কংগ্রেসের সঙ্গে জোটে ভিন্নমত থাকলেও, তৃণমূলকে হটাতে সবাই একমত। দাবি, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। রাজ্য কমিটি- কেন্দ্রীয় কমিটির বৈঠকের আগে কংগ্রেসের নাম আর উচ্চারণ করেননি তিনি। তবে কেন…
ZEENEWS.INDIA.COM
তৃণমূলকে হটাতে বারাকপুর শিল্পাঞ্চলে জোর সমালোচনা প্রাক্তন ...
৬ ঘন্টা আগে - বারাকপুর শিল্পাঞ্চলে দাঁড়িয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী এদিন জোর সওয়াল করেন, শিল্পায়নের পক্ষেও। আইনশৃঙ্খলা থেকে রেশন, প্রতি ইঞ্চিতে সমালোচনা করলেন মুখ্যমন্ত্রীর। বিশাল সমাবেশে একটু যেন ছন্দও কাটল। কাঁচরাপাড়ার মিছিল সভাস্থলে আসার আগেই, বুদ্ধদেব ভট্টাচার্য বক্তৃতা শেষ করে চলে যান। অসুস্থ তিনি, সেকারণেই।
বারাকপুর শিল্পাঞ্চল ফেরতের দাবিকে ঘিরে প্রচার ... - গণশক্তি
বারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূল কংগ্রেস সরকারের সময় বন্ধ হয়েছে উইমকো, ডাকব্যাক। শাসকদলের নেতাদের প্রত্যক্ষ মদতে এগুলি বন্ধ হয়েছে। বেতনসহ বহু বকেয়া টাকা থেকে বঞ্চিত হয়েছেন ডাকব্যাকের শ্রমিকরা। জেশপ নিয়ে ছেলেখেলা করছে সরকার। শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বে ফায়দা লুটছে মালিকরা। খাতা-কলমে জেশপ খোলা থাকলেও উৎপাদন বন্ধ, বেতন বন্ধ, ...
আজ বারাকপুরে লালঝান্ডার শপথের সমাবেশ - গণশক্তি
বন্ধ কারখানা খোলা, নতুন শিল্প গড়া, রাজ্য এবং বারাকপুর শিল্পাঞ্চলের জন্য এসবই মমতা ব্যানার্জির ক্ষমতায় আসার আগে গালভরা প্রতিশ্রুতি ছিল। আজ ৫ বছর ক্ষমতায় থাকার পর মানুষ দেখছেন সবই ফাঁকা। বারাকপুর শিল্পাঞ্চলে এই পাঁচ বছরে প্রাপ্তি! কাঁচরাপাড়া কোচ ফ্যাক্টরির তিনবার শিলান্যাস — কাজ শুরু হলো না। টি সি আই বন্ধ, শ্রমিকদের ...
এখন টানে রিকশা, সেদিনের মেশিনে পটু হাত আজ তুলে ধরবে ... - গণশক্তি
'বারাকপুর শিল্পাঞ্চল ফেরত চাই' স্লোগান তুলে বৃহস্পতিবার দুপুরে হাজার হাজার মানুষ রাস্তায় নামবেন, মিছিল করেবেন, মিছিল করে সমাবেশে মিলবেন। আজকের আছড়ে পড়া সেই জনস্রোতে ... মাত্র পাঁচ বছর আগেও এই বারাকপুর শিল্পাঞ্চলে দেড় লক্ষের বেশি শ্রমিকের হাতে কাজ ছিল, তা এখন কমে দাঁড়িয়েছে মাত্র ২০-২৫হাজারে। বারাকপুর এখন এমন একটি ...
বারাকপুর শিল্পাঞ্চল বাঁচানোর তাগিদে মিছিল ... - গণশক্তি
আগামী ১১ই ফ্রেবুয়ারিও বারাকপুর শিল্পাঞ্চলে ফের মানুষের ঢল নামবে। তৃণমূলের কোনো নেতা বলেন, সি পি আই (এম) পার্টিটাই উঠে গেছে। আবার কোনো নেতা বলেন, ১০হাজার লোক জোগাড়ের ক্ষমতা নেই আমাদের। তাঁদের আমন্ত্রণ করছি, ১১ই ফ্রেবুয়ারি শুধু একটি মহকুমার সমাবেশ দেখে যাবেন। ওইদিন জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েতে খাদ্যের দাবিতে, রেশন ...
Ganashakti
দমদম, ৪ঠা জানুয়ারি — আগামী ১১ই ফেব্রুয়ারি উত্তর ২৪ পরগনার বারাকপুর শিল্পাঞ্চলে দু'টি বিশাল পদযাত্রা হবে। তার প্রস্তুতি চলার মধ্যেই দমদম জেশপ কারখানার যন্ত্রাংশ লুট করে নিয়ে যাবার ঘটনা আবার প্রকাশ্যে এলো। শ্রমিকদের চাপে ট্রাক ভর্তি যন্ত্রাংশ আটক করতে দমদম থানার পুলিশ বাধ্য হন। তৃণমূল কংগ্রেস সরকারের সময়কালে রাজ্যের ...
বামফ্রন্টের সময়ের জলপ্রকল্প স্তব্ধ, বারাকপুর শিল্পাঞ্চলে ...
বামফ্রন্টের সময়ের জলপ্রকল্প স্তব্ধ, বারাকপুর শিল্পাঞ্চলে নিত্য অশান্তি জল নিয়েই. বিশ্বজিৎ রায়. নৈহাটি, ২রা এপ্রিল- রাত তিনটে। রাতের অন্ধকার চিরে ভোরের আলো তখনও ফোটেনি। ঘুম চোখেই বালতি হাতে ঘরের থেকে বেরিয়ে পড়েন নূরজাহান। আগে যে যাবে তার লাইন আগে হবে। একবার লাইনে পিছিয়ে পড়লেই অপেক্ষার প্রহর গুনতে বেলা বেড়ে যাবে।
GOURANGA CHATTERJEE: রাজ্যের তৃণমূলের সরকার আসার পর ...
১৪ এপ্রিল, ২০১৪ - রাজ্যের তৃণমূলের সরকার আসার পর থেকেই বিশেষ করে বারাকপুর শিল্পাঞ্চলে ব্যাপক সন্ত্রাস চলছে। বিভিন্ন এলাকায় সি পি আই (এম)সহ বামফ্রন্টের শরিক দলগুলির অফিস দখল করা, আগুন লাগানো, লুঠপাট করার সঙ্গে বামফ্রন্টের নেতা-কর্মীদের ওপর শারীরিক আক্রমণ চলছেই। নির্বাচনী প্রচারের সময়েও তৃণমূলের হুমকি, আক্রমণ লেগেই আছে।
ধর্মঘটে ব্যাপক প্রভাব রাজ্যের শিল্পাঞ্চলে
web.24taas.com/bengali/entertainment/strike-in-industry_7975.html
২০ সেপ্টেম্বর, ২০১২ - বামেদের ডাকা ১২ ঘণ্টার ধর্মঘটে ব্যাপক প্রভাব পড়েছে শিল্পাঞ্চলে। বারাকপুর শিল্পাঞ্চলে পরিচিত কর্মব্যস্ত ছবি উধাও।


No comments:
Post a Comment