Friday, February 5, 2016

‘মুসলমান বেইমান, রোহিতরা শয়তান ?’’ সারাদেশ জুড়ে আবারও মুসলমান বিদ্বেষ তৈরি করা হচ্ছে । কখনও সেটা নানা রাজ্যে গরুর মাংস নিষিদ্ধ ঘোষণা করে । কখনও গুলাম আলি কে গাইতে না দিয়ে আবার কখনও বই প্রকাশের অনুষ্ঠানে প্রকাশ্যে মুখে কালি মাখিয়ে । এক নিরীহ মানুষ কে কেবল গরুর মাংস ফ্রিজে রাখার সন্দেহে কুপিয়ে খুন করেছে চাড্ডির দল । সম্প্রতি পাঠানকোট কিম্বা কদিন আগের খাগড়াগড় কে কেন্দ্র করে দেশ থেকে মুসলমানদের মেরে ভাগানোর তোড়জোড় শুরু হয়েছিলো । উঠেছিল রামজাদে হারামজাদের তত্ত্ব । সব সময় একটা বিস্ফোরণ ঘটলেই মুসলমানরা সন্ত্রাসবাদী, ভারতে বসে পাকিস্থানের মদত দেয় এই ধরনের বিদ্বেষ ছড়ানো হয় । দেশের এই পরিস্থিতি নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন । কারন এর ঠিক পরেই টেনে আনা হবে মুসলমানরা চারটে বিয়ে করে, ওরা জঙ্গি পোষে মাদ্রাসায়, ওরা মিরজাফরের বংশধর । ওরা গরু খেগো নেড়ে । কেউ প্রশ্নও করবেন না কুকুর খাওয়া গেলে গরু খাওয়া যাবে না কেন ? অন্যদিকে আইএসআইএস । আজ প্যারিস তো কাল বেইরুট । বেড়েই চলেছে লাগামহীন সন্ত্রাস । এরমধ্যেই পরিকল্পিত ভাবে খুন করা হল হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের দলিত ছাত্র ভেমুলা কে । রোহিতের ঘটনা সামনে এসেছে । বেশ হয়েছে । কিন্তু সমপরিমানে যদি সামনে আসতো ফরিদাবাদে দুই দুধের শিশুকে পুড়িয়ে মেরেছে রাজপুত আর ঠাকুররা । দলিত দম্পতিকে উলঙ্গ করে মজা লুটেছে, বদায়ুনে দুই তরতাজা তরুণীকে গাছে ঝুলিয়ে দিয়েছে ব্রাম্ভন্যবাদী বর্ণহিন্দুর দল । কবছর আগে পর্যন্ত দলিত ঘরে জন্মানোর জন্য মেয়েদের বক্ষ উন্মুক্ত করে ঘুরে বেড়ানো বাধ্যতামূলক ছিল । দলিতের দেওয়া জল ছিল মুতের সমান । শূদ্র বলেই হাঁটুর তলায় ধুতি পরা ছিল নিষিদ্ধ । বিয়ে করে প্রথম রাতে বৌ’কে রেখে আসতে হতো পুরোহিতের ঘরে । জন্ম থেকেই তাদের কাজই ছিল বর্ণ হিন্দুদের গু পরিষ্কার করা । এ হেন ভারতবর্ষে দরকার অনেক গুলো মেঘনাদ বধ কাব্যের অনুসন্ধান । যেখানে রাবন হিরো । যেখানে মহিষাসুর শহিদ আর দুর্গা বেশ্যা । যেখানে ঔরঙ্গজেব নিষ্ঠাবান মুসলিম শাসক । যেখানে পলাশীর যুদ্ধের কালপ্রিট বিশ্বাসঘাতক জগৎ শেঠ । যেগুলোই আসলে চ্যালেঞ্জ জানায় হিন্দুত্ববাদী গোয়েবলসকে । আসলে এমন সত্য গল্প গুলোকে ‘অশ্বথামা হত’ টুকু বলেই ক্ষমতার বলে চেপে দেওয়া হয়েছে । ফি বছর চালানো হয়েছে মহালয়ার ক্যাসেট । যাতে ভারতীয় মনন ‘হিন্দুমন’ হয়ে যায় । বক্তাঃ এস.এম.মুশরিফ (মুম্বাই পুলিশের প্রাক্তন আইজি) '২৬/১১ অজানা তথ্য ও ব্রাম্ভন রাষ্ট্র' নিয়ে বলবেন এস.এম.মুশরিফ । ভারতবর্ষ যখন কেঁপে উঠেছে বিভিন্ন বিস্ফোরণে সেইসময় মালেগাঁও বিস্ফোরণের তদন্ত শুরু করেন মুম্বাই পুলিশ কমিশনার হেমন্ত কারকারে । তারপর হঠাৎই কারকারে মারা যান ২৬/১১’র ঘটনায় । আসলে এই হত্যার পিছনে কারা ছিল, এবং সারাভারতে যে বিস্ফোরণ গুলো হয়েছে, সেগুলো কারা ঘটিয়েছে, বলবেন মুশরিফ । বলবেন রোহিত নিয়েও । ব্রাম্ভন রাষ্ট্র নিয়ে । গান গাইবেন কবীর সুমন ২৩শে ফেব্রুয়ারি, বিকাল সাড়ে ৪টে, মৌলালি যুব কেন্দ্র

‘মুসলমান বেইমান, রোহিতরা শয়তান ?’’
