Thursday, February 11, 2016

মনে পড়ছে বাবার মুখে শোনা "খাদ্য আন্দোলন"এর কথা। সে দিন অভুক্ত নিরন্ন মানুষ কলকাতায় জড়ো হয়ে ছিল খাদ্যের দাবিতে।তারা ছিল নিরস্ত্র। সিদ্ধার্থ শংকর রায়ের সরকার খাদ্যের বদলে "বন্দুকের গুলি" তাদের দিয়ে ছিল! আজ বাংলার প্রায় ৩কোটি মানুষ "ডিজিটাল রেশন কার্ড" পায় নি! তারা খাদ্যশস্য পাওয়া থেকে বঞ্চিত। সেই মানুষগুলি রেশন কার্ডের দাবী জানাতে গেলে তৃণমূলী গুন্ডারা এক জনের জীবন কেড়ে নিল... ২১জন বোমায় আহত! একই পদধ্বনি... আপনি যে রাজনৈতিক দলেরই সমর্থক হোন না কেন রেশন কার্ড চাওয়ার আপনার আছে কি নেই???

Suvo Poddar shared his post.
Suvo Poddar added 2 new photos.
মনে পড়ছে বাবার মুখে শোনা "খাদ্য আন্দোলন"এর কথা। সে দিন অভুক্ত নিরন্ন মানুষ কলকাতায় জড়ো হয়ে ছিল খাদ্যের দাবিতে।তারা ছিল নিরস্ত্র। সিদ্ধার্থ শংকর রায়ের সরকার খাদ্যের বদলে "বন্দুকের গুলি" তাদের দিয়ে ছিল! আজ বাংলার প্রায় ৩কোটি মানুষ "ডিজিটাল রেশন কার্ড" পায় নি! তারা খাদ্যশস্য পাওয়া থেকে বঞ্চিত। সেই মানুষগুলি রেশন কার্ডের দাবী জানাতে গেলে তৃণমূলী গুন্ডারা এক জনের জীবন কেড়ে নিল... ২১জন বোমায় আহত! একই পদধ্বনি... আপনি যে রাজনৈতিক দলেরই সমর্থক হোন না কেন রেশন কার্ড চাওয়ার আপনার আছে কি নেই???
আপনার অধিকার কেড়ে নেবার বিরুদ্ধে আপনি কি নীরব থাকবেন? যদি তা না হয় প্রতিবাদে শামিল হোন। এটা আপনার অধিকার রক্ষার লড়াই। এ লড়াইতে বামপন্থীরা আপনার সাথী।

No comments:

Post a Comment