kache somai nai
LikeReply16 hrs
Bidyananda Das Loktake akdin kelani na dile sudrabe na
LikeReply16 hrs
Bidyananda Das Amar sondheho hoi ini hundur ourose jonmechen kina
LikeReply16 hrs
Bidyananda Das Unar srodheo ma base thakle jighasa korte boltam
LikeReply16 hrs
Sukriti Ranjan Biswas যা বলছেন আমি জানি আপনারা তাও পারেন না।See Translation
LikeReply116 hrs
Ramgopal Poddar তাহলে ভারতে থেকে কি দরকার আবার বাংলাদেশে চলে যান।কিন্তু দোহাই আপনাদের এই দেশ টা কে মিয়ার দেশ বানাবেন নাSee Translation
LikeReply615 hrs
Parthamani Nag please migrate back to that wonderland
LikeReply315 hrs
Kaushik Sarker তা এত ভালো লাগলে আমাদের এখানে থেকেই যান না। ওখানে বসে দালালি করছেন কেন? দেড় মাস থেকে যদি সারা জীবন থাকা লোকদের থেকে বেশী জানেন তবে তো আপনার এই মাটির প্রতি অনেক টান।See Translation
LikeReply1415 hrsEdited
Hemonta Debnath এই রকম কিছু হিন্দু জ্ঞানহীন মানুষদের জন্য বাংলাদেশের হিন্দুদের এই দুর্গতি, চিন্তা করার কিছুই নাই এদের পশ্চিমবঙ্গও ছাড়তে হবে। ধূলাগড়ে তা সবাই ভালভাবেই দেখেছে। আর বাংলাদেশের কথা কি বলব...?See Translation
LikeReply1614 hrs
Subrata Biswas বেকুব একটা। এই সমস্ত লোকদের কে বুধ গ্রহে পাঠাতে হবে।See Translation
LikeReply414 hrs
Prabir Majumder বাংলাদেশে হিন্দুরা স্রেফ "মালাউন" বা আল্লার দ্বারা অভিশপ্ত। এটা খুব সম্মানীয় পরিচয়, তাই না?See Translation
LikeReply914 hrs
Babu Sarkar প্রবির মজুমদার একদম ঠিক বলেছেনSee Translation
LikeReply414 hrs
Gouranga Saha আপনি যা বলেছেন তা ১০০% সত্য, আমার বাড়ি খুলনাতে আমি জীবনে কোনদিন হিন্দু মুসলিম মারামারি তো দুরের কথা, ধর্ম নিয়ে তর্ক দেখিনি। দুর্গা পুজায় খুলনা শহরে শুধু মাত্র আমার এলাকায় দোলখোলা শীতলা বাড়ি থেকে কালী বাড়ি ঘাঁট পর্যন্ত মাত্র ৩ কি মি জায়গায় ৬ টি ঠাকুরের ...See MoreSee Translation
LikeReply613 hrs
Mithu Rahman এই লেখাটি অন্যরকম এবং বন্ধুত্বপূর্ণ !
বিদ্বেষমূলক না হওয়াটা কিছু মানুষের কাছে হতাশাজনক !!
See Translation
LikeReply313 hrs
Madhab Guha A seasoned propagandist's venture should not deserve much attention. His formulations are based on mere assumptions and preconcieved notions. His target is quite apparent and political in nature. He has surmised unwittingly that a particular political ...See More
LikeReply313 hrs
LikeReply113 hrs
Gautam Mistri মূল বক্তব্যের সাথে একমত।See Translation
LikeReply113 hrs
Sajal Mistry এই বরো পন্ডিত। খোজ নিলে দেখা যাবে বাংলাদেশের সম্পত্তি বিক্রি করে করে ভারতে জমাচ্ছে। অাবার ওনাদের গীত গাচ্ছে। gourango saha.See Translation
LikeReply313 hrs
Ratan Seuli যাঁরা ও দেশে বসে হিন্দু , হিন্দু করছেন , তারা ইতিহাসে বড়ই দুর্বল !খুবই দুঃখ হয় ! এদেশের কিছু আর,এস ,এস বা উগ্র হিন্দুত্ব বাদী সংগঠনের উস্কানি তে পরে ছে। ন / এরা নিজেদের অতীত কে নাখুজেঁ শুধু হিন্দু ,হিন্দু করে নিজেদের পরিচয় দিয়ে , অতীতের ধর্ম হ...See MoreSee Translation
LikeReply112 hrs
Bikash Mondal নোমোশুধরোরা কোন মুছলিম বিদ্দেশিনয়*তোমার মতন শুকররা এশব কথাতো বলবেই *See Translation
LikeReply212 hrs
Chandra Bankim বিশ্বস্ত সূত্রে খবর পেলাম সুকৃতি বাবুর মমতা এবং মায়াবতীর মতো মুসলিম প্রিতি খুব, মুসলিমদের ত্রুটি চোখে পডেনা, কথাগুলি সত্যি কিনা কেউ জানালে বাধিত হবো,
বাবু জগজীবন রাম দলিত মন্ত্রী ছিলেন কিন্ত দলিতের নয়, 
জৈল সিংহের সময় পাঞ্জাবি বেশি খতি সয়েছে, বরং বে.জে.পী দলিতের ভোটের লোভে কিছু করতে পারে,
See Translation
LikeReply311 hrs
Bhaskar Tikader লেখক বাবু বিতর্কিত মন্তব্যের স্রোষ্ঠা !See Translation
LikeReply311 hrs
Palash Biswas Anti India Hindutva Conspiracy to create riots in Bangladesh!
