ভাবি, যখন জীবিত ক্রিয়াশীল রয়েছেন বাংলাভাষা ও সাহিত্যের, চলচ্চিত্র ও নাটকের, চিত্রশিল্প ও সঙ্গীতের রথীমহারথী রা, তখন, ষাট বা সত্তর দশকে, পারস্পরিক প্রতিস্পর্ধা কী পারস্পরিক শ্রদ্ধা - অনুরাগ - গুণগ্রাহিতার বাধা হত? নিজের কথা কি নিজমুখে বলতে হত? সুভাষ মুখোপাধ্যায় কি গাথাসপ্তশতী অনুবাদ করে, কিনুন কিনুন বলে পোস্ট দিতেন? না মৃণাল সেন বলতেন এস এম এস করে, আমার খারিজ ছবিটায় আসছ তো? তাও ত সবাই এ খবরগুলো জেনেই যেত! গুণগ্রাহীরা ছিল বলে। গুণগ্রাহী গুণীদের বড্ড দরকার। সব্বাই একা হয়ে যাচ্ছে বড্ড। নিজের সময়ের গুণীদের চিনে নেওয়াটাই, বুঝি, সবচেয়ে কঠিন কাজ।
Let me speak human!All about humanity,Green and rights to sustain the Nature.It is live.
Saturday, February 6, 2016
Yashodhara Ray Chaudhuri 2 hrs · ভাবি, যখন জীবিত ক্রিয়াশীল রয়েছেন বাংলাভাষা ও সাহিত্যের, চলচ্চিত্র ও নাটকের, চিত্রশিল্প ও সঙ্গীতের রথীমহারথী রা, তখন, ষাট বা সত্তর দশকে, পারস্পরিক প্রতিস্পর্ধা কী পারস্পরিক শ্রদ্ধা - অনুরাগ - গুণগ্রাহিতার বাধা হত? নিজের কথা কি নিজমুখে বলতে হত? সুভাষ মুখোপাধ্যায় কি গাথাসপ্তশতী অনুবাদ করে, কিনুন কিনুন বলে পোস্ট দিতেন? না মৃণাল সেন বলতেন এস এম এস করে, আমার খারিজ ছবিটায় আসছ তো? তাও ত সবাই এ খবরগুলো জেনেই যেত! গুণগ্রাহীরা ছিল বলে। গুণগ্রাহী গুণীদের বড্ড দরকার। সব্বাই একা হয়ে যাচ্ছে বড্ড। নিজের সময়ের গুণীদের চিনে নেওয়াটাই, বুঝি, সবচেয়ে কঠিন কাজ।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment