Saturday, February 27, 2016

গবেষণাখাতে টাকা কমিয়ে দেয়া বা প্রত্যাহার করবার বিরুদ্ধে গবেষক ছাত্রেরা দীর্ঘদিন ধরেই দিল্লি এবং দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে নেমেছিলেন। নাম দিয়েছিলেন অক্যুপাই ইউ জি সি... এখন দেশপ্রেমীরা মনে করছেন, এসব 'দেশদ্রোহী' আন্দোলন শিক্ষার বিস্তারে এই সব আন্দোলনের কোনো ভূমিকা নেই... ২০৭ ফুট উঁচু জাতীয় পতাকা ওড়ালেই শিক্ষাও সঙ্গে সঙ্গে পত পত করে আকাশে উড়তে থাকবে... যারা সেই আন্দলনের কথা জানতেন না, সাম্প্রতিক বিতর্কে যা চাপা পড়ে গেছিল তাদের জন্যে... কেউ কেউ হয়তো বলতে চাইবেন , এর পেছনেও বিদেশী মদত আছে... :) Though Srivastava – like most other onlookers – doesn’t know the exact reason behind the UGC’s decision, he is spot on in his contention that it will not only affect the research undertaken by the 35,000 students who are currently availing fellowships, but will also have an adverse effect on the prospects of future generations of research scholars in this country. Like his son.

   
Sushanta Kar
February 27 at 1:37am
 
গবেষণাখাতে টাকা কমিয়ে দেয়া বা প্রত্যাহার করবার বিরুদ্ধে গবেষক ছাত্রেরা দীর্ঘদিন ধরেই দিল্লি এবং দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে নেমেছিলেন। নাম দিয়েছিলেন অক্যুপাই ইউ জি সি... এখন দেশপ্রেমীরা মনে করছেন, এসব 'দেশদ্রোহী' আন্দোলন শিক্ষার বিস্তারে এই সব আন্দোলনের কোনো ভূমিকা নেই... ২০৭ ফুট উঁচু জাতীয় পতাকা ওড়ালেই শিক্ষাও সঙ্গে সঙ্গে পত পত করে আকাশে উড়তে থাকবে... যারা সেই আন্দলনের কথা জানতেন না, সাম্প্রতিক বিতর্কে যা চাপা পড়ে গেছিল তাদের জন্যে... কেউ কেউ হয়তো বলতে চাইবেন , এর পেছনেও বিদেশী মদত আছে... :) Though Srivastava – like most other onlookers – doesn’t know the exact reason behind the UGC’s decision, he is spot on in his contention that it will not only affect the research undertaken by the 35,000 students who are currently availing fellowships, but will also have an adverse effect on the prospects of future generations of research scholars in this country. Like his son.

Non-NET fellowships were introduced by the MHRD through the UGC in 2006 to boost research in central universities. Students who don’t qualify for the UGC’s NET-JRF were made eligible for financial assistance, if they were selected to a research programme by an eligible university. The programme is currently available to MPhil and PhD students of 50 institutions – all central universities and those which have a potential for excellence. While an MPhil student gets Rs. 5000 per month, a PhD student gets Rs. 8000 p.m. Scrapping the fellowship means thousands of students pursuing higher education and research on a variety of subjects will cease to get institutional support. Many would be forced to abandon their studies.http://thewire.in/2015/11/24/what-lies-behind-the-occupy-ugc-protest-16135/
What Lies Behind the 'Occupy UGC' Protest
thewire.in
The students not only want their fellowships restored but say they are fighting against the commerci...

No comments:

Post a Comment