Thursday, December 17, 2015

কাকদ্বীপ থেকে কামদুনি সাইকেল জাঠা এবং চাকরি চালচিত্র! আগামী ১২ থেকে ১৪ই ডিসেম্বর রাজ্যে বাম ছাত্র-যুব-মহিলা সংগঠনগুলির ডাকে কাকদ্বীপ থেকে কামদুনি সাইকেল জাঠা সংগঠিত হবে। রাজ্যে মহিলাদের ওপর আক্রমন বেড়ে চলেছে পাল্লা দিয়ে। গত চার বছরের বেশি সময় রাজ্য মহিলাদের ওপর সংগঠিত আক্রমনের হিসেবে দেশের মধ্যে প্রথম। সরকার নারী নিরাপত্তার বিষয়টি নিয়ে বিন্দুমাত্র ভাবিত নয়।





. আগামী ১২ থেকে ১৪ই ডিসেম্বর রাজ্যে বাম ছাত্র-যুব-মহিলা সংগঠনগুলির ডাকে কাকদ্বীপ থেকে কামদুনি সাইকেল জাঠা সংগঠিত হবে। রাজ্যে মহিলাদের ওপর আক্রমন বেড়ে চলেছে পাল্লা দিয়ে। গত চার বছরের বেশি সময় রাজ্য মহিলাদের ওপর সংগঠিত আক্রমনের হিসেবে দেশের মধ্যে প্রথম। সরকার নারী নিরাপত্তার বিষয়টি নিয়ে বিন্দুমাত্র ভাবিত নয়।


kakdwip 1212গৌতম মণ্ডল: মেয়ের খুনিদের শাস্তির দাবি–সহ বেশ কিছু প্রশ্ন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে খোলা চিঠি লিখলেন কাকদ্বীপের নির্যাতিতার মা৷ শনিবার সকালে ডাক মারফত এই চিঠি নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে৷ কাকদ্বীপ চৌরাস্তার মোড়ে ১৬টি বাম মহিলা, ছাত্র, যুব সংগঠনের ডাকে রাজ্যের নারী নির্যাতনের প্রতিবাদে কাকদ্বীপ থেকে কামদুনি পর্যন্ত সাইকেল জাঠার সূচনায় প্রকাশ্য সভায় এই চিঠি পড়ে শোনান নির্যাতিতার মা৷ এই চিঠিতে নির্যাতিতার মা লিখেছেন, ‘আমার ফুলের মতো নিষ্পাপ মেয়েটির এই পরিণতির জন্য দায়ী কারা? আমার মতো প্রত্যেক মা তাঁর মেয়ের জন্য উৎকণ্ঠায় বসে থাকেন৷ আমিও ২০ নভেম্বর সন্ধেয় বসেছিলাম৷ কিন্তু মেয়ে আর ফিরল না৷’ এই চিঠিতে আরও পাঁচটি প্রশ্ন তুলেছেন নির্যাতিতার মা৷ সেই প্রশ্নের উত্তরের অপেক্ষায় থাকবেন বলে জানিয়েছেন এক মৎস্যজীবী পরিবারের স্বল্প শিক্ষিত বধূ৷ আগামী দু’দিন জাঠার যাত্রাপথে ২ লক্ষ এই চিঠি বিলি করবেন বাম কর্মী–সমর্থকরা৷ মেয়ের নৃশংস খুনের ঘটনা বলতে গিয়ে মঞ্চে কান্নায় ভেঙে পড়েন নির্যাতিতার মা–বাবা৷ পতাকা নেড়ে এদিনের জাঠার সূচনাও করেন নির্যাতিতার মা৷ জাঠা শুরুর আগে সভায় বক্তৃতা করেন মহিলা নেত্রী অঞ্জু কর, মিনতি ঘোষ, চন্দনা ঘোষ দস্তিদার, সরস্বতী দাস, মধুজা সেন রায় ও সায়নদীপ মিত্র৷ প্রত্যেকেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কড়া ভাষায় সমালোচনা করেন৷ অঞ্জু কর বলেন, ‘আমাদের রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি৷ অথচ এই মুখ্যমন্ত্রীর আমলে রাজ্য মহিলাদের কাছে জঙ্গলের রাজত্বে পরিণত হয়েছে৷ পার্কস্ট্রিট গণধর্ষণের পর মুখ্যমন্ত্রী বলেছিলেন সাজানো ঘটনা৷ শুক্রবারের রায়ের পর মুখ্যমন্ত্রী কি ওই পরিবার এবং সারা রাজ্যের মানুষের কাছে ক্ষমা চাইবেন৷ ধূপগুড়ি থেকে কাকদ্বীপ কোনও নির্যাতনের বিচার হচ্ছে না৷ উল্টে অপরাধীদের আড়াল করা হচ্ছে৷’ মিনতি ঘোষ বলেন,“কাটোয়ার নির্যাতিতা অপরাধীদের চিহ্নিত করেছিলেন৷ তার পরও অভিযুক্তরা বেকসুর খালাস পেয়ে গেল৷ এই রাজ্যের পুলিস থেকে সরকার কেউ চায় না অপরাধীরা সাজা পাক৷ সরকার চায় দোষীদের আড়াল করতে৷’ এস এফ আই রাজ্য সভা নেত্রী মধুজা সেন রায় বলেন, ‘রাজ্যে সাম্প্রতিককালে ছাত্রীদের ওপর অত্যাচার বেড়ে গেছে৷ ধূপগুড়ি, কামদুনি, কাকদ্বীপ সবক্ষেত্রে ছাত্রীদের ধর্ষণ করে খুন করা হয়েছে৷ এরা প্রত্যেকেই পিছিয়েপড়া অংশ থেকে উঠে আসছিল৷ সরকার চায় না এই অংশের মেয়েরা এগিয়ে আসুক৷’ ২০০–র বেশি ছাত্র-যুব সাইকেলে ১৩০ কিমি পথ অতিক্রম করবেন৷ সোমবার জাঠা শেষ হবে কামদুনিতে৷ এই দীর্ঘ সাইকেল যাত্রার পথে জায়গায় জায়গায় একাধিক ছোট সভা করবেন বাম নেতৃত্ব৷
http://aajkaal.in/districts/%E0%A6%95%E0%A6%BE%E0%A6%95%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%80%E0%A6%AA-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%A6%E0%A7%81%E0%A6%A8%E0%A6%BF-%E0%A6%B8%E0%A6%BE/

