নেহরু এবং সুভাষের মধ্যে বুঝি কাজিয়া প্রচুর। কিন্তু একটি বিষয়ে মিল আছে এই দুউজনের পরিবারেরর উত্তরসুরীদের নিয়ে দেশের রাজনীতিতে। পরিবারের লোকজনকে নিয়ে টানাটানি পড়ে যায় দেশের দলগুলোর মধ্যে। বিশেষ করে বসু পরিবার নিয়ে। সম্প্রতি একজন 'দেশপ্রেমী' দলে যোগ দিয়েছেন। আরেকজন বয়ান দিলেন সংসদে 'দেশদ্রোহী'দের সমর্থনে... তাঁকে দিয়ে তৃণমূল জানালো তারা আছে কোন দিকে...অবশেষে জেএনইউ-কাণ্ড নিয়ে সরব হল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল! লোকসভায় বিষয়টি নিয়ে বিতর্কে অংশ নিয়ে তৃণমূল সাংসদ সুগত বসু দেশের ঐতিহাসিক প্রেক্ষিত বর্ণনা করে চাঁছাছোলা ভাষায় অভিযোগ তুললেন মোদী সরকারের বিরুদ্ধে। তাঁর বক্তব্য, ‘‘স্বনিযুক্ত দেশপ্রেমীদের খবরদারির নিন্দা করছি। এর ফলে আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে। আমি মনে করি ছাত্র, শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের কর্মী, সকলের অধিকার রয়েছে নিজের মতামত নির্ভয়ে ব্যক্ত করার। যদি সেই মতামত সরকারের রাজনৈতিক অবস্থানের বিরুদ্ধে যায়, তবুও। দেশদ্রোহীর ভূত খোঁজা এবং লজ্জাজনক ভাবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বলির পাঁঠা বানানো বন্ধ করুক সরকার!’’ এখানেই না থেমে ইতিহাসের অধ্যাপক সুগতবাবু আরও বলেছেন, ‘‘সন্দেহজনক, জোর করে বানানো কিছু তথ্যপ্রমাণের ভিত্তিতে ছাত্রসমাজের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া চলে না।’’http://www.anandabazar.com/national/tmc-breaks-their-mum-through-sugata-bose-s-speech-1.317729?utm_content=selectednews&utm_medium=email&utm_campaign=abp_newsletter&utm_source=dailynewsletter# |
No comments:
Post a Comment