Monday, January 4, 2016

সুরমা গাঙর পানি - রণবীর পুরকায়স্থ

লুলার দাড়ি নেড়ে দেয় । বলে,
--- ইতা কিতাবে ,
‘এক বেটা যায় শ্বশুরবাড়ি
মাথা নাই তার পুন্দো দাড়ি ।’
--- তুই আক্‌তা দাড়ি রাখলে কিতা ।
--- দাড়ি রাখন লাগে । ইমানদার মুসলমান অইলে রাখন লাগে । তুইও রাখবে ।
--- আমার দাড়ি উঠে না ।
--- ইখানো থাকলে উঠানি লাগব ।
--- অই হালার হালা, তুই মন্দিরো ঢুকলে কেমনে ।
--- অখন মন্দির উন্দির কিচ্ছু নাই ।
--- কেনে ।
--- ইনো আমরার মজিদ আছিল, কাফির হকলে মন্দির বানাইছিল মোল্লার ভিটাত । আমরা আবার আজান দিমু ইনথনি ।
--- তুই নি দিবে আজান । বেজর বেটা অইতে মুয়াজ্জিন । কইতে পারবে নি আল্লা হো আকবর কথার অর্থ  কিতা ।
   লুলার কণ্ঠ নয় অন্য এক গমগমে গলার আওয়াজ শোনে বৈতল মন্দির চত্বরে ঘুমঘোরে, ....রণবীর পুরকায়স্থের Ranabir Purkayastha) উপন্যাসের ষোঢ়শ অধ্যায়...পড়ুন...

No comments:

Post a Comment