আজ হৃদয়পুর আম্বেদকর মিশনের ডাকে সংগঠিত রোহিত হত্যা কাহিনী শুনলাম রোহিতে কাছের বন্ধু বিকাশ কুমারের মুখে।সে বলতে শেষের দিকে আর বলতে পারেনি বুক ভারি হয়ে আসছিল তবু তারকাছে যেটা শুনলাম সেটাই বলছি।রোহিত অন্ধ্রের গুন্টুর জেলা থেকে এসেছিল।তার মা স্বামি পরিত্যক্তা ছেলেকে নিয়ে সেলাই করে সংসার চালায় এবং ছেলেকে পড়ায় ছেলে তার অসম্ভব মেধাবি ছাত্র আরও অসম্ভব ব্যাপার ছেলের সঙ্গে তিনি নিজেও পড়াশুনা করে যখন দুজনার পড়ার খরচ বেড়ে গেল তখন রোহিত চায়ের দোকানে কাজ নিল।দুজনেই একসঙ্গে গ্রাজুয়েশন কম্পিল্ট করে তারপর রোহিত হায়েদ্রাবাদে আসে এরপরেই জীবনের ধারা বদলাতে শুরু করে নিয়ম অনুযায়ি এস এফ আই সংগঠনে যুক্ত হয় এতদিন শুনে এসেছে এরাই গরিবের জন্য কিছু করে কিন্তু এর ভিতরে আরও ভয়ঙ্কর ব্রাহ্মণ্যবাদ ঢুকে আছে শুধূ দলিত কেন অন্যান্য পিছিয়ে পড়া মানুষদের শোষনের জন্য । তারপর মাত্র দশজনকে নিয়ে শুরু করে সেইখান থেকেই মুলত ওর বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়।তারপর সকলেরই জানা মানবপ্রেমি অসম্ভব মেধাবি ছাত্রের করুন কাহীনি এতটাই মানবপ্রেম যেরকমই শাস্তি হোক মৃত্যু বা ফাঁসি মানতে পারতোনা। অথচ নিজের বেলায়?
Let me speak human!All about humanity,Green and rights to sustain the Nature.It is live.
Friday, January 29, 2016
#justiceforRohith Smritikana Howlader 5 hrs · আজ হৃদয়পুর আম্বেদকর মিশনের ডাকে সংগঠিত রোহিত হত্যা কাহিনী শুনলাম রোহিতে কাছের বন্ধু বিকাশ কুমারের মুখে।সে বলতে শেষের দিকে আর বলতে পারেনি বুক ভারি হয়ে আসছিল তবু তারকাছে যেটা শুনলাম সেটাই বলছি।রোহিত অন্ধ্রের গুন্টুর জেলা থেকে এসেছিল।তার মা স্বামি পরিত্যক্তা ছেলেকে নিয়ে সেলাই করে সংসার চালায় এবং ছেলেকে পড়ায় ছেলে তার অসম্ভব মেধাবি ছাত্র আরও অসম্ভব ব্যাপার ছেলের সঙ্গে তিনি নিজেও পড়াশুনা করে যখন দুজনার পড়ার খরচ বেড়ে গেল তখন রোহিত চায়ের দোকানে কাজ নিল।দুজনেই একসঙ্গে গ্রাজুয়েশন কম্পিল্ট করে তারপর রোহিত হায়েদ্রাবাদে আসে এরপরেই জীবনের ধারা বদলাতে শুরু করে নিয়ম অনুযায়ি এস এফ আই সংগঠনে যুক্ত হয় এতদিন শুনে এসেছে এরাই গরিবের জন্য কিছু করে কিন্তু এর ভিতরে আরও ভয়ঙ্কর ব্রাহ্মণ্যবাদ ঢুকে আছে শুধূ দলিত কেন অন্যান্য পিছিয়ে পড়া মানুষদের শোষনের জন্য । তারপর মাত্র দশজনকে নিয়ে শুরু করে সেইখান থেকেই মুলত ওর বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়।তারপর সকলেরই জানা মানবপ্রেমি অসম্ভব মেধাবি ছাত্রের করুন কাহীনি এতটাই মানবপ্রেম যেরকমই শাস্তি হোক মৃত্যু বা ফাঁসি মানতে পারতোনা। অথচ নিজের বেলায়?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment