বর্ধমান বিশ্ববিদ্যালয় সহ কলেজে কলেজে গুন্ডারাজ ও নৈরাজ্যের বিরুদ্ধে পথে নামলো কলকাতার স্বাধীন সাধারন ছাত্র-ছাত্রীরা।এক দু বছর ধরেই চলছিল ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা।ভুল রেসাল্ট,৩ মাসের মধ্যে পরীক্ষা, Authorityএর এরম চরম খামখেয়ালিপনার বিরুদ্ধে শান্তিপূর্ণ ভাবে অনশনে বসে ১১ জন ছাত্র-ছাত্রী।৩০ ঘণ্টা অনশন চলার পরে কলেজ ক্যাম্পসে তৃণমূলের গুন্ডাবাহিনী অনশনরত ছাত্র-ছাত্রীদের টেনে-হিঁচড়ে মারধর করে পেরেকপোতা তক্তা দিয়ে বেধড়ক পেটানো হয়...অনেকের মাথা ফাটে... গুরুতর আহত হন কমঃ Debashis। এই ঘটনার জন্যে V.C. ও Registrar সহ Burdwan university authority কে জানাই তীব্র ধিক্কার।
এই দলতন্ত্রের বিরুদ্ধে, ত্রুটিমুক্ত স্বচ্ছ রেসাল্ট প্রকাশের দাবীতে শিক্ষাঙ্গনে গণতন্ত্র ফেরানোর দাবীতে আগামী ২৯.০২.২০১৬ তারিখে সোমবার বেলা ১১ টায় বর্ধমান স্টেসান থেকে রাজবাটী অবধি মিছিলের ডাক দেওয়া হয়েছে।সমস্ত গণতন্ত্রকামী,শিক্ষাকর্মী স্বাধীন সাধারণ ছাত্রী-ছাত্র এই মিছিলে যোগদান করুন।আমাদের দাবী সমূহ-
১।থার্ড ইয়ারের পরীক্ষা পেছাতে হবে।
২।সেকেন্ড ইয়ারের ত্রুটিমুক্ত ও স্বচ্ছ রেসাল্ট বের করতে হবে।
৩। অপদার্থ V.C এর পদত্যাগ. ও Registrar সহ Burdwan university authority কে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
#হোকপ্রতিবাদ। আন্দোলনক্রমবর্ধমান।
এই দলতন্ত্রের বিরুদ্ধে, ত্রুটিমুক্ত স্বচ্ছ রেসাল্ট প্রকাশের দাবীতে শিক্ষাঙ্গনে গণতন্ত্র ফেরানোর দাবীতে আগামী ২৯.০২.২০১৬ তারিখে সোমবার বেলা ১১ টায় বর্ধমান স্টেসান থেকে রাজবাটী অবধি মিছিলের ডাক দেওয়া হয়েছে।সমস্ত গণতন্ত্রকামী,শিক্ষাকর্মী স্বাধীন সাধারণ ছাত্রী-ছাত্র এই মিছিলে যোগদান করুন।আমাদের দাবী সমূহ-
১।থার্ড ইয়ারের পরীক্ষা পেছাতে হবে।
২।সেকেন্ড ইয়ারের ত্রুটিমুক্ত ও স্বচ্ছ রেসাল্ট বের করতে হবে।
৩। অপদার্থ V.C এর পদত্যাগ. ও Registrar সহ Burdwan university authority কে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
#হোকপ্রতিবাদ। আন্দোলনক্রমবর্ধমান।
No comments:
Post a Comment