Monday, August 15, 2016

দন্ডকারন্যে ফুটবলের জোয়ার। বহির বঙ্গে নিখিল ভারত সমিতির নতুন প্রয়াস

দন্ডকারন্যে ফুটবলের জোয়ার।
বহির বঙ্গে নিখিল ভারত সমিতির নতুন প্রয়াস
.....,.......................................................
দেশ ভাগের বলি ,যেসব উদ্বাস্তুরা বাঙলায় ঠাই পায়নি, সেসব হতভাগ্যদের ঠেলেপাঠানো হয়েছিল দন্ডকারন্যে । সেখানে কয়েক লক্ষ বাঙালির বসবাস করে। তাদের বাংলাভাষায় শিক্ষা অর্জনের সরকারী স্বীকৃতি নেই। নতুন প্রজন্ম বাংলা ভাষা ভুলেগেছে। ফুটবল খেলা বাঙালিদের হাডে মজ্বার সংগে যুক্ত।বাঙালিদের প্রিয়ে খেলাকে তারা বাচিয়ে রেখেছে।
রায়পুর শহরথেকে ২০০ শত কিলমিটার গহীন অরন্যে পেরিয়ে জগদলপুর জেলা শহর। চতুর দিকে জঙ্গলের মাঝে ছড়িয়ে আছে উদ্বাস্তু বাঙালি। জগদলপুর শহরে তাদের নিয়ন্ত্রন রয়েছে।
নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতি নামক সামাজিক সংগঠনের সংগে এখানের বাঙালিরা আত্মিক ভাবে জড়িত। উক্ত সমিতির উদ্দ্যোগে বিগত একমাসধরে ফুটবল লিগ টুর্নামেন্ট চলছে জগদলপুর শহরে।বিভিন্ন জেলা ও রাজ্যের ৫০ টি দল অংশগ্রহন করেছে এই টুর্নামেন্টে। প্রতিদিন শত শত বাঙালি অবাঙালি দর্শক প্লেয়ারদের উৎসাহ জুগিয়েছে।
১৩ আগষ্ট ২০১৬ সমাপন ফাইনাল ম্যাচ সম্পন্ন হয়। ৮/১০ হাজার দর্শকে
খচাখর ভরা ছিল মাঠের চতুর্দিক। মুহুর মুহুর হাত তালি ইষ্টবেঙ্গল ও মোহন বাগানের কাজিয়াকে স্মরন করিয়ে দেয়।
জংঙ্গলের মধ্যে এতবডো টুর্নামেন্টের কারন জানতে চাইলে , নিখিল ভারত সমিতির প্রধান আয়োজক জীবানন্দ হালদার বলেন, আমরা খেলার মাধ্যমে সমাজে সমন্বয় গড়তে চাচ্ছি। স্থানিয় হিন্দী ভাষীদের সংগে আমাদের বন্ধুত্ব গড়ে উঠছে। আমরা বাঙালি সংস্কৃতিকে বাচিয়ে রাখতে চাই। বাঙালিদের মধ্যে স্বভিমান জেগেউঠেছে।
ফাইনাল ম্যাচে ইয়ং স্পোটিং ক্লাব বিজয়ী হয়।
হায়দ্রাবাদ এন এম ডি সি চ্যায়ারম্যান প্রসান্ত দাস,জগদলপুরেরর মহাপোর জ্যোতিন জাসপাল, কালেক্টর অমিত কাটারিয়া,এস পি , আর এন দাস, প্দেশ সভাপতি অসীম রায়,সচীব মনোজ মন্ডল ,অধ্যক্ষ গোপাল মন্ডল উপস্থিত ছিলেন।,সুবীর নন্দি,মনোরঞ্জন রায় সহ
লীগম্যাচ সফল করতে যারা বিগত দেড মাস কষ্টকরেছেন, তাদের মধ্যে অগ্রনীয় জীবানন্দ হালদার ,জগদীশ মন্ডল,রাজেশ চৌধুরী,সুধীর মন্ডলপিন্টু কর,ডা রমেশ ও অনেকে।
উল্লেখ্য সমস্ত প্রচার মাধ্যম প্রতিদিন সুন্দর খবর পরিবেশন করেছে। এজন্য তাদের ধন্যবাদ ।

No comments:

Post a Comment