Monday, February 15, 2016

আমার চলাচলের এই দেশের পরিসরে কোনো রাষ্ট্র নেই । কোনো নরেন্দ্র মোদি নেই । কোনো বুদ্ধদেব , কোনো মমতা , কোনো জয়ললিতা , কোনো কেজরিওয়াল ,কোনো মনমোহন সিং নেই । বিভাজন সৃষ্টিকারী আর এস এস , বিশ্ব হিন্দু পরিষদ , হিন্দু সংহতি , বজরং দল , ইন্ডিয়ান মুজাহিদিন নেই ।


আমার একটি দেশ আছে । নিজের একটি দেশ । যে দেশটিকে আমি সাথে নিয়ে চলি সবসময়ের জন্য ।
সেই দেশে আছে নান্টু , রিন্টু, পুটু , জামির, বৈদ্য ,বাবুয়া , উৎপল দা , দেবু দি , দোয়েল , কঙ্কন , পার্থ দা ( আমার কোচ , আমি তার ক্যাপ্টেন ) - যাদের সাথে খেলতে খেলতে আমার ছোটোবেলাটা কেটে গেছে ।
সেই দেশে আছে আমার কলেজের প্রতিটি বন্ধু ।
সেই দেশে আছেন আমার যাতায়াতের সাক্ষী মেট্রোরেলের ড্রাইভার , অটোড্রাইভার , বাস ড্রাইভার- কনডাকটর, রিক্সা-চালকেরা ।
আছেন সেই মানুষটি যার ঠেলা থেকে আমি প্রায়ই চপ কিনে নিয়ে গিয়ে বাড়ি ফিরতাম ।
আছেন তিন নাম্বারের বৌদি , চার নাম্বারের মামা , হস্টেলের সামনের গঙ্গাদা , সুবলদা , ড্রেনভিউ-এর পিসি , দু'নম্বরের বাইরের শরবৎকাকু,এক নম্বরের তপনদা , ইউনিভার্সিটির গার্ড মনোরঞ্জন দা'রা ।
আছে স্টাফ ক্যান্টিনের দীপু , পোস্ট অফিসের সুকুমার দা, নিউ ব্লকের ক্যান্টিনের তাপস , আমড়া-পেয়ারা বিক্রি করতে আসা ঐ দাদাটা , আয়লার সময়ে সুন্দরবন থেকে পালিয়ে এসে ভিখারি হওয়া ৮বি'র ঐ ছোট্ট মেয়েটি যে আমায় এখনো দেখলে বলে " মৈনাক দা , আগেরদিন চাইনি , আজ পাঁচটাকা দে না! "
আছেন আমার ভাই মা বাবা এবং কাছের চেনা মানুষজন ।
আছেন মুর্তাজা দা ,জহিরুল ,সুকান্ত দা , হাসিবুল দা ,কালু কাকু - যারা আমাদের বাড়ি তোলার কাজ করছেন ।
আছেন আশা দি - যিনি আমার বাড়িতে কাজ করতে আসেন ।
আছে ঐ কুকুরটি যে আগে যখন রাত করে বাড়ি ফিরতাম তখন গলির মুখ থেকে চ্যাঁচাতো খালি , কিন্তু এখন আর চ্যাঁচায় না ।
আছে ঐ গাছতলা যেখানে আজও বসলে উঠতে ইচ্ছে করে না ।
আছে ঐ কোকিলটা যার ডাক আমি প্রায়ই শুনতে পাই পি ডি এস আই টি-তে চা খাওয়ার সময় ।
আছেন ইরম , আছেন সোনি সোরি ,আছেন অগনিত মানুষ যারা প্রতিদিন রাষ্ট্রীয় অত্যাচারের বিরুদ্ধে বেঁচে থাকার অধিকারের জন্য ডেঁটে লড়ে যাচ্ছেন ।
আছে সেই ছেলে বা মেয়েগুলো যার সাথে জাতীয়তাবাদ , হিন্দুত্ব ফ্যাসিবাদ , ইসলামি মৌলবাদ , সমপ্রেম , জাতপ্রথা ইত্যাদি নিয়ে আমার তর্ক চলে,ঝগড়া চলে ।
আছেন সেই আর্মি পার্সোনেলরা যারা জল, রেশন না পাওয়ার যন্ত্রণা সইতে না পেরে ক্যাম্পে দিনের পর দিন সুইসাইড নোট লিখে চলেন।
আছেন কাশ্মীর , মণিপুর , দন্ডকারণ্যের এক বিশাল অংশের মহিলারা যারা ইণ্ডিয়ান আর্মি দ্বারা দিনের পর দিন ধর্ষিতা হতে থাকেন ।
আছেন বিদর্ভের কৃষকেরা যারা সরকারি কু-নীতির দরুণ দিনের পর দিন আত্মহত্যা করেন ।
আছেন সেই কৃষকেরা যারা প্রতিদিন নতুন নতুন বীজ নিজেরা তৈরী করে খাদ্যভাণ্ডারের বৈচিত্র্য রক্ষা করছেন ।
আছেন সেই মানুষজন যারা হিন্দুত্ব আগ্রাসনবাদী বা ইসলামি সন্ত্রাসবাদী আক্রমণের স্বীকার হচ্ছেন ।
