Mahes Saha
কেন দীপা দাশমুন্সিকে সমর্থন করা উচিত?একটু আগে একটি পোস্টে একজন উচ্চশিক্ষিত তৃণমূল সমর্থককে দেখলাম কোনো কারণ ছাড়াই দীপা দাশমুন্সি কার সাথে শোবেন তাই নিয়ে একটা কমেন্ট করেছেন। নতুন কিছু নয়, এটা বোধয় সকলেই দেখেছেন যে তৃণমূল সমর্থক কর্মীরা বার বার দীপা দাশমুন্সিকে অত্যন্ত কুত্সিত ব্যক্তি আক্রমণ করে গেছে গত কয়েক বছর যাবত যেগুলো দীপা দাশমুন্সি যদি পুরুষ হতেন তাহলে কখনো করা হতো না। সাধারণ কর্মী সমর্থক সকলকে দলের নিয়মানুবর্তিতা মানিয়ে চলানো সম্ভব না, যেটা দেখবার সেটা হলো দলগতভাবে এইরকম মন্তব্য করা হচ্ছে কি না অথবা কেউ করলে তার নিন্দা করা হচ্ছে কি না। আশ্চর্য্যের বিষয় হলো যে তৃণমূলের শুধু নিচু তলার কর্মী সমর্থক নয় একেবারে সর্বোচ্চ স্তরের নেতারাও বার বার দীপা দাশমুন্সিকে কুত্সিত ভাষায় আক্রমণ করে গেছে শুধু তিনি মহিলা বলেই। এই বিষয়ে সবচেয়ে পারদর্শী যিনি সেই কল্যাণ ব্যানার্জি প্রথম শুরু করেন। তারপরে আরো অনেকে। প্রমাণস্বরূপ একটি ভিডিও দিচ্ছি যেখানে ব্যারাকপুরের এমএলএ শীলভদ্র, এবং কাকলি ঘোষদস্তিদারকে দেখা যাচ্ছে একই কাজ করতে। এদের কাউকে কি দল থেকে তিরস্কার করা হয়েছে অথবা ক্ষমা চাইতে বলা হয়েছে? হয়নি। তৃণমূলের কাছ থেকে এটাই এক্সপেক্টেড যদিও। যারা ধর্ষণের প্রেক্ষিত খোঁজে, ধর্ষনকে বলে "ক্লায়েন্টের সাথে ঝামেলা", অথবা ঘরে ছেলে ঢুকিয়ে রেপ করার ধমকি দেন তাদের কাছ থেকে মহিলাদের সম্পর্কে এরকম মানসিকতাই আশা করা যায়। কেউ কেউ বলবেন যে সিপিএম-এর নেতারাও মমতাকে সেক্সিস্ট আক্রমণ করেছে। হ্যা সেটা সত্যি, কিন্তু তার জন্যে একজন বড় নেতা পার্টি থেকে বহিষ্কৃত হয়েছেন এবং আনিসুর রহমান ক্ষমা চেয়েছেন প্রকাশ্যে। কিন্তু তৃণমূলের কেউ কিন্তু ক্ষমা চাওয়ার নামও করেনি, তারা মনেই করেনা যে তারা ভুল কিছু বলেছে।
তাই দীপা দাশমুন্সিকে সমর্থন করুন। তিনি কংগ্রেস করেন, কংগ্রেস কোনো প্রার্থীকে জেতানোর জন্যে এর আগে বলিনি। এবার বলছি। তাকে জেতাতে পারলে তৃণমূলের নেতাদের মহিলাদের সম্পর্কে লাগামহীন অপমানসূচক মন্তব্যের যোগ্য জবাব দেওয়া হবে।
No comments:
Post a Comment