আচ্ছা, কোনো বামপন্থী কি কখনো কারো পুজোর প্রচার দিতে পারে? অন্তত সাংগঠনিক স্তরে। ব্যক্তিগত স্তরে বা অন্য কারো ধর্মচর্চাতে হস্তক্ষেপ করে না ঠিকই, কিন্তু সংগঠন হিসেবে পুজো প্রচার দিতে যাবে কেন? ব্যক্তিগত ভাবে আমি নিজেও জানতাম না এই দেশে কোথাও কোথাও মহিষাসুরের পুজো হয় কোথাও কোথাও। সম্ভবত এই ব্লগের লেখকও জানে না যে যে এন ইয়-র বাইরে বহু আগে থেকেই মহিষাসুরের পুজো হয়ে আসছে। এই দেশে রাবণের পুজোও হয় মন্দিরও আছে। কিন্তু এখন যখন মহিষাসুর পুজো বিশ্ববিদ্যালয়েও হচ্ছে , এর কারণ যে মণ্ডল পরবর্তী ভারতে দলিত পশ্চাদপদদের উত্থান, যেভাবে পার্থ বন্দ্যোপাধ্যায় সেদিন ব্যাখ্যা করেছিলেন---এতো সব ভাববার বুদ্ধি কই 'দেশপ্রেমী'দের ---এদের সব কিছুই হাফিজ সইদ আর চীনের সঙ্গে 'কানেক্ট' করা চাই। এই ব্লগার তাই করেছেন। তাঁর গোদুগ্ধ সমৃদ্ধ মাথাতে এসেছে যে দলিতদের এখন বামেরাই উসস্কে দিচ্ছেন এই সব 'দেশদ্রোহী'দের মগজ ধোলাই করতে। অথচ, রোহিত ভেমুলা যে প্রবল বাম বিরোধীই ছিলেন এতো এখনো তরতাজা সামাজিক মাধ্যমে ঘুরছে। কিন্তু সেসব দিকে তাকালে 'দেশদ্রোহে' জাতিয়ালতিগুলো ঠিক দাঁড়ায় না। এই ব্লগারের ব্লগের পশ্চাদপদ ছবিটি সামান্য দেখবেন, নিজের মগজ কাকে দিয়ে ধোলাই করিয়েছেন স্পষ্ট দেখা যাবে... ভাবছি 'হিন্দু' ধর্ম তো আর ইসলাম নয়, খুবই উদার ... তারাই প্রচার করেন। তাহলে হঠাৎ করে 'মহিষাসুর' পুজো কোন আইনে 'দেশদ্রোহ' বলে বিবেচিত হতে যাচ্ছে? কাল দেখলাম সংসদেও প্রশ্নটি উঠল, এই নিয়ে আজ হাঙ্গামা হবে... মহিষাসুর পুজোতে গোসাটা কি এরই জন্যে, যে এর প্রচার পেলে 'ভারতমাতা'র ছবিগুলোও প্রশ্নবিদ্ধ হতে থাকবে..এখানে পড়ুন, 'দেশপ্রেমী' জালিয়াতির ব্লগ... .JNU left brigade has started a new game of celebrating Mahishasur Day and depicting Goddess Durga as a whore who killed the great dalit king Mahishasur. There need not be any authenticity in such story but it serves a purpsose. Forward press which is church funded publication house, publishes such articles and a whole narrative is being built so that dalits feel outcasthttp://adarshliberal.blogspot.in/2016/01/dalit-foot-soldier.html |
No comments:
Post a Comment