মন্দিরের সেবায়েত এবং তাঁর স্ত্রীকে পিটিয়ে এবং কুপিয়ে রক্তাক্ত করলো সন্ত্রাসীরা!!!
Niloy Chakraborty
বাগেরহাটের মোড়েলগঞ্জে সমীর হালদার নামে মন্দিরের এক সেবায়েত ও তাঁর স্ত্রীকে পিটিয়ে এবং কুপিয়ে রক্তাক্ত করেছে প্রতিপক্ষের লোকেরা। ১৫ জুলাই শুক্রবার দুপুরে আমবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত সেবায়েত সমীর হালদার ও তার স্ত্রী সুনিতা রানী হালদারকে মোড়েলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সমীর হালদার অভিযোগ করে বলেন, ‘পৈত্রিক সূত্রে ভোগ দখলীয় ২.৫৮ একর জমি নিয়ে প্রতিবেশী মৃত অন্নাত আলী শেখের ছেলে আফজাল শেখের সাথে দীর্ঘদিন ধরে মামলা চলে আসছে সমীর হালদারের। ঘটনার দিন সমীর হালদার ওই জমিতে থাকা গাছ বিক্রি করতে গেলে বাধা দেয় আফজাল শেখ। এক পর্যায়ে আফজাল, বাবুল হাওলাদার, আজীজ ফকিরসহ ১০/১২ জনের একটি দল সমীর ও তাঁর স্ত্রীকে পিটিয়ে এবং কুপিয়ে গুরুতর আহত করে এবং নগদ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। হামলাকারীরা এ সময় কালী মন্দিরের বেড়া ছুটিয়ে ফেলে বলেও অভিযোগ করেন এই সেবায়েত। আহত সমীর আমবাড়িয়া কালী মন্দির, মনসা দেবী মন্দির ও শীতলা মন্দিরে সেবায়েতের দায়িত্ব পালন করছেন।
Niloy Chakraborty
বাগেরহাটের মোড়েলগঞ্জে সমীর হালদার নামে মন্দিরের এক সেবায়েত ও তাঁর স্ত্রীকে পিটিয়ে এবং কুপিয়ে রক্তাক্ত করেছে প্রতিপক্ষের লোকেরা। ১৫ জুলাই শুক্রবার দুপুরে আমবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত সেবায়েত সমীর হালদার ও তার স্ত্রী সুনিতা রানী হালদারকে মোড়েলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সমীর হালদার অভিযোগ করে বলেন, ‘পৈত্রিক সূত্রে ভোগ দখলীয় ২.৫৮ একর জমি নিয়ে প্রতিবেশী মৃত অন্নাত আলী শেখের ছেলে আফজাল শেখের সাথে দীর্ঘদিন ধরে মামলা চলে আসছে সমীর হালদারের। ঘটনার দিন সমীর হালদার ওই জমিতে থাকা গাছ বিক্রি করতে গেলে বাধা দেয় আফজাল শেখ। এক পর্যায়ে আফজাল, বাবুল হাওলাদার, আজীজ ফকিরসহ ১০/১২ জনের একটি দল সমীর ও তাঁর স্ত্রীকে পিটিয়ে এবং কুপিয়ে গুরুতর আহত করে এবং নগদ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। হামলাকারীরা এ সময় কালী মন্দিরের বেড়া ছুটিয়ে ফেলে বলেও অভিযোগ করেন এই সেবায়েত। আহত সমীর আমবাড়িয়া কালী মন্দির, মনসা দেবী মন্দির ও শীতলা মন্দিরে সেবায়েতের দায়িত্ব পালন করছেন।
No comments:
Post a Comment