Tuesday, July 5, 2016

I am sorry to share this horrible post from Bangladesh which shows the deadbody of Faraz and his friends including the Indian girl.The Brutal genocide has not to be forgiven as it has become the genocide culture across the border to sustain the Free Market hegemony. Palash Biswasআপনারা লাশ দেখতে চান? Faraaz এর লাশ? লাশ দেখলেই তো শান্তি হবে? তাহলেই বিশ্বাস করবেন যে সে আসলেই তার বন্ধুদের জন্য সুযোগ দেয়া সত্ত্বেও থেকে গিয়েছে? বিশ্বাস করবেন যে মৃত্যু নিশ্চিত জেনেও সে কাপুরুষের কাতারে দাঁড়াতে রাজি হয় নাই? আমরা এইধরনের ছবি দিতে চাই নাই কিন্তু আপনাদের বেক্কলগিরির নমুনা দেখে দিতেই হচ্ছে। নিচের ছবিতে grey রঙের যে ছেলেটিকে জবাই করা অবস্থায় দেখছেন সেটিই Faraaz এর লাশ। আর পাশেই তার বান্ধবীদের লাশ। Red circle দিয়ে identifying attributes চিহ্নিত করে দেয়া হয়েছে যাতে আপনাদের মধ্যে যারা চোখ থাকতেও 'অন্ধ' তারা যাতে বুঝতে পারে। কিছুদিন আগেই তার মা এই tshirt টা কিনে দিয়েছিল। কতো লাশ এর ছবি দেখালে আপনারা বিশ্বাস করবেন?

I am sorry to share this horrible post from Bangladesh which shows the deadbody of Faraz and his friends including the Indian girl.The Brutal genocide has not to be forgiven as it has become the genocide culture across the border to sustain the Free Market hegemony.
Palash Biswas
আবারও আসতে হলো।
মজার ব্যাপার কি, আমাদের দেশে গুনের কদর বেশিরভাগ মানুষ করতে পারে না। নাহলে যে ছেলে তার বন্ধুরদের বাঁচাতে গিয়ে জীবন দিলো আমরা তাকে নিয়ে লাফালাফি না করে, যে ছেলে মানুষ ধরে ধরে জবাই করলো তার জন্য 'আহা-উহু' লাগিয়ে দিয়েছি। আফসোস আমাদের উপর। আমাদের মতন মানবতা ও বিচক্ষণতায় 'আশিক্ষিত' একটা জাতির হাতে হাতে স্মার্টফোন, ফেসবুক আর ইন্টারনেট দিলে যা হয়। আমরা জানি না তা কিভাবে চালাতে হয়। নিজেরাই যদি ২৪ ঘণ্টা আগে একজনকে ভালো ভালো বলে, কোন ছাতার online news portal আর কোন ছাতার ফেসবুক profile থেকে share করা জিনিস দেখে বিচার বিবেচনা না করেই কিভাবে তাকে জঙ্গি বলা শুরু করে দিলাম? এইভাবে আমরা বেক্কলের মতন যদি share দিতে থাকি তাহলে আমাদের চেয়ে গাধা আর কেউ কি আছে?
আপনারা লাশ দেখতে চান? Faraaz এর লাশ? লাশ দেখলেই তো শান্তি হবে? তাহলেই বিশ্বাস করবেন যে সে আসলেই তার বন্ধুদের জন্য সুযোগ দেয়া সত্ত্বেও থেকে গিয়েছে? বিশ্বাস করবেন যে মৃত্যু নিশ্চিত জেনেও সে কাপুরুষের কাতারে দাঁড়াতে রাজি হয় নাই? আমরা এইধরনের ছবি দিতে চাই নাই কিন্তু আপনাদের বেক্কলগিরির নমুনা দেখে দিতেই হচ্ছে। নিচের ছবিতে grey রঙের যে ছেলেটিকে জবাই করা অবস্থায় দেখছেন সেটিই Faraaz এর লাশ। আর পাশেই তার বান্ধবীদের লাশ। Red circle দিয়ে identifying attributes চিহ্নিত করে দেয়া হয়েছে যাতে আপনাদের মধ্যে যারা চোখ থাকতেও 'অন্ধ' তারা যাতে বুঝতে পারে। কিছুদিন আগেই তার মা এই tshirt টা কিনে দিয়েছিল। কতো লাশ এর ছবি দেখালে আপনারা বিশ্বাস করবেন? দেখতেই পাচ্ছেন তাকে মারার আগে তার কব্জি আলাদা করা হয়েছিলো। কেন তা আমরা জানি না। এর কারণ হতে পারে- সে বাথরুমে তার বন্ধুদের নিয়ে লুকিয়ে থেকে তার পরিবারকে SMS করার খবর আমাদের দেশের 'নামেমাত্র' সাংবাদিকরা TV তে বারবার বলার জন্য। অথবা হতে পারে এই হাত দিয়েই সে তার বন্ধুদের বাঁচাতে খুনিদের পথ আটকিয়েছিল দেখে। যে কারনেই হোক, আপনি, আপনারা অথবা আমি - আমাদের দেশের সুসন্তান Faraaz এর নখের সমপরিমাণ যোগ্যতা রাখিনা তার এই আত্মত্যাগ কে প্রশ্নবিদ্ধ করার জন্য। জীবনে তার কি না ছিল? তাও কিছুর মায়া করে নাই, আর আমরা? কেউ কেউ তার এই আত্মত্যাগ কে প্রশ্ন করে খুনিদের ছবি নিয়ে মায়া ঝরায় যাচ্ছে। থুঃ তাঁদের মুখে। লজ্জা হওয়া উচিত।
দয়া করে এভাবে নিজেদের ক্ষতি নিজেরা করবেন না, দেশের ক্ষতি করবেননা। কোন খবর/rumour ছড়ানোর অথবা share করার আগে source যাচাই বাছাই করে নিন। নাহলে আপনারা জাতির brainwash এর ভাগীদার হবেন। আপনারা সবাই এখন একটা ভয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন আর এই ভয়কে কাজে লাগিয়েই একটি স্বার্থান্বেষী মহল ফায়দা এবং খ্যাতি লুটে নিবে। আপনাদের কাজ তাদের থামানো।
আর হ্যাঁ, আমরাও Faraaz এর নখের সমতুল্য যোগ্যতা রাখি না।
Faraaz, আমরা লজ্জিত। আমরা তোমার সঠিক মর্যাদা দিতে পারছি না। তুমি জীবন হারিয়েও জীবনকে জিতে নিয়েছ। আমাদের এতদিনের দেখিয়ে আসা সাহসিকতা, সবকিছু - তোমার দেখানো সাহসের কাছে কিছুই না।
পারলে মাফ করে দিও আমাদেরকে।
- Chowdhury
copied and pasted from:https://www.facebook.com/moja.losss/photos/a.154964004600783.31020.154890347941482/984597648304077/?type=3&theater

No comments:

Post a Comment