সংগ্রামী অভিবাদন জানাইঃ
আজ রোহিত হত্যার ৬ মাস পূর্তি হল। এখনো খুনিরা সমান ভাবে সক্রিয়। বিচার বিভাগীয় প্রক্রিয়াকে ঝুলিয়ে দেবার জন্য হঠাত কালেক্টার অফিস থেকে রোহিতের কাস্ট সার্টিফিকেট তুলে নিয়েছে। অথচ কদিন আগেই এই কালেক্টার অফিস থেকে এই সার্টিফিকেট দিয়ে জানানো হয়েছিল রোহিত একজন এসসি। আসলে এই সার্টিফিকেট হাইকোর্টে দাখিল করলে রোহিতের হত্যাকারীদের হাতে হাতকড়া পড়ত। এই হত্যাকারীর তালিকায় আছে ভাইস চ্যান্সেলর আপ্পা রাও, বাঙ্গারু দত্তাত্রেয় এবং স্মৃতি ইরানী।
আজ রোহিত হত্যার ৬ মাস পূর্তি হল। এখনো খুনিরা সমান ভাবে সক্রিয়। বিচার বিভাগীয় প্রক্রিয়াকে ঝুলিয়ে দেবার জন্য হঠাত কালেক্টার অফিস থেকে রোহিতের কাস্ট সার্টিফিকেট তুলে নিয়েছে। অথচ কদিন আগেই এই কালেক্টার অফিস থেকে এই সার্টিফিকেট দিয়ে জানানো হয়েছিল রোহিত একজন এসসি। আসলে এই সার্টিফিকেট হাইকোর্টে দাখিল করলে রোহিতের হত্যাকারীদের হাতে হাতকড়া পড়ত। এই হত্যাকারীর তালিকায় আছে ভাইস চ্যান্সেলর আপ্পা রাও, বাঙ্গারু দত্তাত্রেয় এবং স্মৃতি ইরানী।
সিএম চন্দ্রশেখর সুবিচারের আশ্বাস দিলেও আসলে তিনি হত্যাকারীদের হয়ে কাজ করছেন।
আমরা Dalit-Bahujan Solidarity Movement, West Bengal এর পক্ষ থেকে অবিলম্বে বিচার প্রক্রিয়া চালু করার জন্য আবেদন করছি।
সকল সাংসদদের কাছে আবেদন রাখছি তারা যেন "রোহিত অ্যাক্ট" আইন প্রণয়ন করে সমস্ত দলিত-বহুজন ছাত্র ছাত্রীদের জীবন এবং মর্যাদা সুরক্ষিত করেন।
কারা হায়দরাবাদ বিশ্ব বিদ্যালয়ের মধ্য থেকে বাবা সাহেবের মূর্তি চুরি করে নিয়ে গেলে তার যেন সঠিক তদন্ত হয়।
কারা হায়দরাবাদ বিশ্ব বিদ্যালয়ের মধ্য থেকে বাবা সাহেবের মূর্তি চুরি করে নিয়ে গেলে তার যেন সঠিক তদন্ত হয়।
কারা রোহিতের মূর্তিকে ভাঙ্গার চেষ্টা করেছিল, তাদের যেন শাস্তি হয়।
এই অবিচার আর চলতে দেওয়া যায় না। ওরা মজা পেয়ে গেছে। আমাদের সোচ্চার প্রতিবাদ ওদের থামিয়ে দিতে পারে।
জয় ভীম, জয় ভারত
Dalit-Bahujan Solidarity Movement for Rohit Vemula,
West Bengal
Dalit-Bahujan Solidarity Movement for Rohit Vemula,
West Bengal
No comments:
Post a Comment