"ছোট ছোট দুটো পা, ছোট দুই হাত
দু'টাকায় খেটে যায়, ভোর থেকে রাত..."
দু'টাকায় খেটে যায়, ভোর থেকে রাত..."
অত:পর আইনসম্মত হল শিশুশ্রম। গত ১৯ শে জুলাই পার্লামেন্টে পাস হয়ে গেল 'শিশুশ্রম নিবারণ ও নিয়ন্ত্রণ সংশোধনী আইন'। ১৪ বছরের বেশী বয়সী যে কারুর শ্রম শোষণ করা আইনসিদ্ধ হল এর মাধ্যমে। গরীব পরিবারের হাজার হাজার ছেলেমেয়ের শিক্ষার অধিকারকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে তাদের শৈশব নিংড়ে মুনাফা করার কাজে ছাড়পত্র দিল সরকার। বাংলাদেশ, চিন, ভিয়েতনাম এর বস্ত্রশিল্পের শ্রমিকদের মজুরি বেড়েছে খানিক, দীর্ঘ লড়াই-আন্দোলনের পথ ধরে। সেই সুযোগে বিশ্ববাজারে বেশী মুনাফা করার উপায় দেখতে পেয়ে ভারতের বস্ত্রশিল্পের মালিকদের উৎসাহিত করতে উঠেপড়ে লেগেছে সরকার। 'মেক ইন ইন্ডিয়া'-র নামে কম মজুরিতে বিভিন্ন বয়সের শ্রমিক শোষণ করে মালিকশ্রেণীর আরও আরও মুনাফা বাড়ানোর কাজে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে 'আচ্ছে দিন' এর সরকার, কোথাও তারা বুঝিয়ে দিতে বাকি রাখছে না এই 'আচ্ছে দিন' আসলে কাদের।
''এ মহাভারত, দাদা, এ মহাভারত।
মাছের মতোই আছে শিশুর আড়ত।
জ্বালানীর মতো আছে শিশুর জোগান...
তবু মহাভারতের কথা অমৃতসমান।''
মাছের মতোই আছে শিশুর আড়ত।
জ্বালানীর মতো আছে শিশুর জোগান...
তবু মহাভারতের কথা অমৃতসমান।''
Picture: Five-year-old boy collects recyclables for resale at a residential area in Mumbai June 14, 2011. Credit: Reuters/Danish Siddiqui/Files
No comments:
Post a Comment