সারাদেশ জুড়ে আবারও মুসলমান বিদ্বেষ তৈরি করা হচ্ছে । কখনও সেটা নানা রাজ্যে গরুর মাংস নিষিদ্ধ ঘোষণা করে । কখনও গুলাম আলি কে গাইতে না দিয়ে আবার কখনও বই প্রকাশের অনুষ্ঠানে প্রকাশ্যে মুখে কালি মাখিয়ে । এক নিরীহ মানুষ কে কেবল গরুর মাংস ফ্রিজে রাখার সন্দেহে কুপিয়ে খুন করেছে চাড্ডির দল । সম্প্রতি পাঠানকোট কিম্বা কদিন আগের খাগড়াগড় কে কেন্দ্র করে দেশ থেকে মুসলমানদের মেরে ভাগানোর তোড়জোড় শুরু হয়েছিলো । উঠেছিল রামজাদে হারামজাদের তত্ত্ব । সব সময় একটা বিস্ফোরণ ঘটলেই মুসলমানরা সন্ত্রাসবাদী, ভারতে বসে পাকিস্থানের মদত দেয় এই ধরনের বিদ্বেষ ছড়ানো হয় । দেশের এই পরিস্থিতি নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন । কারন এর ঠিক পরেই টেনে আনা হবে মুসলমানরা চারটে বিয়ে করে, ওরা জঙ্গি পোষে মাদ্রাসায়, ওরা মিরজাফরের বংশধর । ওরা গরু খেগো নেড়ে । কেউ প্রশ্নও করবেন না কুকুর খাওয়া গেলে গরু খাওয়া যাবে না কেন ?
অন্যদিকে আইএসআইএস । আজ প্যারিস তো কাল বেইরুট । বেড়েই চলেছে লাগামহীন সন্ত্রাস । এরমধ্যেই পরিকল্পিত ভাবে খুন করা হল হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের দলিত ছাত্র ভেমুলা কে ।
রোহিতের ঘটনা সামনে এসেছে । বেশ হয়েছে । কিন্তু সমপরিমানে যদি সামনে আসতো ফরিদাবাদে দুই দুধের শিশুকে পুড়িয়ে মেরেছে রাজপুত আর ঠাকুররা । দলিত দম্পতিকে উলঙ্গ করে মজা লুটেছে, বদায়ুনে দুই তরতাজা তরুণীকে গাছে ঝুলিয়ে দিয়েছে ব্রাম্ভন্যবাদী বর্ণহিন্দুর দল । কবছর আগে পর্যন্ত দলিত ঘরে জন্মানোর জন্য মেয়েদের বক্ষ উন্মুক্ত করে ঘুরে বেড়ানো বাধ্যতামূলক ছিল । দলিতের দেওয়া জল ছিল মুতের সমান । শূদ্র বলেই হাঁটুর তলায় ধুতি পরা ছিল নিষিদ্ধ । বিয়ে করে প্রথম রাতে বৌ’কে রেখে আসতে হতো পুরোহিতের ঘরে । জন্ম থেকেই তাদের কাজই ছিল বর্ণ হিন্দুদের গু পরিষ্কার করা ।
এ হেন ভারতবর্ষে দরকার অনেক গুলো মেঘনাদ বধ কাব্যের অনুসন্ধান । যেখানে রাবন হিরো । যেখানে মহিষাসুর শহিদ আর দুর্গা বেশ্যা । যেখানে ঔরঙ্গজেব নিষ্ঠাবান মুসলিম শাসক । যেখানে পলাশীর যুদ্ধের কালপ্রিট বিশ্বাসঘাতক জগৎ শেঠ । যেগুলোই আসলে চ্যালেঞ্জ জানায় হিন্দুত্ববাদী গোয়েবলসকে । আসলে এমন সত্য গল্প গুলোকে ‘অশ্বথামা হত’ টুকু বলেই ক্ষমতার বলে চেপে দেওয়া হয়েছে । ফি বছর চালানো হয়েছে মহালয়ার ক্যাসেট । যাতে ভারতীয় মনন ‘হিন্দুমন’ হয়ে যায় ।