http://palashbiswaslive.blogspot.in/.../anti-india...



Anti India Hindutva Conspiracy to create riots in Bangladesh to capture West Bengal and Rest of India!Assam experiment extended! Palash Bisw...
PALASHBISWASLIVE.BLOGSPOT.COM
LikeReplyRemove Preview110 hrs
Sukriti Ranjan Biswas পলাশ দা, ভালো মন্দ, পক্ষে বিপক্ষে--- যাই লিখুন বাংলাটাও থাকা দরকার। ভালো না বোঝায় আমারও ইংরেজি পড়তে ভালো লাগে না।See Translation
LikeReply1 hr
Palash Biswas I may not write Bengali on FB and do not use smart phone .At the same time I never target Bengali audience which do not known me at all.It is better to write in English because the subject is burning and has greater impact on India and Bangladesh.Most of Northeast including Assam people do not read Bengali nor the cow belt which makes the policy and political decision.I am addressing everyone in India and across the political borders within and outside.
LikeReplyJust now
Aliul Rahaman Msd Apni thik bolechhen sir
Apni thik bolechhen 
Rss sob pare
...See More
LikeReply17 hrs
Utpal Biswas বর্নহিন্দুরা বাংলাকে যে কারনে ভাগ করেছিলেন তাদের স্বপ্ন সার্থক তাই ৭০ বছরের স্বাধীন ভারতবর্ষের পশ্চিম বঙ্গে মাত্র ৬% বর্নহিন্দুরা শাসক দলিতরা শোষিত, আর বাংলাদেশের থেকে বিগত ২০, ২৫ বছরের মধ্যে যারা এসেছে নমঃশূদ্ররা তারা অধিকাংশই সুবিধাবাদী উদবাস্ত আন্দ...See MoreSee Translation
LikeReply26 hrs
Ziaur Rahman আপনার এই লেখা খুবই সময়োপযোগী।আমাদের সতর্ক থাকতে হবে ।See Translation
LikeReply6 hrs
Palash Biswas আপনি দয়া করে দালালি কথা আর লিখবেননা। যদি পারেন যারা আছেন তারা যেন ভাল থাকেন সেটা করুন।See Translation
LikeReply45 hrs
Md Afsar Ali তাহলে চাকরি-বাকরি থেকে সামাজিক অবস্থানে মুসলিম-প্বাংরধান লাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা ভালো আছে এমনকি জনসংখ্যার অনুপাতের চেয়েও বেশি ভালো আছে। তাহলে আপনার দুটো কাজের দায়িত্ব পরে যাচ্ছে - প্রথম কাজটি আপনি এই পোস্টের মাধ্যমে করেছেন যে লোককে সে সত্যটা বলা। দ্...See MoreSee Translation
LikeReply35 hrs
অরিন্দম কুমার son of bitch....
