Monday, February 15, 2016

Saikat -er wall theke ........... "এই যে, ট্যাক্স'টা শুধু আপনারাই দেন না, আমরাও দিই। সুতরাং এটা শুধুমাত্র আপনাদেরই কেউ নির্ধারণ করার অধিকার দেয়নি যে এই টাকায় চলা য়ুনিভার্সিটিতে কাশ্মীরের স্বাধীনতার, ভারতের থেকে কাশ্মীরের মুক্তির ওপর চর্চা চলবে কি চলতে পারে না। ওই সাবসিডিতে আমার ট্যাক্সের, আমাদের ট্যাক্সের যে অংশ রয়েছে তাতে আমারাও চাই চর্চা হোক, দাবী উঠুক, স্লোগান উঠুক। দেশপ্রেমী হিসেবে আমরাও চাই আমার দেশ যাতে কোনো অঞ্চলকে, কোনো জনমতকে শুধুমাত্র পেশীজোরে দাবিয়ে না রাখে আতঙ্কবাদী তত্বকে সবসময় প্রজেক্ট করে। একাত্তরে বাংলাদেশ'কে সাহায্য করা মহৎ, কেননা তা পাকিস্তানের অংশ ছিল। নিজের কোনো অংশে যখন একই স্বাধীনতার দাবী উঠতে থাকে তখন মুখ ঘুরিয়ে নিতে হয়, কথা বলা মুখগুলোকে বন্ধ করে দিতে হয়, শুধুমাত্র সেনার জোরে রাজ্য চালাতে হয়। তোমাদের মতো প্রতিবেশী দেশের নামে গালি দেওয়া, আর ভারতমাতা কি জয় করে চেল্লানোই দেশপ্রেমের মাপকাঠি নয় আমাদের কাছে। দেশপ্রেমী বা দেশদ্রোহী হওয়ার জন্য বিজেপি-আরএসএস-টাইমস নাও-জি নিউজের সার্টিফিকেটেরও দরকার নেই। সেই ছেলেমেয়েদের দেশদ্রোহী দেগে দেওয়ার থেকেও এটা চর্চা হওয়া এখন বেশী জরুরী কেন ভারতের একমাত্র মুসলিমপ্রধান রাজ্য এখনো বাকী দেশের সাথে একাত্মতা অনুভব করতে পারে না, ভারত, ভারতের সেনা কি অত্যাচার চালিয়ে যাচ্ছে দিনের পর দিন সেখানে, কেন এতটুকুটুকু বাচ্চাগুলো সেনার গাড়িতে পাথর ছোঁড়ে, কি বিদ্বেষ লুকিয়ে আছে তাদের মনে, তা মেটাতে আমার দেশ কি করছে। আর তা মেটাতে যদি আমার দেশ ব্যর্থ হয়, হ্যাঁ, আজাদী। ভারত যদি কাশ্মীরকে বরবাদ করে তো হ্যাঁ, কাশ্মীরে ভারতের বরবাদী।ভারতে আছি, ভারতকে ভালবাসি বলে এমনও নয়, ভারত নামক রাষ্ট্র কারও ওপর দিনের পর দিন শোষণ চালিয়ে যাবে আর ভারতীয় হিসেবে তাতে পূর্ন সমর্থন থাকবে। ক্ষুদিরাম গুলি চালালে শহীদ, ভগত যেমন শহীদ আমাদের কাছে, এই সত্যটাও মেনে নিতে বেশি কষ্ট হওয়ার কিছু নেই একইভাবে আফজল শহীদ কাশ্মীরের কাছে। মোদ্দা কথা আমার দেওয়া ট্যাক্স - তুমি ঠিক করে দিতে পার না সেই টাকায় কি করা উচিৎ কি উচিৎ নয়, তুমি ঠিক করে দিতে পার না এই বিশ্ববিদ্যালয় চলা উচিৎ কি উচিৎ না। তুমি ঠিক করে দিতে পার না ছাত্রছাত্রীদের কি ভাবা উচিৎ, কি কি আলোচনা করা উচিৎ আর কি নয়, কি স্লোগান দেওয়া উচিৎ আর কি নয়। সেই টাকায় আমারও ভাগ আছে আর আমি স্পষ্টভাবে চাই সেই বিশ্ববিদ্যালয়ে সমস্ত রকম চিন্তার চর্চা হোক, সমস্ত রকম সম্ভাব্য দাবী উঠুক এবং তা যদি কাশ্মীরের সাধারণ লোকমতের পক্ষে হয়, তা সাকার হোক।"

