২০১৪ গৌহাটী জনসভায় বি জে পি দলের সাংসদ শ্রীমতী বিজয়া চক্রবর্তী ও আসামের শিক্ষামত্রী হিমন্ত বিশ্বশর্মা উভয়ে একই মঞ্চে দাডিয়ে উদ্বাস্তুদের নাগরিকত্ব দেবার প্রতিশ্রুতী দিয়েছিলেন । সব মায়াকান্না । মোদিজীর ভাষন মোদিজী ভুলে গেলেও,ভুলতে পেরেছে কি ভিটেহারা রা ?

১৭ জানুয়ারী ২০১৬ গৌহাটী জনসভা শেষে নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতির আসামের সমিতির যুব সংগ্রামী সাথীদের সংগে কেন্দ্রীয় নেতৃত্ব ডা সুবোধ বিশ্বাস, অম্বিকা রায়, আর আর বাঘ দুলাল বিশ্বাস সহ অনেকে।

No comments:
Post a Comment