Tuesday, February 16, 2016

চূর্ণ কবিতাগুলি যশোধরা রায়চৌধুরী

চূর্ণ কবিতাগুলি
যশোধরা রায়চৌধুরী

এখানে ওখানে রাখি, ছেড়ে যাই আমাদের কথা।
বালক স্বভাবে যেন ক্রমাগত কেটে যাই পেনসিলের মাথা।


বেদনা গভীর হল। নতুন বেদনা এল তবে।
পুরনো বেদনাগুলো শেষ হয়ে শুরু হল সবে।

ভাষাকে আমরা আহবান করি শাদা পাতাটির বিছানায়।
ভাষা আমাদের নতুন নতুন ক্রীড়া চায়।
অভাব নেই আসলে, শুধু আছে অভাববোধ
মেঘের পরে মেঘ জমেছে, রোদের পরে রোদ
জ্বলছে রাত , সিদ্ধ হচ্ছে, কড়াই, ঢাকা কালো
কে যেন শুধু ঢাকনা তুলে পোলাও সমঝাল
অভাব নেই আসলে, তবু আছে অভাববোধ
একটু নুন, একটু চিনি, একটু প্রতিশোধ...

ভালবাসাভরা তরঙ্গ তোর , জলথই থই গান
সমুদ্র আসে যেভাবে, সেভাবে নিয়ে যায় টেনে প্রাণ।

ভালবাসাভরা তোরঙ্গ তোর। ভাঁজকরা অভিমান।
পাটকরা বুকে অবিশ্বাসের তীক্ষ্ণ কালো প্রমাণ
নিজের ভাষাটি আমি সেইভাবে খুঁজি, যেইভাবে
বেড়ালমায়েরা খোঁজে হারানো সন্তান।

মানুষটি ভাল নয়, মানুষটি অহংকারী খুব
বহুজনসহবাসী, মানুষটি মিথ্যেবাদী খুব
কবিতাটি ভাল লেখে, কবিতাটি বহুস্তরী খুব
কবিতাটি ভাল লেখে , কবিতাটি একাকী , নিশ্চুপ...

আমি ? আমার ইগোর কাছে সকল ব্যথা চুরচুর
সমস্ত রাত পায়ের কাছে হৃদয় করে ঘুরঘুর
১০
হাজার হাজার মাইল হোপলেস সমুদ্র পেরিয়ে
তারপর এসেছিলে নীল সন্ধ্যাকূলে
বিশ্রামের ক্লান্ত তটে বসে বসে চেখেছিলে বিষণ্ন আইস্ক্রিম
আমারে দু দন্ড শান্তি দিয়েছিল বাকার্ডি ও ফ্রেশ লাইম, জিন

No comments:

Post a Comment