কামিনীর জীবন যন্ত্রণা Kaminir Jibon Jontrona
-
ধরিত্র্রী যে ফেটে চৌচির আজ -
একটু ভালোবাসার- বৃষ্টির অপেক্ষায়।
পারি না তো আমি, প্রেমের প্লাবন হতে
ভাবছিলাম- তুমি যদি পারো বৃষ্টি হতে।
-
তোমার কালো চোখে-
মেঘ দেখেছি আমি, সৃষ্টির সেই প্রথম জন্ম-লগ্ন থেকে ;
নদীর উৎপত্তি- নারীর চোখে ;
আর সভ্যতার গঠন- নদীর বুকে।
-
মানুষ মনে রাখে নি-
সেই নদীর উৎপত্তির ইতিহাস ;
অথবা- মেঘের ঝরে পড়ার যন্ত্রণা।
মনে রাখে নি তারা-
নদীর কুলু-কুলু কলরব
অথবা তার হু-হু হতাশা।
-
ইতিহাস শুধু পুরুষের জয়ধ্বনির সঙ্গীত ;
আর নারী কেবল-
পুরুষের মানসিক রাজ-দরবারে-
নামগোত্রহীন এক নিছক-ই বাইজী।
পুরুষের সঙ্গীত লাগি -
নারী নৃত্য করেছে শুধু।
-
আজ যে নারী চোখেও মেঘ অদৃশ্য।
হে ঈশ্বর-
এক রত্তি চোখে- কতোটা বৃষ্টি-ই বা থাকতে পারে ?
মানবতার গ্রীষ্মে, আজ খরার দিন।
মেঘ অন্তর্হিত
আর নদীও মৃত।
-
মিষ্টি, খেলো না গো
একটু বৃষ্টি-বৃষ্টি খেলা !
যদি জাগাতে পারি আবার-
মেঘের গর্জন
অথবা- বৃষ্টির টাপুর-টুপুর গীত
অথবা- নদীর কুলু-কুলু কলরব !
-
মিষ্টি, তুমি হবে মেঘ
আর আমি হবো তৃষ্ণার্ত ধরিত্রী ।
এবার তুমি- স-ব.... ভাসিয়ে দিও। সব।
ভাসিয়ে দিও, পুরুষের নির্লজ্জ ঔদ্ধত্য-ও।
------------------------------------------
Poem © অরুণ মাজী Arun Maji
www.arunmaji.com
Painting by Delapoer Downing - The End of a Weary Day
-
ধরিত্র্রী যে ফেটে চৌচির আজ -
একটু ভালোবাসার- বৃষ্টির অপেক্ষায়।
পারি না তো আমি, প্রেমের প্লাবন হতে
ভাবছিলাম- তুমি যদি পারো বৃষ্টি হতে।
-
তোমার কালো চোখে-
মেঘ দেখেছি আমি, সৃষ্টির সেই প্রথম জন্ম-লগ্ন থেকে ;
নদীর উৎপত্তি- নারীর চোখে ;
আর সভ্যতার গঠন- নদীর বুকে।
-
মানুষ মনে রাখে নি-
সেই নদীর উৎপত্তির ইতিহাস ;
অথবা- মেঘের ঝরে পড়ার যন্ত্রণা।
মনে রাখে নি তারা-
নদীর কুলু-কুলু কলরব
অথবা তার হু-হু হতাশা।
-
ইতিহাস শুধু পুরুষের জয়ধ্বনির সঙ্গীত ;
আর নারী কেবল-
পুরুষের মানসিক রাজ-দরবারে-
নামগোত্রহীন এক নিছক-ই বাইজী।
পুরুষের সঙ্গীত লাগি -
নারী নৃত্য করেছে শুধু।
-
আজ যে নারী চোখেও মেঘ অদৃশ্য।
হে ঈশ্বর-
এক রত্তি চোখে- কতোটা বৃষ্টি-ই বা থাকতে পারে ?
মানবতার গ্রীষ্মে, আজ খরার দিন।
মেঘ অন্তর্হিত
আর নদীও মৃত।
-
মিষ্টি, খেলো না গো
একটু বৃষ্টি-বৃষ্টি খেলা !
যদি জাগাতে পারি আবার-
মেঘের গর্জন
অথবা- বৃষ্টির টাপুর-টুপুর গীত
অথবা- নদীর কুলু-কুলু কলরব !
-
মিষ্টি, তুমি হবে মেঘ
আর আমি হবো তৃষ্ণার্ত ধরিত্রী ।
এবার তুমি- স-ব.... ভাসিয়ে দিও। সব।
ভাসিয়ে দিও, পুরুষের নির্লজ্জ ঔদ্ধত্য-ও।
------------------------------------------
Poem © অরুণ মাজী Arun Maji
www.arunmaji.com
Painting by Delapoer Downing - The End of a Weary Day

No comments:
Post a Comment