Sunday, February 14, 2016

CPI-M, Cong to rally today against Centre’s handling of JNU row!#india first এর নিয়তি সব বিশ্ববিদ্যালয়ে ভবিতব্য ভবিষত্ ! সহিংস ঘৃণা,অখন্ড বর্ণ বৈষম্য,অস্পৃশ্যতা,সন্তাস ও মুক্তবাজারি পিপিপি উন্নয়ণে গণসংহার যাহাদের সংস্কৃতি ন্তি সৌহার্দ্র ও প্রেম তাহারা বাংলায় বাঁচতে দিব কি দিব না,কহনা হ্যায় মুশ্কিল,যতই না তুমি কাট ভাঙতাছো। বলদে পাটি গণিত বুঝে বেশ,অন্ক গণিত ছাই বুঝতাছে না,কাহার সহিত কাহার জোটে এই মেরুকরণ তাহাও মর্মে যায় নাই - যথার্থই দিল্লীতে সিপিএমের অফিসও যদি গোল্লায় যায়, বাংলার কমরেডদের কিচ্ছু যায আসে না। জেএনউ নিয়া মাথাব্যথার কারণ দ্যাখি না।বাংলা দখল হইলেই হইল।পোড়া দ্যাশ কোন্ কাজে লাগে? অখন্ড বিদ্যাধরী মনুস্মৃতি ইতিমধ্যে দুর্গা ভক্তদের অসুর নিধনের আহ্বান রোহিত আন্দোলনকে তামাশা ঠাওরাইয়া এই বাংলার মাটিতেই করছেন। এহন তিনি সরস্বতী বন্দনা কইরা কাহাদের মুন্ডুপাতের আয়োজন করতাছেন,যাহাদের মুন্ডু যাইব যাইব,সারা দ্যাশে যাইতাছে,তাহাদের বোঝনোর দায়ও কমরেডদের নাই। রোহিত ভেমুলার হত্যাকারী ফ্যাসিস্ট মনুস্মৃতি মুক্তবাজারী ধর্মোন্মাদের বিরুদ্ধে দেশব্যাপী যে লাল নীল জনগণের জোট হইতাছিল,বামপন্থীদের সেই জোট থেকে বিচ্ছিন্ন করতেই জেএনউ ও বামপন্থীদের বিরুদ্ধ এই ফতোয়া,লালু বুঝতাছেন,বাংলার কমরেড ত নয়ই,ছাত্র যুব সমাজও বোঝতাছে না।আম্বেডকর ব্যবসাওয়ারিরা না। পলাশ বিশ্বাস

CPI-M, Cong to rally today against Centre’s handling of JNU row

Leaders of the CPI-M and the Congress will on Monday walk shoulder-to-shoulder in a rally in Kolkata to protest against the Centre’s bid to “propagate the ideology” of the BJP and the RSS with regard to the happenings at the Jawaharlal Nehru University.
“We will protest against the way the administration has become active to propagate the ideologies of the Rashtriya Swayamsevak Sangh and the Bharatiya Janata Party. The civil society, various political parties, student bodies and youth will walk in a huge rally,” Jadavpur University professor and West Bengal Pradesh Congress Committee general secretary Om Prakash Mishra said here on Sunday.
© Provided by Hindustan Times
The rallyists will assemble at College Square, and walk three km up to Dorina Crossing.
Among the leaders who would participate in the rally are Congress leaders Abdul Mannan and Arunava Ghosh, Communist Party of India-Marxist’s Sujon Chakraborty and Ritrabrata Banerjee, and former Kolkata mayor Bikash Bhattacharya.
“The main issue of the rally is freedom of speech and expression which has come under attack at JNU,” said Mishra, a JNU alumnus.
JNU has been on the boil over the arrest of its students’ union president Kanhaiya Kumar on sedition charges after some students organised a meet to mourn the hanging of parliament attack convict Afzal Guru and Jammu Kashmir Liberation Front co-founder Maqbool Bhat. Anti-India slogans were allegedly raised at the gathering.
Delhi Police registered a sedition case on Thursday and arrested Kanhaiya Kumar. He was sent to three days police custody on Friday although he denied raising the slogans
#shutdownjnu বা #india first এর নিয়তি সব বিশ্ববিদ্যালয়ে ভবিতব্য ভবিষত্ !
সহিংস ঘৃণা,অখন্ড বর্ণ বৈষম্য,অস্পৃশ্যতা,সন্তাস ও মুক্তবাজারি পিপিপি উন্নয়ণে গণসংহার যাহাদের সংস্কৃতি ন্তি সৌহার্দ্র ও প্রেম তাহারা বাংলায় বাঁচতে দিব কি দিব না,কহনা হ্যায় মুশ্কিল,যতই না তুমি কাট ভাঙতাছো।

বলদে পাটি গণিত বুঝে বেশ,অন্ক গণিত ছাই বুঝতাছে না,কাহার সহিত কাহার জোটে এই মেরুকরণ তাহাও মর্মে যায় নাই - যথার্থই দিল্লীতে সিপিএমের অফিসও যদি গোল্লায় যায়, বাংলার কমরেডদের কিচ্ছু যায আসে না।

জেএনউ নিয়া মাথাব্যথার কারণ দ্যাখি না।বাংলা দখল হইলেই হইল।পোড়া দ্যাশ কোন্ কাজে লাগে?


অখন্ড বিদ্যাধরী মনুস্মৃতি ইতিমধ্যে দুর্গা ভক্তদের অসুর নিধনের আহ্বান রোহিত আন্দোলনকে তামাশা ঠাওরাইয়া এই বাংলার মাটিতেই করছেন।

এহন তিনি সরস্বতী বন্দনা কইরা কাহাদের মুন্ডুপাতের আয়োজন করতাছেন,যাহাদের মুন্ডু যাইব যাইব,সারা দ্যাশে যাইতাছে,তাহাদের বোঝনোর দায়ও কমরেডদের নাই।

রোহিত ভেমুলার হত্যাকারী ফ্যাসিস্ট মনুস্মৃতি মুক্তবাজারী ধর্মোন্মাদের বিরুদ্ধে দেশব্যাপী যে লাল নীল জনগণের জোট হইতাছিল,বামপন্থীদের সেই জোট থেকে বিচ্ছিন্ন করতেই জেএনউ ও বামপন্থীদের বিরুদ্ধ এই ফতোয়া,লালু বুঝতাছেন,বাংলার কমরেড ত নয়ই,ছাত্র যুব সমাজও বোঝতাছে না।আম্বেডকর ব্যবসাওয়ারিরা না।

পলাশ বিশ্বাস
http://letmespeakhuman.blogspot.in/2016/02/shutdownjnu-india-first.html

No comments:

Post a Comment