যাদবপুরে মিছিল, জে এন ইউ–তে অনশন
Bengali daily Aazkaal reports:
রোহিত ভেমুলার মৃত্যুর ঘটনার বিচার চেয়ে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের অনশন চলছে। জে এন ইউ–এর ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি ভি লেনিনকুমার ছাড়াও অনশন করছেন শুভাংশু এবং সুচিশ্রী। শনিবার থেকে তাঁরা এই অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। অনশন শুরুর আগে বিশ্ববিদ্যালয় চত্বরে মিছিল করেন সেখানকার ছাত্রছাত্রীরা। এদিকে, একই দাবিতে কলকাতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে অনশন চালিয়ে যাচ্ছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী, ইউনিভার্সিটি অফ বার্কলের (ক্যালিফোর্নিয়া) গবেষক দেবর্ষী চক্রবর্তী এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বিভাগের গবেষক, দলিত পড়ুয়া পবিত্র দাস। দেবর্ষী বৃহস্পতিবার রাত থেকে অনশন করছেন। শনিবার সেই অনশনে যোগ দেন পবিত্র দাস। রবিবার তাঁদের অনশন মঞ্চে এসেছিলেন দলিত লেখক মনোরঞ্জন ব্যাপারী। অনশনে সমর্থন জানিয়ে বিভিন্ন সময়ে তাঁদের পাশে থাকছেন যাদবপুর এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। দেবর্ষী জানিয়েছেন, রোহিত ভেমুলার মৃত্যুর ঘটনার বিচার চেয়ে সোমবার বিকেলে যাদবপুর বিশ্বিদ্যালয়ের সামনে থেকে মিছিল করবেন পড়ুয়ারা। থাকবেন দলিত বুদ্ধিজীবীরাও। তার আগে হবে প্রতিবাদসভা। মিছিল যাবে গড়িয়াহাট পর্যন্ত। আমরা চাই প্রগতিশীল মনোভাবাপন্ন সমস্ত মানুষ এই মিছিলে আসুন। অন্যদিকে, বীরভূমের ময়ূরেশ্বর ব্লকেও আদিবাসী পড়ুয়ারা অনশনেও বসতে চলেছেন। আদিবাসী গাঁওতা এবং কংগ্রেস যৌথভাবে এই অনশন কর্মসূচি নিচ্ছে। দেবর্ষী জানিয়েছেন, তাঁদের এই অনশন কর্মসূচি চলবে।
No comments:
Post a Comment