Saturday, January 23, 2016

Smritikana Howlader 7 mins · আমি একটু অন্য প্রসঙ্গে বলছি আমাদের বাড়ির পাশেই 'প্রণবকন্যাসঙ্গ' আজ থেকে ওদের উৎসব চলবে কদিন ধরে।সকালে ওদের মিছিল গেছে আমাদের বাড়ির সামনে দিয়ে কিন্তু আমি অবাক প্রসেশনের প্রথমে পুলিশভ্যান বুঝতে পারলেন কেন? যদি রোহিত ভেমুলারের সমব্যথিরা কেউ বাধা দেয় তাই ভগবানকে পুলিশ পাহারায় রাখা ,আরও অবাক ব্যাণ্ডপার্টিরা তাদের বাঁশিতে বাজাচ্ছে অনুকুল ঠাকুরের জয় রাধে রাধে অথচ বছর কয়েক আগে এই অনুষ্ঠানে এক ভদ্রলোক আসন শেখাতে এসে বলেফেলেছিলেন বুঝতে পারছোনা ঐযে লোকনাথ দেখেছোনা ওনার মত করে বসো অমনি সঙ্গের মামনিরা রে রে করে অনুষ্ঠান থামিয়ে দিয়ে প্রণবকন্যাসঙ্গকি শ্লোগান তুলে ফের অনুষ্ঠান শুরু করে এর কারন এক গুরুদেবের আসরে আর একজনের নাম নেওয়া যাবেনা অথচ আজ উল্টোগান। বাবাসাহেব বলেছিলেন যখন দলিতদের এক হতে দেখবে ব্রাহ্মণ্যবাদি সমাজ তখন ওরাও এক হবে আবার নতুন অঙ্ক করবে ।ঠিক সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে কি ধর্মস্থান কি পার্টি পলিটিক্সে।দেখুন বাবাসাহেবের দুরদৃষ্টি... JOY BHIM JOY BHARAT


আমি একটু অন্য প্রসঙ্গে বলছি আমাদের বাড়ির পাশেই 'প্রণবকন্যাসঙ্গ' আজ থেকে ওদের উৎসব চলবে কদিন ধরে।সকালে ওদের মিছিল গেছে আমাদের বাড়ির সামনে দিয়ে কিন্তু আমি অবাক প্রসেশনের প্রথমে পুলিশভ্যান বুঝতে পারলেন কেন? যদি রোহিত ভেমুলারের সমব্যথিরা কেউ বাধা দেয় তাই ভগবানকে পুলিশ পাহারায় রাখা ,আরও অবাক ব্যাণ্ডপার্টিরা তাদের বাঁশিতে বাজাচ্ছে অনুকুল ঠাকুরের জয় রাধে রাধে অথচ বছর কয়েক আগে এই অনুষ্ঠানে এক ভদ্রলোক আসন শেখাতে এসে বলেফেলেছিলেন বুঝতে পারছোনা ঐযে লোকনাথ দেখেছোনা ওনার মত করে বসো অমনি সঙ্গের মামনিরা রে রে করে অনুষ্ঠান থামিয়ে দিয়ে প্রণবকন্যাসঙ্গকি শ্লোগান তুলে ফের অনুষ্ঠান শুরু করে এর কারন এক গুরুদেবের আসরে আর একজনের নাম নেওয়া যাবেনা অথচ আজ উল্টোগান।
বাবাসাহেব বলেছিলেন যখন দলিতদের এক হতে দেখবে ব্রাহ্মণ্যবাদি সমাজ তখন ওরাও এক হবে আবার নতুন অঙ্ক করবে ।ঠিক সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে কি ধর্মস্থান কি পার্টি পলিটিক্সে।দেখুন বাবাসাহেবের দুরদৃষ্টি...
JOY BHIM JOY BHARAT

No comments:

Post a Comment