কাকদ্বীপ থেকে কামদুনি, প্রতিবাদের পথে বাম জাঠা ...

www.anandabazar.com/.../ক-কদ-ব-প-থ-ক-ক-মদ-ন-প-রত-ব-দ-র-পথ-ব-ম...
৫ দিন আগে - আর সেই চিঠির প্রতিলিপি নিয়েই শনিবার থেকে ১৬টি বামপন্থী সংগঠনের তরফে শুরু হলকাকদ্বীপ থেকে কামদুনি সাইকেল জাঠা। এত দিন সব দলের নেতারাই ওই ছাত্রীর পরিবারের পাশে দাঁড়িয়ে সমর্থন জানিয়েছেন। কিন্তু এ বার বাম গণ সংগঠনগুলি প্রত্যক্ষ ভাবে জড়িয়ে গেল, নেপথ্যে রইল সিপিএম। এ দিন গণতান্ত্রিক মহিলা সমিতির প্রতিবাদ ...

সাইকেল-জাঠার পরে সিঙ্গুর থেকে শালবনি - Anandabazar

www.anandabazar.com/.../স-ইক-ল-জ-ঠ-র-পর-স-ঙ-গ-র-থ-ক-শ-লবন-1.26...
৩ দিন আগে - গ্রামে-শহরে জাঠার পরে ছিল সাইকেল-জাঠা। রাজ্য জুড়ে নারী নির্যাতনের বে়ড়ে চলা ঘটনার প্রতিবাদে কাকদ্বীপ থেকে কামদুনি সাইকেল মিছিল শেষ হল সোমবার। আর এ দিনই বামেদের গণসংগঠনগুলির যৌথ মঞ্চের (বিপিএমও) তরফে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করে দেওয়া হল সিঙ্গুর থেকেশালবনি পদযাত্রার। এ বারের বিষয়, মূলত রাজ্যে শিল্প ...

শামিল হবেন ছাত্র-যুব-মহিলা কাকদ্বীপ থেকে কামদুনি সাইকেল ...

ganashakti.com/bengali/news_details.php?newsid=75209
ডি ওয়াই এফ আই রাজ্য সভাপতি সায়নদীপ মিত্র এদিন সাংবাদিক বৈঠকে জানালেন, কাকদ্বীপ থেকে রওনা দেওয়া সাইকেল মিছিলে স্থায়ী যাত্রীর সংখ্যা দু'শো। এর বাইরে ... সাংবাদিক বৈঠকে মিনতি ঘোষ জানান, শুধুকাকদ্বীপ থেকে কামদুনি সাইকেল জাঠা সংগঠিত করাই নয়, রাজ্যের বামপন্থী ছাত্র-যুব-মহিলা সংগঠনগুলি একজোট হয়ে রাজ্যের নানা প্রান্তেই ...

