Thursday, February 11, 2016

রেশনের দাবীতে রায়নায় নিহত স্বপন মালিক.. দু'টাকার চাল তিনটাকার গম , সেই দাবীতে ডেপুটেশন ছিল রায়নায় । রায়না ১ ব্লক বি ডি ও অফিসের সামনে । পায়ের তলায় জমি হারানো তৃনমূলী দুষ্কৃতিরা বাড়ির উপর থেকে , মিছিলে প্রায় ৪০-৫০টা বোমা ছোড়ে । বোমার আঘাতে আহত অনেকে । শহীদ হয়েছেন কমঃ স্বপন মালিক । আরও তিনজনের অবস্থা গুরুতর । কিন্তু শেষ পর্যন্ত ওরা আটকাতে পারেনি । মানুষের তুফান তোলা ক্ষোভের মিছিল আটকাতে পারেনি । লাল মিছিল আটকাতে পারেনি ।

এবার চাই কমঃ মহঃ সেলিমকে।।।
রেশনের দাবীতে রায়নায় নিহত স্বপন মালিক..
দু'টাকার চাল তিনটাকার গম , সেই দাবীতে ডেপুটেশন ছিল রায়নায় । রায়না ১ ব্লক বি ডি ও অফিসের সামনে । পায়ের তলায় জমি হারানো তৃনমূলী দুষ্কৃতিরা বাড়ির উপর থেকে , মিছিলে প্রায় ৪০-৫০টা বোমা ছোড়ে । বোমার আঘাতে আহত অনেকে । শহীদ হয়েছেন কমঃ স্বপন মালিক । আরও তিনজনের অবস্থা গুরুতর । কিন্তু শেষ পর্যন্ত ওরা আটকাতে পারেনি । মানুষের তুফান তোলা ক্ষোভের মিছিল আটকাতে পারেনি । লাল মিছিল আটকাতে পারেনি ।

No comments:

Post a Comment