নাগরীকত্বের দাবীতে ১৯ এ জুলাই গোহাটি বিধান সভার সামনে ধর্না আন্দোলন । _____________________________________ বাংলাদেশে মৌলবাদী সন্ত্রাসের আক্রমনে শত শত মানুষ প্রাণ হারাচ্ছেন। সম্পূর্ণ অগ্নিগর্ভ অবস্হার সৃষ্টি হয়েছে। যেকোনো সময়ে সন্ত্রাসী জ্বালামুখী বিস্ফোরণের ফলে ভারতে, দুই-কোটি সংখ্যালঘু হিন্দুদের ঢ়ল নামতে পারে। যারা ৫০/৬০ বছর আগে বিভিন্ন সময়ে দাঙ্গায় সর্বস্য হারিয়ে আসামে বাসকরছেন তাদের আজও ভারতের নাগরীকত্য জোটেনি। কয়েক লাখ মানুষ ডিটেনশন ক্যাম্পে নরকীয় যন্ত্রণা ভোগ করছেন। এরমধ্যে কয়েক লাখ লোক ডি ভোটার হয়ে গিয়েছে। নতুন করে নাগরীক পন্ঞি তৈরি হচ্ছে । রয়েছ ৪০ লাখ মানুষের নাগরীকত্ব পাবার সম্ভাবনা। এরা যাবে কোথায় । এসব দাবী নিয়ে আসামের মাটিতে আগেও নিখিল ভারত উদ্বাস্তু সমন্বয় সমিতি লড়েছেন। BJP আসামে সরকার গঠন করার পরে উদ্বাস্তুরা নতুন করে স্বপ্ন দেখেছিল। সেই স্বপ্ন ধীরে ধীরে মরিচিকা হতে চলেছে।
উপায় না পেয়ে নিখিল ভারত উদ্বাস্তু সমন্বয় সমিতির পতাকা তলে উদ্বাস্তু রা গোহাটি বিধান সভার সামনে ধরনা আন্দোলন করে। বিভিন্ন দলের ৭/৮ জন MLA / MP সভাস্থল এ আসেন। কংগ্রেস নেতারা সংসদে তোলার প্রতিশ্রুতি দেন। সরাসরি আসামের বিভিন্ন টিভি চেনেল বিষয় টি সরাসারি সম্মচার করছে। সমিতি নতুন করে আবার আসামে আন্দোলনে পথে নামবে। ধর্না অনুষ্ঠানে সম্বোদন করেন , Adv Mohamdev Das ( president), Nikhil Baisha, Satyen Das ( secretary) Dr Biren Biswas, Kamal kishar Sen, Dipak Day, Benimadhab Roy, Motilal Sarkar, kripesh Baidya, Dharmandu |
|
|
No comments:
Post a Comment