ধর্ষিতার মায়ের চোখের জলে শুরু সাইকেলে জাঠা - Ganashakti

ganashakti.com/bengali/news_details.php?newsid=75422
কাকদ্বীপের ধর্ষিতা ছাত্রীর মায়ের চোখের জলে ভিজে রওনা দিল বামপন্থী ছাত্র-যুব-মহিলা সংগঠনগুলির তিনদিনব্যাপী সাইকেল জাঠা। শনিবার দুপুর আড়াইটেয় ডি ওয়াই এফ আই রাজ্য সভাপতি সায়নদীপ মিত্রের হাতে পতাকা তুলে দিলেন ধর্ষিতা ছাত্রীর মা। আর তারপরই ১৩০কিলোমিটার পাড়ি দেওয়ার দৃঢ় লক্ষ্য নিয়েকাকদ্বীপ থেকে কামদুনি শুরু হলো ...

১২-১৪ ডিসেম্বর কাকদ্বীপ থেকে কামদুনি সাইকেল জাঠা | Kakdwip

allevents.in › Kakdwip
৬ দিন আগে - ১২-১৪ ডিসেম্বর কাকদ্বীপ থেকে কামদুনি সাইকেল জাঠা, Kakdwip, India. Sat Dec 12 2015 at 02:00 pm, আগামী ১২ থেকে ১৪ই ডিসেম্বর রাজ্যে বাম ছাত্র-যু.

cycle rally at kamduni - Eisamay

eisamay.indiatimes.com/state/cycle-rally-at-kamduni/.../50182016.cms
৩ দিন আগে - সাইকেল মিছিল এল কামদুনিতে , এল না নির্যাতিতার পরিবার বরং কামদুনির প্রতিবাদী মুখ হিসাবে মিছিলকারীদের ফুল দিয়ে বরণ করে নেন মৌসুমী , কয়াল , টুম্পা কয়াল , মাষ্টারমশাই প্রদীপ মুখোপাধ্যায় প্রমুখ৷ সোমবার সকাল সাড়ে ৮ টায় সোনারপুর থেকে সাইকেল জাঠা শুরু হয়৷ তার সূচনা করেন বাম নেতা সুজন চক্রবর্তী৷ ভাঙড় , নিউটাউন ... এই সময় , কামদুনি : ১৬টি বাম মহিলা , ছাত্র যুব সংগঠনের ডাকে কাকদ্বীপ থেকে কামদুনি সাইকেল জাঠার সমান্তি হল সোমবার কামদুনি মোড়ে৷ তবেকাকদ্বীপে নির্যাতিতা স্কুল ...

নারী নির্যাতনের ঘটনাকে সামনে রেখে পশ্চিমবঙ্গে তিনদিনের ...

www.voabangla.com/content/cycle-pgr/3100316.html
৫ দিন আগে - পশ্চিমবঙ্গের কাকদ্বীপ থেকে কামদুনি ১৩০ কিলোমিটার রাস্তা ধরে বামপন্থীদের তিনদিনেরসাইকেল জাঠা কর্মসূচী আজথেকে শুরু হল...১৬টি বাম মহিলা যুব ও ছাত্র সংগঠন মিলিত ভাবে এই কর্ম সূচী তে অংশ নিলেন। রাজ্য জুড়ে লাগামছাড়া নারী নির্যাতনের ঘটনাকে সামনে রেখেই তাদের কর্মসূচী রাজ্যবামফ্রন্টের তরফে জানানো হয়েছে।

Voice of America - all Bangla Newspapers Bangla News ...

পশ্চিমবঙ্গের কাকদ্বীপ থেকে কামদুনি ১৩০ কিলোমিটার রাস্তা ধরে বামপন্থীদের তিনদিনের সাইকেল জাঠা কর্মসূচী আজথেকে শুরু হল...১৬টি বাম মহিলা যুব ও ছাত্র সংগঠন মিলিত ভাবে এই কর্ম সূচী তে অংশ নিলেন। ... আজ শনিবার সকালের দিকে প্রকাশিত এই খসড়া ঐ সম্মেলনে উপস্থিত ১৯০ টি দেশের প্রতিনিধিদের কাছ থেকে চূড়ান্ত ভাবে অনুমোদিত হততে হবে আরও ...


No comments:

Post a Comment