Sunday, April 17, 2016

সরকারের অপব্যবহার করা উচিত নয়, রাজ্যে প্রচারে এসে ফের মমতাকে নিশানা মোদীর

সরকারের অপব্যবহার করা উচিত নয়, রাজ্যে প্রচারে এসে ফের মমতাকে নিশানা মোদীর

http://abpananda.abplive.in/
সরকারের অপব্যবহার করা উচিত নয়, রাজ্যে প্রচারে এসে ফের মমতাকে নিশানা মোদীর
কৃষ্ণনগর: কৃষ্ণনগরের সভা থেকে মমতাকে আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। বললেন, ভোটের আগেই হেরে বসে আছে তৃণমূল। মমতা ও তাঁর দল পরাজয় স্বীকার করে নিয়েছে। মোদীর কটাক্ষ, মমতা কোনও

লাইভ আপডেটApril 17, 2016
সরকারের অপব্যবহার করা উচিত নয়, রাজ্যে প্রচারে এসে ফের মমতাকে নিশানা মোদীর
60 minutes ago
ইটাহারে তৃণমূল প্রার্থী অমল আচার্যর নির্বাচনী এজেন্টকে গ্রেফতার করল পুলিশ । ১৪৭ নম্বর বুথের বাইরে দাঁড়িয়ে নকল ইভিএম দেখিয়ে তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ার জন্য তাঁর নির্বাচনী এজেন্ট জামরুদ খান ভোটারদের প্রভাবিত করছিলেন বলে অভিযোগ।
2 hrs ago
ছাপ্পা ভোটের অভিযোগে প্রিসাইডিং অফিসারকে ধমক বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের। প্রচন্দ্রপুর হাইস্কুলে ৩০ নম্বর বুথে ঢুকে লকেট ছাপ্পা ভোটের অভিযোগ করেন। .নিরুত্তর প্রিসাইডিং অফিসার
2 hrs ago
বয়স ১১৬, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলছেন নেতাজির ড্রাইভার নিজামুদ্দিন!
5 hrs ago
বুকে তৃণমূলের ব্যাজ লাগিয়ে ভোটকেন্দ্রে অনুব্রত মণ্ডল। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ বিরোধীদের। দলীয় কর্মীর মোটরবাইকে চড়ে বোলপুরের ভাগবত নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে নিজের ভোটকেন্দ্রে আসেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সকাল সাড়ে ১০টা নাগাদ ভোট দেন তিনি।
6 hrs ago
লাভপুরের দ্বারকা দাসপাড়া প্রাথমিক শিশুশিক্ষা কেন্দ্রের ১০২ নম্বর বুথে ভোট দেওয়ার পরেই মিলছে চপ-মুড়ি, বাতাসা, মিষ্টি। অভিযোগের তির তৃণমূলের দিকে। ভোটারদের দাবি, ভোট দেওয়ার পরে শাসকদলের লোকজনই খাবার বিলি করছে। নিজেরা খাওয়াদাওয়া করছি, দাবি তৃণমূলের। পাশের ১০৭ নম্বর বুথেও একই
7 hrs ago
নির্বাচন কমিশনের ঘোষণা করা আদর্শ ভোটকেন্দ্রেই ছাপ্পা ভোটের অভিযোগ! ঘটনাস্থল ইংরেজবাজার কেন্দ্রের ১৬৩ নম্বর বুথ। অক্রুমণি হাইস্কুলে প্রিসাইডিং অফিসারের সামনেই এক মহিলার হয়ে ভোট দিলেন আরেক পুরুষ ভোটার। তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ জানিয়ে কমিশনে নালিশ জানিয়েছে সিপিএম।
8 hrs ago
মায়ানমার, জাপানের পর এবার ইক্যুয়েডরে ভূমিকম্প। মৃত ২৮। রিখ্টার স্কেলে কম্পনের মাত্রা ৭ দশমিক ৮। আজ সকালে উত্তর-পশ্চিম ইক্যুয়েডরে কম্পন অনুভূত হয়। ক্ষতিগ্রস্ত একাধিক এলাকা। ভেঙে পড়েছে ঘরবাড়ি। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকের চাপা পড়ার আশঙ্কা। ভূমিকম্পের পরেই দেশজুড়ে জরুরি অবস্থা জারি হয়েছে।
8 hrs ago
নানুরে সিমাইক গ্রামে ভোট দিতে না যাওয়ার নিদান তৃণমূলের। ভয়ে বাড়ির বাইরে বেরোননি ভোটাররা। তাঁদের অভিযোগ, গতকাল গ্রামে এসে ভোট না দেওয়ার ফতোয়া জারি করে যায় তৃণমূলকর্মীরা। সকালে কেন্দ্রীয় বাহিনী গ্রামে গিয়ে ভোটারদের অনুরোধ জানালে, আতঙ্কিত গ্রামবাসীদের প্রশ্ন, বাহিনী চলে গেলে কে তাদের নিরাপত্তা দেবে?
9 hrs ago
উত্তর দিনাজপুরের ১৫টি বুথে ইভিএম বিভ্রাট। ভোটগ্রহণ আপাতত বন্ধ বলে জানিয়েছেন জেলাশাসক।
9 hrs ago
বালুরঘাটের মণিমালা প্রাথমিক বিদ্যালয়ে ৫০ নম্বর বুথে প্রিসাইডিং অফিসার অসুস্থ হয়ে পড়ায় আধঘণ্টা পরে ভোটগ্রহণ শুরু হয়। পাশাপাশি, বালুরঘাট গার্লস হাইস্কুলের ২০ নম্বর বুথে ইভিএম বিভ্রাটের জেরে মিনিট চল্লিশেক দেরিতে শুরু হয় ভোটগ্রহণ।
9 hrs ago
ইভিএম বিভ্রাটের জন্য মালদায় একাধিক ভোটকেন্দ্রে ভোট শুরু করা যায়নি। ইংরেজবাজারের ৩টি, মানিকচকে ২টি এবং চাঁচলে ২টি ভোটকেন্দ্রে সকাল সাড়ে ৭টাতেও ভোটগ্রহণ শুরু হয়নি।
9 hrs ago
বোলপুরের ইলামবাজারে বুথে ঢোকার সময় হামলা। লাঠি দিয়ে মেরে সিপিএম এজেন্টের মাথা ফাটিয়ে দিল দুষ্কৃতীরা। ডুমরো প্রাথমিক বিদ্যালয়ে ৭৬ নম্বর বুথের ঘটনা। আহত সিপিএম এজেন্টকে বোলপুরের সিয়ান হাসপাতালে স্থানান্তরিত করা হয়
10 hrs ago
ফের কমিশনের অনুব্রতকে নজরদারি ঘিরে প্রশ্ন। ভোটের শুরুতে তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতির বাড়ির সামনে দেখা মিলল না ডেপুটি ম্যাজিস্ট্রেটের।
10 hrs ago
রায়গঞ্জের সেবকপল্লিতে আক্রান্ত কংগ্রেস। অস্থায়ী ক্যাম্প ও কংগ্রেসকর্মীর বাড়িতে ভাঙচুর। আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভোট না দিতে যাওয়ার হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসক দলের

No comments:

Post a Comment