Saikat -er wall theke ...........
"এই যে, ট্যাক্স'টা শুধু আপনারাই দেন না, আমরাও দিই। সুতরাং এটা শুধুমাত্র আপনাদেরই কেউ নির্ধারণ করার অধিকার দেয়নি যে এই টাকায় চলা য়ুনিভার্সিটিতে কাশ্মীরের স্বাধীনতার, ভারতের থেকে কাশ্মীরের মুক্তির ওপর চর্চা চলবে কি চলতে পারে না। ওই সাবসিডিতে আমার ট্যাক্সের, আমাদের ট্যাক্সের যে অংশ রয়েছে তাতে আমারাও চাই চর্চা হোক, দাবী উঠুক, স্লোগান উঠুক। দেশপ্রেমী হিসেবে আমরাও চাই আমার দেশ যাতে কোনো অঞ্চলকে, কোনো জনমতকে শুধুমাত্র পেশীজোরে দাবিয়ে না রাখে আতঙ্কব
াদী তত্বকে সবসময় প্রজেক্ট করে। একাত্তরে বাংলাদেশ'কে সাহায্য করা মহৎ, কেননা তা পাকিস্তানের অংশ ছিল। নিজের কোনো অংশে যখন একই স্বাধীনতার দাবী উঠতে থাকে তখন মুখ ঘুরিয়ে নিতে হয়, কথা বলা মুখগুলোকে বন্ধ করে দিতে হয়, শুধুমাত্র সেনার জোরে রাজ্য চালাতে হয়। তোমাদের মতো প্রতিবেশী দেশের নামে গালি দেওয়া, আর ভারতমাতা কি জয় করে চেল্লানোই দেশপ্রেমের মাপকাঠি নয় আমাদের কাছে। দেশপ্রেমী বা দেশদ্রোহী হওয়ার জন্য বিজেপি-আরএসএস-টাইমস নাও-জি নিউজের সার্টিফিকেটেরও দরকার নেই। সেই ছেলেমেয়েদের দেশদ্রোহী দেগে দেওয়ার থেকেও এটা চর্চা হওয়া এখন বেশী জরুরী কেন ভারতের একমাত্র মুসলিমপ্রধান রাজ্য এখনো বাকী দেশের সাথে একাত্মতা অনুভব করতে পারে না, ভারত, ভারতের সেনা কি অত্যাচার চালিয়ে যাচ্ছে দিনের পর দিন সেখানে, কেন এতটুকুটুকু বাচ্চাগুলো সেনার গাড়িতে পাথর ছোঁড়ে, কি বিদ্বেষ লুকিয়ে আছে তাদের মনে, তা মেটাতে আমার দেশ কি করছে। আর তা মেটাতে যদি আমার দেশ ব্যর্থ হয়, হ্যাঁ, আজাদী। ভারত যদি কাশ্মীরকে বরবাদ করে তো হ্যাঁ, কাশ্মীরে ভারতের বরবাদী।ভারতে আছি, ভারতকে ভালবাসি বলে এমনও নয়, ভারত নামক রাষ্ট্র কারও ওপর দিনের পর দিন শোষণ চালিয়ে যাবে আর ভারতীয় হিসেবে তাতে পূর্ন সমর্থন থাকবে। ক্ষুদিরাম গুলি চালালে শহীদ, ভগত যেমন শহীদ আমাদের কাছে, এই সত্যটাও মেনে নিতে বেশি কষ্ট হওয়ার কিছু নেই একইভাবে আফজল শহীদ কাশ্মীরের কাছে। মোদ্দা কথা আমার দেওয়া ট্যাক্স - তুমি ঠিক করে দিতে পার না সেই টাকায় কি করা উচিৎ কি উচিৎ নয়, তুমি ঠিক করে দিতে পার না এই বিশ্ববিদ্যালয় চলা উচিৎ কি উচিৎ না। তুমি ঠিক করে দিতে পার না ছাত্রছাত্রীদের কি ভাবা উচিৎ, কি কি আলোচনা করা উচিৎ আর কি নয়, কি স্লোগান দেওয়া উচিৎ আর কি নয়। সেই টাকায় আমারও ভাগ আছে আর আমি স্পষ্টভাবে চাই সেই বিশ্ববিদ্যালয়ে সমস্ত রকম চিন্তার চর্চা হোক, সমস্ত রকম সম্ভাব্য দাবী উঠুক এবং তা যদি কাশ্মীরের সাধারণ লোকমতের পক্ষে হয়, তা সাকার হোক।" 
Priyasmita Hokkolorob Parag Banerjee Arnab Pal Bana Lata Soumya Shubhra Nag Munmun Biswas
Priyasmita Hokkolorob and 17 others like this.
Comments
Santosh Pramanik chhoto kore kashimi pandit der kotha toh bad pore galo ........grin emoticon
LikeReply221 hrs
Saikat Hazari হ্যাঁ, বাদ পড়েনি, ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে। কেননা কাশ্মীরি পন্ডিত, পাক অনুপ্রবেশকারী জঙ্গি, আতঙ্কবাদী হামলা এইসব এমনসব সত্যি যা সবসময় মূল জায়গা থেকে সরে এসে সারফেসে এনে ঘোরাফেরা করাতে সাহায্য করে। এমন নয় তাদের প্রতি যে অন্যায় হয়েছে সেটাকে সমর্থন করব, আর এমনও নয় যে ওই ঘটনাগুলো ঘটেছে বলে তার দোহাই দিয়ে চিরদিন কাশ্মীরের সমস্যাগুলোকে এড়িয়ে যাব আমরা সবাই।
LikeReply120 hrs
Suman Mandal Santosh da eta pore felo ..... Struggle for Freedom in Kashmir: A Historical Document by prabir ghosh
LikeReply20 hrsEdited
Palash Biswas
Write a reply...
Subhasish Mondal To ai kajgulo Pakistan a gia corona.okhane tax dao.khabe ekhane bodnam korbe ekhankar ta to chole na.Hindu pandit der belai ki ai kotha gulo tumi ba tomar baba keu slogan tule bolechile.ar dhil chora jodi mapkhathi hoi to orokom dhil chorachuri koto kh...See More
LikeReply121 hrs
Kamalesh Majumder Jaise jiski soch. Indian kache bhagat singh, khudiram saheed. British der kache terrorist. Temni indian der kache afzal guru emon terrorist je india democracy temple ke attack kreche (hyto sekhane max lok e baje). R traitor, pakistani, communist kache ...See More
LikeReply220 hrsEdited
Santosh Pramanik J&K bidhan shabhai akta huge percentage vote dei.seta hoito r o barto ..tahole tader ichhe ta ki ?? ....onno deser funding a pustho kichu loker ichhe tai baro hoa galo
LikeReply20 hrs
Palash Biswas
Write a reply...

No comments:

Post a Comment