Nagraj Chandal
মাধাই সদ্দারেরা আসলে কী চান?
বিজেপি, আরএসএস, হিন্দুসংহতি মঞ্চ প্রভৃতি ব্রাহ্মণ্যবাদী সংগঠন এবং রাজনৈতিক দল কিছু মাধাই সদ্দারদের ময়দানে নামিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বারোটা বাজিয়ে ছাড়ছে বাংলার।
বিজেপি, আরএসএস, হিন্দুসংহতি মঞ্চ প্রভৃতি ব্রাহ্মণ্যবাদী সংগঠন এবং রাজনৈতিক দল কিছু মাধাই সদ্দারদের ময়দানে নামিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বারোটা বাজিয়ে ছাড়ছে বাংলার।
আর এই মাধাই সদ্দারেরা বেছে বেছে এমন কিছু শব্দ তাদের প্রচার, পুস্তিকায়, ফেস্টুনে, শ্লোগানে ব্যবহার করছে যাতে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস হয়ে যায়।
এরা সাম্প্রতি বাংলাদেশের সন্ত্রাসবাদী আক্রমণকে ইসলামী সন্ত্রাস হিসেবে বর্ণনা করছে। সংখ্যালঘুদের প্রতি, আদীবাসীদের প্রতি আক্রমণকে হিন্দুদের উপর আক্রমণ হিসেবে উল্লেখ করছে।
এরা সাম্প্রতি বাংলাদেশের সন্ত্রাসবাদী আক্রমণকে ইসলামী সন্ত্রাস হিসেবে বর্ণনা করছে। সংখ্যালঘুদের প্রতি, আদীবাসীদের প্রতি আক্রমণকে হিন্দুদের উপর আক্রমণ হিসেবে উল্লেখ করছে।
এরা সুপরিকল্পিত ভাবে "জয় ভীম" শ্লোগানের ব্যপকতাকে ধ্বংস করার জন্য জাত-পাতের নামে শ্লোগান দিয়ে জাত ব্যবস্থাকে সুড়সুড়ি দিচ্ছে।
এদের থেকে সাবধান হোন। এরা ব্রাহ্মণ্যবাদের দালাল। ঘুরিয়ে নাক ধরার মত এরা আরএসএস এর গোপন এজেন্ডাকেই এগিয়ে নিয়ে যাচ্ছে।
No comments:
Post a Comment