Wednesday, August 10, 2016

Sushanta Kar গরু রক্ষার নামে এবারে অন্ধ্রপ্রদেশে দলিতদের উপরে মার। একাংশ বর্ণহিন্দু যে মনে করেন, দেশের মালিকানাটা তাদেরই, তারা যে ভাবে বলবেন সেভাবেই চলতে হবে নইলে মার খেতে হবে অথবা মরতে হবে---বিষয়টি কি খুবই স্পষ্ট হয়ে যাচ্ছে না? দেশের উপরে সবার সমান অধিকার নেই, মর্যাদাও নেই... একদিকে মন্দ নয়---হিন্দুত্ব এদ্দিনকার চাপা বিরোধকে সামনে নিয়ে আসছে। নিজেরা তলিয়ে গিয়েই (অপমানে হতে হবে তাহাদের সবার সমান---রবীন্দ্রনাথ) একদিন দেশ পূর্ণ স্বাধীন হবে। হিন্দুত্ববাদের থেকে দেশের স্বাধীনতা মানেই হচ্ছে বর্ণহিন্দু আধিপত্যবাদের থেকে স্বাধীনতা। যদি বিবেক আর বোধ থাকে তবে সব বর্ণহিন্দুরও উচিত সেই সংগ্রামে অংশ নেয়া...

গরু রক্ষার নামে এবারে অন্ধ্রপ্রদেশে দলিতদের উপরে মার। একাংশ বর্ণহিন্দু যে মনে করেন, দেশের মালিকানাটা তাদেরই, তারা যে ভাবে বলবেন সেভাবেই চলতে হবে নইলে মার খেতে হবে অথবা মরতে হবে---বিষয়টি কি খুবই স্পষ্ট হয়ে যাচ্ছে না? দেশের উপরে সবার সমান অধিকার নেই, মর্যাদাও নেই... একদিকে মন্দ নয়---হিন্দুত্ব এদ্দিনকার চাপা বিরোধকে সামনে নিয়ে আসছে। নিজেরা তলিয়ে গিয়েই (অপমানে হতে হবে তাহাদের সবার সমান---রবীন্দ্রনাথ) একদিন দেশ পূর্ণ স্বাধীন হবে। হিন্দুত্ববাদের থেকে দেশের স্বাধীনতা মানেই হচ্ছে বর্ণহিন্দু আধিপত্যবাদের থেকে স্বাধীনতা। যদি বিবেক আর বোধ থাকে তবে সব বর্ণহিন্দুরও উচিত সেই সংগ্রামে অংশ নেয়া...

No comments:

Post a Comment