আছেন সেই ট্রান্সজেন্ডার , হোমোসেক্সুয়াল ক্যুইয়ার মানুষজন যারা রোজ সর্বত্র অত্যাচারের হন ।
আছেন মৌসুমি ,টুম্পা'রা যারা লড়তেই থাকেন জয় না আসা পর্যন্ত ।
আছেন অসংখ্য মহিলা যারা রোজ "বেশ্যা" , "মামণি" ," হায় সেক্সি " ইত্যাদি হরেকরকমভাবে টিজড হন ।
আছেন সেই দলিত মানুষটি যিনি গ্লাসে জল খেলে সেই গ্লাস আর উচ্চবর্ণের ঘরে ব্যবহৃত হয় না ।
আছেন চুনী কোটাল, রোহিত ভেমুলা , মনোরঞ্জন ব্যাপারী জাতপাত প্রথার শেষ দেখে ছাড়তে চান ।
আছেন বোলপুরের বাউল সুধীর ক্ষ্যাপা , সুন্দরবনের সেই মাঝিভাই , অর্ক মুখার্জি,কৃষ্ণকলি ইসলাম ,কবীর সুমন , মৌসুমি ভৌমিক -যাদের গান প্রাণ ছুঁয়ে যায় ।
আছেন মাসুদুর রহমান বৈদ্য , কুসুমিতা দাস ।
আছেন জুটমিলের,গাড়ি কারখানার হার-না-মানা আন্দোলনরত মজদুররা , আছেন চা-বাগানে মৃত্যুমিছিলে সামিল হওয়া শ্রমিকেরা ।
আছেন সুনীল ছেত্রী , বিকাশ জাইরু , শঙ্কর ওঁরাও , অর্ণব মণ্ডল , প্রণয় হালদার , জেজে , ধনচন্দ্রনরা ।
আছেন জাহির , সচিন , বিশ্বনাথন আনন্দ , ঝুলন , পিঙ্কি , মিতালি রাজ , মৌমা দাস , মেরি কম , পারুপল্লি কাশ্যপ , সাইনা ,সিন্ধু , সানিয়া'রা ।
আছেন রিজ-প্রিয়াঙ্কা , স্বপ্না-সুচেতা'রা ।
এই দেশের ভাবনায় আমি-আমরা-প্রত্যেকে বাঁচি প্রত্যেকদিন, প্রত্যেক মুহূর্ত । এই দেশই আমায় বকে ,কাছে টেনে নেয় , কাঁদায় , হাসায় ,খোরাক দেয় । এই দেশকে আমি কিছুতেই ভুলতে পারি না । ভোলা সম্ভব নয় । বড্ড ভালোবাসি আমার এই দেশ নামক পরিসরটাকে । এই দেশ আমায় শক্তি জোগায় এই দেশেরই সমস্যাগুলি নিয়ে ভাবতে , তা নির্মূল করার পথ খুঁজতে ।
এবং
আমার চলাচলের এই দেশের পরিসরে কোনো রাষ্ট্র নেই ।
কোনো নরেন্দ্র মোদি নেই ।
কোনো বুদ্ধদেব , কোনো মমতা , কোনো জয়ললিতা , কোনো কেজরিওয়াল ,কোনো মনমোহন সিং নেই ।
বিভাজন সৃষ্টিকারী আর এস এস , বিশ্ব হিন্দু পরিষদ , হিন্দু সংহতি , বজরং দল , ইন্ডিয়ান মুজাহিদিন নেই ।
কোনো রামদেব , আশারাম বাপু , সুব্রমণিয়ম স্বামী ,জাকির নায়েক নেই ।
কোনো পুলিশ নেই ।
কোনো অর্ণব গোস্বামী , সুমন দে নেই ।
কোর্টের কোনো রক্তচক্ষু নেই ।
রতন টাটা , মুকেশ আম্বানি ,রাহুল বাজাজ ,সঞ্জীব গোয়েঙ্কা , গৌতম আদানি- কেউ নেই ।
নেই অভিজিৎ চক্রবর্তী , সুরঞ্জন দাস , সুগত মারজিত , অনুরাধা লোহিয়া , গজেন্দ্র চৌহান ।
নেই কোনো সরকারি বা অ-সরকারি মিলিটারি সিস্টেম ।
এরা সবাই মিলে যদি কোনো দেশের পরিসরকে প্রতিনিধিত্ব করেন তাহলে অবশ্যই আমি সেই দেশের বিরুদ্ধে বিদ্রোহী , মানে পাতি কথায় দেশদ্রোহী ।
যারা "ভারত কি বরবাদি" চায় তাদের জানিয়ে রাখি সেই ভারত যদি আমার চলাচলের প্রথম পরিসরটি হয় তবে বরবাদি করতে এলে রুখে দাঁড়াবো ।
আর তারা যদি দ্বিতীয় পরিসরটিকে ভারত বলেন তাহলে আমিও তাদের সাথে বরবাদিতে হাত মেলাবো ।
আর কেউ যদি দুটোকে মিলিয়ে একটা ভারত বলেন তবে তাকে বলব "আমলা, হামলা, মামলার ভারতরাষ্ট্র আর ভারতের সাধারণ জনগণকে এক করে ফেললে গুরু ?"
পুনশ্চঃ -আমার মনে হয় সবচেয়ে বড় দেশদ্রোহী হল ভারতরাষ্ট্র ।

No comments:

Post a Comment