Sunday, February 28, 2016

স্মৃতি কুমার হোক বা স্মৃতি ইরানী লড়াই জোড়দার, ভিত থেকে আওয়াজ উঠছে এই ঘূন ধরা ব্যাবস্থার বিরুদ্ধ্বে তাই, হোক হোক প্রতিবাদ।


বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছ রেসাল্ট আর পরীক্ষা পিছনোর দাবীতে, আন্দোলনরত অনশনরত ছাত্র ছাত্রী দের কে জঘন্য ভাবে তৃণমূল এর গুণ্ডা দিয়ে মারার ঘটনাটিকে তীব্র ভাষায় প্রতিবাদ জানিয়ে রাস্তায় আমরা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী যুব রা,,
হামলা আমলা মামলা জেল গরাদ লাঠি বুটের তলা কোনো কিছু দিয়েই লড়াই কে আগুন কে ঠেকানো যায় না
উল্টোদিকে
স্মৃতি কুমার হোক বা স্মৃতি ইরানী লড়াই জোড়দার, ভিত থেকে আওয়াজ উঠছে এই ঘূন ধরা ব্যাবস্থার বিরুদ্ধ্বে
তাই, হোক হোক প্রতিবাদ।

No comments:

Post a Comment