বক্তাঃ এস.এম.মুশরিফ (মুম্বাই পুলিশের প্রাক্তন আইজি)
'২৬/১১ অজানা তথ্য ও ব্রাম্ভন রাষ্ট্র' নিয়ে বলবেন এস.এম.মুশরিফ । ভারতবর্ষ যখন কেঁপে উঠেছে বিভিন্ন বিস্ফোরণে সেইসময় মালেগাঁও বিস্ফোরণের তদন্ত শুরু করেন মুম্বাই পুলিশ কমিশনার হেমন্ত কারকারে । তারপর হঠাৎই কারকারে মারা যান ২৬/১১’র ঘটনায় । আসলে এই হত্যার পিছনে কারা ছিল, এবং সারাভারতে যে বিস্ফোরণ গুলো হয়েছে, সেগুলো কারা ঘটিয়েছে, বলবেন মুশরিফ । বলবেন রোহিত নিয়েও । ব্রাম্ভন রাষ্ট্র নিয়ে ।
গান গাইবেন
কবীর সুমন
২৩শে ফেব্রুয়ারি, বিকাল সাড়ে ৪টে, মৌলালি যুব কেন্দ্র
Ani Dutta and 59 others like this.
Comments
Chhandak Chatterjee আমন্ত্রন পত্রের জন্য ফোন করুন ৯৮৩৬২৪৫৮৯৮
LikeReply34 hrs
Rudra Prasanna Banerjee jakhon nijer deshe thaka manush gulo (Kashmiri Pandit) refugee hoyechilo takhon aei darod kothy chilo???? Aeisob katha barta bole bived tairi korte chiche taray jara asob chara kono kichu niye kaj korte parena. Kargil juddher nayak k kali makhiyeche be...See More
LikeReply3 hrs
Chhandak Chatterjee tue ak kaj kor, aktu gayer betha mere kasmiri pandit der agenday akta prog kor. ami jabo sunte...
LikeReply3 hrs
Rudra Prasanna Banerjee er age 9 ta suicide hoyeche takhon kothy chilo dorod???? Mirchapur incident keo voleni, Prof. Joseph er hat kata, takhon kho er chele der intolerence mone hoini??? aj e jato intolerance na???? dhandabaaaz jato
LikeReply3 hrs
Rudra Prasanna Banerjee jodi protibad kortei hoi nijer brain use kore kor, sudhu matro ekta religion k samne rekhe crocodile tear felisna. jat pat dhormo niye rajniti ta bandho hok atay soby chi. akarone dalit, muslim asob jolo katha bole hawa garom na korleo cholbe.
LikeReply3 hrs
Akash Podobi Nei ইয়ে কাশ্মীরে সাম্প্রদায়িকতা টা কারা ঢুকিয়েছে মশাই??? জম্মু প্রজা পরিষদ টা কারা তৈরি করেছিল??? "হিন্দুস্তান মে রেহেনা হ্যায় তো বন্দেমাতরম কহেনা হোগা" এসব অনৈতিক স্লোগান দিয়ে মুসলিম মৌলবাদের হাত কারা শক্ত করেছে???
LikeReply13 hrs
Subhadeep Dey ১৯৪৭ থেকে ১৯৪৮ শুধু এক বছরেই জম্মুর মুসলিম পপুলেশন ৬৫% থেকে কমে হয়ে যায় ৪০% ।
LikeReply13 hrs
Dibyojyoti Koner FALTU POST!!
LikeReply1 hr

No comments:

Post a Comment