Friday, January 22, 2016

আমি রহিত বলছি হ্যা, আমি রহিত বলছি। প্রকৃতির নিয়মে আমার শরীরের মৃত্যু হয়েছে। কিন্তু এর পূর্বে তো আমার বেঁচে থাকার অধিকারের মৃত্যু হয়েছ। তাই এই মৃত্যুটা ভীষণ জরুরি ছিল। আমার এই মৃত্যু তোমাদের জাগানোর জন্য। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্য। আজ আমি তোমাদের মনে যে, অধিকারের অগুন জালাতে পেরেছি, সে আগুনকে নিরন্তর জালিয়ে রাখতে পারবে তো? পারবে কি এই বর্ণ বৈষম্যতাকে ধ্বংস করে সাম্য ফিরিয়ে আনতে? তার জন্য তোমাদের আজই প্রতিজ্ঞা নিতে হবে। হ্যা, আমি রহিত বলছি। তোমাদের আর কবে ঘুম ভাঙ্গবে? আর কতদিন পিষবে ব্রাহ্মণ্যবাদের জাঁতা কলে? তোমাদের ঘুম ভাঙানোর জন্যইতো আমার শরীরটাকে চিরতরে ঘুম পাড়াতে হ’ল। এই মৃত্যু শুধু এক রহিতের মৃত্যু নয়। এ মৃত্যু শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদের অগ্নি শিখা। হ্যা, আমি রহিত বলছি। তোমরা কি পারবে সমস্ত বিভেদকে ভুলে গিয়ে শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে একত্রিত হতে? পারবে কি সঠিক নেতৃত্বের নির্মাণ করতে? যদি পার, সে দিন হাজার রহিত ঘুম ভাঙানোর গাইবে। সেদিন হাজার রহিত পরিবর্তন আনবে।

আমি রহিত বলছি
হ্যা, আমি রহিত বলছি। 
প্রকৃতির নিয়মে আমার শরীরের মৃত্যু হয়েছে। 
কিন্তু এর পূর্বে তো আমার বেঁচে থাকার অধিকারের মৃত্যু হয়েছ।
তাই এই মৃত্যুটা ভীষণ জরুরি ছিল।
আমার এই মৃত্যু তোমাদের জাগানোর জন্য।
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্য।
আজ আমি তোমাদের মনে যে, অধিকারের অগুন জালাতে পেরেছি,
সে আগুনকে নিরন্তর জালিয়ে রাখতে পারবে তো?
পারবে কি এই বর্ণ বৈষম্যতাকে ধ্বংস করে সাম্য ফিরিয়ে আনতে?
তার জন্য তোমাদের আজই প্রতিজ্ঞা নিতে হবে।
হ্যা, আমি রহিত বলছি।
তোমাদের আর কবে ঘুম ভাঙ্গবে?
আর কতদিন পিষবে ব্রাহ্মণ্যবাদের জাঁতা কলে?
তোমাদের ঘুম ভাঙানোর জন্যইতো
আমার শরীরটাকে চিরতরে ঘুম পাড়াতে হ’ল।
এই মৃত্যু শুধু এক রহিতের মৃত্যু নয়।
এ মৃত্যু শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদের অগ্নি শিখা।
হ্যা, আমি রহিত বলছি।
তোমরা কি পারবে সমস্ত বিভেদকে ভুলে গিয়ে
শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে একত্রিত হতে?
পারবে কি সঠিক নেতৃত্বের নির্মাণ করতে?
যদি পার, সে দিন হাজার রহিত ঘুম ভাঙানোর গাইবে।
সেদিন হাজার রহিত পরিবর্তন আনবে।
আমি রহিত বলছি
হ্যা, আমি রহিত বলছি। 
প্রকৃতির নিয়মে আমার শরীরের মৃত্যু হয়েছে। 
কিন্তু এর পূর্বে তো আমার বেঁচে থাকার অধিকারের মৃত্যু হয়েছ।
তাই এই মৃত্যুটা ভীষণ জরুরি ছিল।
আমার এই মৃত্যু তোমাদের জাগানোর জন্য।
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্য।
আজ আমি তোমাদের মনে যে, অধিকারের অগুন জালাতে পেরেছি,
সে আগুনকে নিরন্তর জালিয়ে রাখতে পারবে তো?
পারবে কি এই বর্ণ বৈষম্যতাকে ধ্বংস করে সাম্য ফিরিয়ে আনতে?
তার জন্য তোমাদের আজই প্রতিজ্ঞা নিতে হবে।
হ্যা, আমি রহিত বলছি।
তোমাদের আর কবে ঘুম ভাঙ্গবে?
আর কতদিন পিষবে ব্রাহ্মণ্যবাদের জাঁতা কলে?
তোমাদের ঘুম ভাঙানোর জন্যইতো
আমার শরীরটাকে চিরতরে ঘুম পাড়াতে হ’ল।
এই মৃত্যু শুধু এক রহিতের মৃত্যু নয়।
এ মৃত্যু শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদের অগ্নি শিখা।
হ্যা, আমি রহিত বলছি।
তোমরা কি পারবে সমস্ত বিভেদকে ভুলে গিয়ে
শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে একত্রিত হতে?
পারবে কি সঠিক নেতৃত্বের নির্মাণ করতে?
যদি পার, সে দিন হাজার রহিত ঘুম ভাঙানোর গাইবে। 
সেদিন হাজার রহিত পরিবর্তন আনবে।
Comments
Jagadish Roy http://www.mediafire.com/.../8v1761p.../Ami_Rohit_bolchi.mp3
রহিত বেমুলার আত্ম বলিদানের প্রতি শ্রদ্ধাঞ্জলি।
কবিতাটিতে ভাষ্য দিয়েছেন - পবিত্র বিশ্বাস।
MediaFire is a simple to use free service that lets you put all your photos, documents, music, and video in a…
MEDIAFIRE.COM
LikeReply6 hrs
Bhaskar Roy প্রতিবাদ হোক ভোটের ভাষায়।
LikeReply4 hrs
Bagula Chetanamanch আপনার কবিতাকে কেন্দ্র করে নাচের ভাবনা গ্রহণ করা হল ; আগামী অনুষ্ঠানে প্রদর্শিত হবে -
LikeReply12 hrs
Jagadish Roy এটা আমার নয় রহিতের কথা । সেটাকে আমি ব্যক্ত করেছি । আর পবিত্র সঠিক ভাবনা দিয়ে তুলে ধরেছে। এই অভিব্যক্তি কে যেভাবে চাও তুলে ধরো ।
LikeReply22 hrs
Prasanta Kumar Biswas BANGLA BANANE ETO PARAR AZOGYO VUL THAKLE CHALE?
LikeReply1 hr

No comments:

Post a Comment