Hindu percentage in Bangladesh is going down since 1947. From 30 % to 9 %. The Muslim percentage is going up in West Bengal. Now 30 %. But why? Hindues left Bangladesh for lack of respect, safety and security. Hindu temples are vandalized everyday in Bangladesh. But why? Law and enforcement agency are less active to protect minorities in Bangladesh. Purposefully
LikeReply35 hrsEdited
Dipto Sutrodhar আমাদের জায়গা জোর করে দখল করে নিতাছে বাংলাদেশে ।আর আমি বাংলাদেশের মাদারীপুর থাকি contract number: 8801797127778 আমরা এখানে একটু ও ভালো নেই মিডিয়া ও চুপ কোন খবর প্রকাশ করে না হিন্দু অত্যাচারিত হলেSee Translation
LikeReply33 hrsEdited
Suman Mir আপনি জেলে জাবেন রঞ্জন বাবু একিবল্লেন,,,,,,See Translation
LikeReply2 hrs
Sukriti Ranjan Biswas পেনছিলে যতই টুকি তা অসমের নেলি, মীরাট, ভাগলপুর, জামসেদপুর, মুম্বাই, গোরক্ষপুর, গুজরাট, মোজাফ্ফর নগর - এগুলির মধ্যে কোনো একটি সংখ্যা ছুঁতে পারবে না।@jaydeep Bhattacherjee
.
See Translation
LikeReply11 hrEdited
Drs Akmal Jai mulnivasi sir
LikeReply2 hrs
Sukriti Ranjan Biswas Nomoskar Bhai. We are talking after a long gyap.
LikeReply27 mins
Drs Akmal आप अपना नंबर दीजिये
LikeReply10 mins
Arunavo Bairagi ((অধিকাংশ মুসলমানের মধ্যে হিন্দু বিদ্বেষ কম, নেই বললেই চলে । আবার উলটো দিকে -- অধিকাংশ হিন্দু, বিশেষ করে নিম্নবর্ণীও নমদের মধ্যকার বেশিরভাগ মানুষ মুসলমান বিদ্বেষী)) মিঃ সুকৃতি বাবু,, বাংলাদেশের যেখানে হিন্দুদের সংখ্যা বেশি তার উপর ভিত্তি করে এই মতামত প...See MoreSee Translation
LikeReply41 hrEdited
Sukriti Ranjan Biswas আমি উস্কানির জন্য বলিনি, আত্মসমালোচনা দরকার। হিন্দুত্ববাদীদের উস্কানিতে নমো দের একাংশ লাফাচ্ছেন, তথ্যটা মিথ্যা নয়। ওরা ব্যবহারিত হবে। আমাকে ছাত্র জীবনে বাবা মা পাঠিয়ে দেন ভারতে কিন্তু তারা কখনো আসেন নি। আপনার মানসিকতার জন্য ধন্যবাদ। আমরা এখানে যারা এসে পড়েছেন, তাদের নাগরিকত্ব এর জন্য চেষ্টা করি কিন্তু ওখানকার মানুষকে দেশ ত্যাগ না করতে উৎসাহিত করে থাকি।See Translation
LikeReply116 mins
Badal Sikder তুই বেটা সালেম পাঠা।See Translation
LikeReply1 hr
Md Ershadullah Matribhumite sokoler soman odhikar. Keu seta nite parbe na. Amra nijera vondami kore desh charle setar dayitya nijeder. Problem thake fight kore solve korte hobe. JAI HIND.
LikeReply150 mins
Sankar Roy দলিতরা যতটা অচ্ছুত ব্রাহ্মন দের কাছে তার তুলনায় অনেক কম মুসলমানদের কাছে! গুজরাটের কান্ড যদি কোন মুসলিমদের কাজ হতো তাহলে প্রবির বাবু সহজে অংক করতে পারতেন!See Translation
LikeReply45 mins
Arijit Ghosh Sukriti Ranjan Biswas er moto manush guloi hoche actual dangabaj....jara kina nomo nomo bole chitkar kore ...r sur suri ta nijerai dei....ekdom puro samprodaik dangabaj itor srenir lok....erai hindu muslin prosongo tante besi pochondo kore....r thanda ghore bose uskanimulok cmnt korai eder kaj.....
LikeReply28 minsEdited
Arijit Ghosh ekdam thik sir ## JAI HIND...... @ Md Ershadullah
LikeReply31 mins
Arindam Mukherjee Sukriti Ranjan Biswas babu ta bangladeshe jokhon etoi shanti apni ba apnar moton manush ra keno poribar nie bharat e ese pore achen r ekhan kar jonosonkha briddhi korchen? Bangladesh jokhon bharat er thekeo besi sohisnu tokhon to sekhanei thakte parten? Keno ei osohisnu bharat e achen? Chole jan na nijer deshe... Keo to r apnaje atke rakhe ni?
LikeReply24 mins

No comments:

Post a Comment