Wednesday, August 17, 2016

শ্রী শ্রী গুরু চাঁদ চরিত!ঐ মহা গ্রন্থ নিষিদ্ধ করতে চায় !আপনারা কী ভাবেন ভারত বাংলাদেশ এর কয়েক কোটি matua ছেড়ে দেবেন ?কুশপুত্তলিকা porabe আচার্য মহানন্দ হালদারের !স্বপ্নেও চিন্তা করবেন না .আসুন সকলে মিলে সমাধান করি জয় হরি চাঁদ জয় গুরু চাঁদ জয় গোপাল চাঁদ জয় ওড়াকাঁদি ধাম

আচার্য মহানন্দ হালদার প্রণীত শ্রী শ্রী গুরু চাঁদ চরিত মহাগ্রন্থের মূল্যায়ন করেছেন বাংলার বিশিষ্ট পণ্ডিতগণ .প্রফেসর শ্রী ক্ষীরোদ বিহারী কবিরাজ (পূর্ব নিবাস বরিশাল ,জননেতা প্রয়াত সুধাংশু শেখর হালদারের আত্মীয় )বলেছেন ------
"অপরিমেয় শক্তিশালী কবি মহানন্দএই গ্রন্থের শব্দ মুখরতার মধ্যে যে আচার্য মহানন্দ হালদার প্রণীত শ্রী শ্রী গুরু চাঁদ চরিত মহাগ্রন্থের মূল্যায়ন করেছেন বাংলার বিশিষ্ট পণ্ডিতগণ .প্রফেসর শ্রী ক্ষীরোদ বিহারী কবিরাজ (পূর্ব নিবাস বরিশাল ,জননেতা প্রয়াত সুধাংশু শেখর হালদারের আত্মীয় )বলেছেন ------
"অপরিমেয় শক্তিশালী কবি মহানন্দএই গ্রন্থের শব্দ মুখরতার মধ্যে যে অন্ত গূঢ় বাণীর ব্যঞ্জনা ও নিবেদিতপ্রাণ ভক্তের আকুলতা ব্যক্ত করেছেন তা তাঁকে অতি উচ্চ স্তরের কবিকুলের সমগোত্রীয় করে তুলেছে ."(হরিচাঁদ সেবা সংঘ পত্রিকা ,december 1975
)
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রোফেসর ড .তুষার চট্টোপাধ্যায় বলেছেন ------
"আচার্য মহানন্দ হালদার রচিত শ্রী শ্রী গুরু চাঁদ চরিত matua ধর্ম আন্দোলনের ইতিহাসের এবং matua সাহিত্যের অন্যতম উল্লেখযোগ্য গ্রন্থ .matua ধর্ম ও সাহিত্য আন্দোলনের ইতিহাসে কবি রসরাজ তারক চন্দ্র সরকারের শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থের ন্যায় শ্রী শ্রী গুরু চাঁদ চরিত গ্রন্থখানিও একটি আকর গ্রন্থ ."
প্রফেসর ড বরুণ কুমার চক্রবর্তী বলেছেন ---
বস্তুনিষ্ঠা ও ইতিহাস নিষ্ঠা এবং সহজ সরল কবিত্বের সার্থক নিদর্শন শ্রী শ্রী গুরুচাঁদ চরিত .ভক্তি ,বস্তুনিষ্ঠা ও কাব্য গুণের ত্রিবেণি সঙ্গম ঘটেছে শ্রী শ্রী গুরু চাঁদ চরিত জীবনী গ্রন্থখানির মধ্যে ".এ ছাড়া এই মহা গ্রন্থের মূল্যায়ন করেছেন প্রফেসর নরেশ চন্দ্র দাস প্রফেসর ড .অসিত কুমার বন্দ্যোপাধ্যায় ,প্রফেসর ড আশুতোষ ভট্টচার্য ,প্রফেসর ড প্রতাপ চন্দ্র চন্দ্র ড নন্দ দুলাল মোহন্ত ,প্রফেসর ড .মনশান্ত বিশ্বাস এবং আরও অনেকে .
শ্রী শ্রী গুরু চাঁদ চরিত গ্রন্থ খানি কেবলমাত্র matua ধর্ম আন্দোলনের মহান নেতা গুরু চাঁদ ঠাকুরের জীবনী গ্রন্থ নয় এটি সমগ্র matua ধর্ম আন্দোলনের ঐতিহাসিক দলিল .এই গ্রন্থে লেখক আচার্য মহানন্দ হালদার একদিকে ধর্ম দার্শনিকতার পরিচয় দিয়েছেন এবং অন্যদিকে প্রকাশ করেছেন সমকালীন সমাজ জীবনের চিত্র .গ্রন্থখানি বিশিষ্ট অর্থে হয়ে উঠেছে নিপীড়িত দলিত সমাজের আত্মজাগরণের দলিল .ধর্ম দার্শনিকতা ,সমাজ সংস্কার ,রাজনীতিক সচেতনতা ,সাহিত্যিক রসবোধ প্রভৃতির অপূর্ব সমন্বয়ে আচার্য মহানন্দ হালদার রচিত শ্রী শ্রী গুরু চাঁদ চরিত গ্রন্থ খানি বাংলা সাহিত্যের অন্যতম জীবন চরিত গ্রন্থ
ঐ মহা গ্রন্থ নিষিদ্ধ করতে চায় !আপনারা কী ভাবেন ভারত বাংলাদেশ এর কয়েক কোটি matua ছেড়ে দেবেন ?কুশপুত্তলিকা porabe আচার্য মহানন্দ হালদারের !স্বপ্নেও চিন্তা করবেন না .আসুন সকলে মিলে সমাধান করি জয় হরি চাঁদ জয় গুরু চাঁদ জয় গোপাল চাঁদ জয় ওড়াকাঁদি ধাম

No comments:

Post a Comment