বিশ্ববিদ্যালয়গুলো যে 'দেশপ্রেমী' তার প্রমাণ দিতে ৪০টি বিশ্ববিদ্যালয়ে নির্দেশিত আকারে -প্রকারে জাতীয় পতাকা তোলবার জন্যে এক বছরে ব্যয় হবে ৬১ কোটি টাকা। সাধারণ মানুষের কাছে সেটি অকল্পনীয়। তারা তো ভাববেন, সামান্য জাতীয়পতাকা তুলতে এতো আপত্তি কিসের? নিশ্চইয় এরা 'দেশদ্রোহী'! সেরকম, যদি সমস্ত কেন্দ্র সরকার পরিচালিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পতাকা তুলতে হয়, তবে ব্যয় হবে ১৮৫ কোটী টাকা বছরে । সম্প্রতি 'দেশদ্রোহী' দলে যোগ দেয়া টেলিগ্রাফ কাগজ এই হিসেবে বের করেছেন। সঙ্গে এই টাকাতে কী কী 'দেশদ্রোহী' কাজ করা যেতে পারে তারও এক ছোট্ট তালিকা দিয়েছেন... এখানে দেখুন...Assuming that the costs of the cloth and of stitching have remained the same since 2014, 40 flags would cost Rs 26 lakh. With New Delhi’s power tariff slabs, emulating the lighting around the Connaught Place flag will cost Rs 86 lakh (Rs 214,440 x 40). In all, replicating the Connaught Place Tricolour at the 40 central universities will cost at the least Rs 61.12 crore in the first year, leaving aside maintenance.
The cost will go up dramatically if the decision is extended to other centrally funded higher education institutions that will admit students this year. Such institutions include 22 Indian Institutes of Technology, 21 Indian Institutes of Management, 30 National Institutes of Technology and eight Indian Institutes of Science Education and Research — 81 technical institutions.
The total cost of installing similar flags in all these centrally funded higher education institutions, including the 40 central varsities, will come to Rs 185 crore in the first year.http://www.telegraphindia.com/1160220/jsp/frontpage/story_70412.jsp#.VsoH00DKrLM |
No comments:
Post a Comment