গবেষক রোহিতের বলিদান সমাজের এক অপূরণীয় ক্ষতি। আমরা শোকাহত। এই শোক আরো গভীরতর ভাবে বেজেছে মায়ের বুকে। যে মা দীর্ঘ দুঃখের রজনী পার করে কোন এক প্রভাতে সন্তানের উদ্ভাসিত মুখ দেখতে ছেয়েছিল। হঠাত এক দমকা হাওয়ায় সেই আলো ছিনিয়ে নিয়ে গেল। এক শোকাতুরা মায়ের গভীর বেদনার প্রতি সমবেদনা জানিয়ে আমাদের নিবেদনঃ
কী নিদারুণ ঝড়ের ঘায়ে ভাঙল মায়ের বুক !
একটি স্বপ্ন দেখল না রে ভোরের আলোর মুখ ।।
একটি স্বপ্ন দেখল না রে ভোরের আলোর মুখ ।।
কোন সে গহন হিংস্রতা অসহিষ্ণু বাণ-
কেড়ে নিল একলব্য রোহিতের প্রাণ ?
কোন বিষাক্ত বিষের ছোবল ধ্বংসে সমাজ সুখ ?
একটি স্বপ্ন দেখল না রে মায়ের হাসি মুখ ।।
কেড়ে নিল একলব্য রোহিতের প্রাণ ?
কোন বিষাক্ত বিষের ছোবল ধ্বংসে সমাজ সুখ ?
একটি স্বপ্ন দেখল না রে মায়ের হাসি মুখ ।।
আসাম্য আর বিভদের এই নীতির বেড়াজাল
অবজ্ঞা আর ঘৃণার দহন চলবে কতকাল ?
কত রোহিত জীবন দিলে ভাঙবে কদাচার
কত মায়ের খালি বুকে উঠবে হাহাকার ?
অনন্তকাল চলবে নাকি এই দুঃসহ দুঃখ?
একটি স্বপ্ন দেখল না রে ভোরের আলোর মুখ
একটি স্বপ্ন দেখল না রে মায়ের হাসি মুখ ।।
অবজ্ঞা আর ঘৃণার দহন চলবে কতকাল ?
কত রোহিত জীবন দিলে ভাঙবে কদাচার
কত মায়ের খালি বুকে উঠবে হাহাকার ?
অনন্তকাল চলবে নাকি এই দুঃসহ দুঃখ?
একটি স্বপ্ন দেখল না রে ভোরের আলোর মুখ
একটি স্বপ্ন দেখল না রে মায়ের হাসি মুখ ।।
গানটি শুনুন ঃ https://youtu.be/oZABsrl_Hrg
No comments:
Post a Comment