দৈনিক যুগশঙ্খ ১০ এপ্রিল ২০১৬ প্রকাশিত
পাঁচ কবিতা/যশোধরা রায়চৌধুরী
সন্ত্রাস সিরিজ
১ গোলাপি সন্ত্রাস
বসন্তের দিন বসন্তের ঘোর দুপুরও রোদ্দুরে উর্ধশ্বাস
দোলের উৎসব হোলির উৎসব গাছের গায়ে লাগা আবির চাঁদ
আবির উড়ে চলে। আবির ঝরে গেলে পড়ে তো থাকে ঐ উড়নিরাই -
মাঠে ও পথপাশে গোলাপি সন্ত্রাসে ছড়ানো থাকে কিছু ইতিহাসের
রঙিন কথালাপ। ঘাঘরা, শাড়ি, সায়া গোটানো দোমড়ানো, নীবিবাঁধন
আবির উড়ে চলে, রঙিন পিচকারি তারপরেও থাকে, গোলাপি ধুন।
সে গান কারা গায়, উটের মত গলা, রয়েছে গাছ আর কুয়ো হদিশ
কুয়োতে ভাঙা চাঁদ, উড়নি পিছে ফেলে, গোলাপি, ঝাঁপ দেয়, জীবনে বিষ
এভাবে এসে যায়, এভাবে ‘হোলি হ্যায়’ কাজল লেপা চোখে দেয় আঁচল
বসন্তের দিন বসন্তের ঘোরে কেউ কি ঝরে পড়ে পলাশফুল?
২ শব্দ সন্ত্রাস
কেবল শ্লেষে আছি? আর কি শব্দের মূর্ছনায়
কোথাও থাকবে না ভাষার গুরুভার প্রপঞ্চ?
এখনো পেতে পারি প্রবল ঘুর্নির তাম্রকূট
এখনো হতে পারি অনির্দেশ্য সে কবন্ধ।
এই তো সকালেই উঠেছে চারপাশ, আলোয় চুর
এবেলা বলে ফেল তোমার প্রার্থিত কতটা দূর
কেবলই ভাব ভালবাসায় আছি নাকি, কী হতবাক?
এখন ঘৃণাগুলি , তুমুল ঘৃণাগুলি শরীর পাক।
এখানে সব্বাই, শব্দ ভালবাসে, শব্দ খায়
শব্দ সন্ত্রাসী, এখানে আমরাই , এ আমরাই।
৩ গৃহ সন্ত্রাস
তোমাকে বলেছি আমি বাড়ি থেকে চলে যাব, যদি
ওই ছেলেটাকে তুমি বার করে না দাও এখনি।
গৃহে যে সন্ত্রাস করে , সে যে কোন জন
যে গৃহের মধ্যে আনে বাইরে থেকে আনাজ, শস্যের
ভার, আর মানুষের স্বাদ, আর লোনা লোনা টাকার বান্ডিল
নাকি যে গৃহের মধ্যে আগুন জ্বেলেছে আর সেঁকেছে আত্মার মত রুটি?
জানে না পৃথিবী, শুধু সংসারের সমস্ত খোঁদলে
ঢুকে আছে ঈশ্বরের একাকিত্ব, ঈর্ষ্যার ভ্রুকুটি।
রঙ
ডিপ্রেশন অতীত হলে বাঃ একটা কবিতা আমি লিখে ফেলেছি বাঃ বাঃ আমার কত না
ক্যালি আমার আহা আহা, একটা লেখা আমার কী সুন্দর মোচড় দিলাম শেষটা
ডিপ্রেশন অতীত হলে আমি নিজের ঘাড়ে নিজেই চাপড় মারি আর বলি বাঃ
আমার কষ্টের কী চমৎকার প্রতিফলন আহারে এই লাইনগুলো কেমন হলুদ আর কাঁচা
ডিপ্রেশন অতীত হলে আমি নিজেই নিজের ডিপ্রেশন অতীত করেছি এই লেখায়
কত না রঙ আমার কত কত রঙ আমার আহা আহা
ডিপ্রেশন থাকাকালীন এসব কিছু না
কেবল অন্ধকার
আর লেখা না হওয়া
কালো কালো কালো
আর
লেখা
না
হওয়া
বিস্কুট
এক কাপ চায়ের পাশে
এক বিস্কুট লুটায়ে আছে
বিস্কুট নড়ে লড়-লড়
এই বুঝি পড় পড়
নাহে নাহে পড়িবেনা,
কামড়ে লও, সরিবে না।
ভেঙে দাও নড়িবে না।
চায়ের কাপ ছাড়িবে না।
ভাঙিলেই ভাল হয়
এ নশ্বর জীবন রয়।
No comments:
Post a Comment