ধরুন একটা গুন্ডা আপনার বাড়ি এসে রোজ শাসিয়ে যায়। তার কথা না শুনলে পাড়ায় থাকা যাবে না। গুন্ডা আছে মানেই তার বিরোধী গুন্ডাও আছে। সেও আরেক গুন্ডার সাথে হাত মিলিয়ে বলল আমাকে আনুন। সব গুন্ডাদের দেখে নেব। আপনি পড়লেন মহা মুশকিলে। আপনি পুরোনো গুন্ডাদের চেনেন। জানেন ওরা কেমন বিপদজনক। আবার নতুন গুন্ডাকেও হাড়ে হাড়ে চেনেন। জানেন এরা পুরোনো গুন্ডাদের মতই। তাহলে কী করবেন আপনি? এক যদি গোটা পাড়া এক হয়ে সবকটা গুন্ডাকে সরিয়ে দেওয়া যায়, তবেই কিছু হয়। কিন্তু সবাই তো আপনার মত দেওয়ালে পিঠ ঠেকে দাঁড়িয়ে নেই। তাহলে কী ভোট দেবেন কোনো এক গুন্ডাকে? মহা মুশকিল! পাড়া টিকিয়ে রাখতে গুন্ডা দরকার। কারণ পাড়াটাকে বদলে দিতে পারছেন না আপনি, আপনারা।
আর ততদিন চোরেদের কাছে, গুন্ডাদের কাছে, ধর্ষকদের কাছে, নির্লজ্জ কুকুরদের কাছে বলতে হচ্ছে আপনি ভারত ভাগ্য বিধাতা!
জয় গণতন্ত্র। জয় ভোট। জয় চুরি। জয় ধর্ষণ। জয় সংবিধান।
যেই জিতুক, গুন্ডাদের জয় নিশ্চিত।
আর ততদিন চোরেদের কাছে, গুন্ডাদের কাছে, ধর্ষকদের কাছে, নির্লজ্জ কুকুরদের কাছে বলতে হচ্ছে আপনি ভারত ভাগ্য বিধাতা!
জয় গণতন্ত্র। জয় ভোট। জয় চুরি। জয় ধর্ষণ। জয় সংবিধান।
যেই জিতুক, গুন্ডাদের জয় নিশ্চিত।
No comments:
Post a Comment