‘মুসলমান বেইমান, রোহিতরা শয়তান ?’’
সারাদেশ জুড়ে আবারও মুসলমান বিদ্বেষ তৈরি করা হচ্ছে । কখনও সেটা নানা রাজ্যে গরুর মাংস নিষিদ্ধ ঘোষণা করে । কখনও গুলাম আলি কে গাইতে না দিয়ে আবার কখনও বই প্রকাশের অনুষ্ঠানে প্রকাশ্যে মুখে কালি মাখিয়ে । এক নিরীহ মানুষ কে কেবল গরুর মাংস ফ্রিজে রাখার সন্দেহে কুপিয়ে খুন করেছে চাড্ডির দল । সম্প্রতি পাঠানকোট কিম্বা কদিন আগের খাগড়াগড় কে কেন্দ্র করে দেশ থেকে মুসলমানদের মেরে ভাগানোর তোড়জোড় শুরু হয়েছিলো । উঠেছিল রামজাদে হারামজাদের তত্ত্ব । সব সময় একটা বিস্ফোরণ ঘটলেই মুসলমানরা সন্ত্রাসবাদী, ভারতে বসে পাকিস্থানের মদত দেয় এই ধরনের বিদ্বেষ ছড়ানো হয় । দেশের এই পরিস্থিতি নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন । কারন এর ঠিক পরেই টেনে আনা হবে মুসলমানরা চারটে বিয়ে করে, ওরা জঙ্গি পোষে মাদ্রাসায়, ওরা মিরজাফরের বংশধর । ওরা গরু খেগো নেড়ে । কেউ প্রশ্নও করবেন না কুকুর খাওয়া গেলে গরু খাওয়া যাবে না কেন ?
সারাদেশ জুড়ে আবারও মুসলমান বিদ্বেষ তৈরি করা হচ্ছে । কখনও সেটা নানা রাজ্যে গরুর মাংস নিষিদ্ধ ঘোষণা করে । কখনও গুলাম আলি কে গাইতে না দিয়ে আবার কখনও বই প্রকাশের অনুষ্ঠানে প্রকাশ্যে মুখে কালি মাখিয়ে । এক নিরীহ মানুষ কে কেবল গরুর মাংস ফ্রিজে রাখার সন্দেহে কুপিয়ে খুন করেছে চাড্ডির দল । সম্প্রতি পাঠানকোট কিম্বা কদিন আগের খাগড়াগড় কে কেন্দ্র করে দেশ থেকে মুসলমানদের মেরে ভাগানোর তোড়জোড় শুরু হয়েছিলো । উঠেছিল রামজাদে হারামজাদের তত্ত্ব । সব সময় একটা বিস্ফোরণ ঘটলেই মুসলমানরা সন্ত্রাসবাদী, ভারতে বসে পাকিস্থানের মদত দেয় এই ধরনের বিদ্বেষ ছড়ানো হয় । দেশের এই পরিস্থিতি নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন । কারন এর ঠিক পরেই টেনে আনা হবে মুসলমানরা চারটে বিয়ে করে, ওরা জঙ্গি পোষে মাদ্রাসায়, ওরা মিরজাফরের বংশধর । ওরা গরু খেগো নেড়ে । কেউ প্রশ্নও করবেন না কুকুর খাওয়া গেলে গরু খাওয়া যাবে না কেন ?
অন্যদিকে আইএসআইএস । আজ প্যারিস তো কাল বেইরুট । বেড়েই চলেছে লাগামহীন সন্ত্রাস । এরমধ্যেই পরিকল্পিত ভাবে খুন করা হল হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের দলিত ছাত্র ভেমুলা কে ।
রোহিতের ঘটনা সামনে এসেছে । বেশ হয়েছে । কিন্তু সমপরিমানে যদি সামনে আসতো ফরিদাবাদে দুই দুধের শিশুকে পুড়িয়ে মেরেছে রাজপুত আর ঠাকুররা । দলিত দম্পতিকে উলঙ্গ করে মজা লুটেছে, বদায়ুনে দুই তরতাজা তরুণীকে গাছে ঝুলিয়ে দিয়েছে ব্রাম্ভন্যবাদী বর্ণহিন্দুর দল । কবছর আগে পর্যন্ত দলিত ঘরে জন্মানোর জন্য মেয়েদের বক্ষ উন্মুক্ত করে ঘুরে বেড়ানো বাধ্যতামূলক ছিল । দলিতের দেওয়া জল ছিল মুতের সমান । শূদ্র বলেই হাঁটুর তলায় ধুতি পরা ছিল নিষিদ্ধ । বিয়ে করে প্রথম রাতে বৌ’কে রেখে আসতে হতো পুরোহিতের ঘরে । জন্ম থেকেই তাদের কাজই ছিল বর্ণ হিন্দুদের গু পরিষ্কার করা ।
এ হেন ভারতবর্ষে দরকার অনেক গুলো মেঘনাদ বধ কাব্যের অনুসন্ধান । যেখানে রাবন হিরো । যেখানে মহিষাসুর শহিদ আর দুর্গা বেশ্যা । যেখানে ঔরঙ্গজেব নিষ্ঠাবান মুসলিম শাসক । যেখানে পলাশীর যুদ্ধের কালপ্রিট বিশ্বাসঘাতক জগৎ শেঠ । যেগুলোই আসলে চ্যালেঞ্জ জানায় হিন্দুত্ববাদী গোয়েবলসকে । আসলে এমন সত্য গল্প গুলোকে ‘অশ্বথামা হত’ টুকু বলেই ক্ষমতার বলে চেপে দেওয়া হয়েছে । ফি বছর চালানো হয়েছে মহালয়ার ক্যাসেট । যাতে ভারতীয় মনন ‘হিন্দুমন’ হয়ে যায় ।
বক্তাঃ এস.এম.মুশরিফ (মুম্বাই পুলিশের প্রাক্তন আইজি)
'২৬/১১ অজানা তথ্য ও ব্রাম্ভন রাষ্ট্র' নিয়ে বলবেন এস.এম.মুশরিফ । ভারতবর্ষ যখন কেঁপে উঠেছে বিভিন্ন বিস্ফোরণে সেইসময় মালেগাঁও বিস্ফোরণের তদন্ত শুরু করেন মুম্বাই পুলিশ কমিশনার হেমন্ত কারকারে । তারপর হঠাৎই কারকারে মারা যান ২৬/১১’র ঘটনায় । আসলে এই হত্যার পিছনে কারা ছিল, এবং সারাভারতে যে বিস্ফোরণ গুলো হয়েছে, সেগুলো কারা ঘটিয়েছে, বলবেন মুশরিফ । বলবেন রোহিত নিয়েও । ব্রাম্ভন রাষ্ট্র নিয়ে ।
গান গাইবেন
কবীর সুমন
কবীর সুমন
২৩শে ফেব্রুয়ারি, বিকাল সাড়ে ৪টে, মৌলালি যুব কেন্দ্র

No comments:
Post a Comment