Friday, April 15, 2016

আমার মনে আছে, বছর পাঁচ আগেও যখন আন্তর্জালে দলিত প্রসঙ্গে কথা বলতাম তখন বহু বামপন্থীও ঠিক সেরকমই আচরণ করতেন যেমন এখন হিন্দুত্ববাদীরা করেন। আজ যখন সব পক্ষ দলিত প্রসঙ্গে সরব---তখন বোঝাই যাচ্ছে একেবারে নিচে থেকে দেশের মাটি কাঁপছে। নিশ্চয় কিছু রাজনৈতিক দলের ভোটের অঙ্ক আছে। কিন্তু হঠাৎ করে এই অঙ্কে গোলমাল লাগল কিসে? ---এই প্রশ্ন না করেই এর পুরোটাকেই 'ভোট বেঙ্ক' রাজনীতি যারা বলছেন, তারাও আসলে সেই সব বর্ণবিদ্বেষী লোক যারা আম্বেদকরের নামেই ভয় পান, অথবা এখনো ঘৃণা করেন। এই দেশে যতদিন দলিত পীড়ন হতে থাকবে আম্বেদকের ভাবমূর্তী ততদিনে সবার চেয়ে উঁচুতে উঠতেই থাকবে। বল্লভ ভাই প্যাটেলের পাথুরে মূর্তির থেকে বহু উঁচু। কিন্তু এই দেশে যদ্দিন ব্রাহ্মণ্যবাদ তথা বর্ণবিদ্বেষ সমাজের রন্ধ্রে রন্ধ্রে থাকবে তদ্দিন দলিত মার খেতেই থাকবেন, অপমানিত হতেই থাকবেন। বর্ণবাদ বিরোধী লড়াই তাই শুধু দলিতের লড়াই হতেই পারে না, সমস্ত পিছিয়ে পড়া মানুষের লড়াই, জনজাতি আদিবাসীদের লড়াই, ধর্মীয় কিম্বা ভাষিক সংখ্যালঘুর লড়াই, শ্রমিকের কৃষকের কৃষকের লড়াই। সর্বোপরী নারীর লড়াই। বর্ণবাদ বিরোধী লড়াই বর্তমান বর্ণবাদী ভারত পালটে এক নতুন ভারত গড়বার লড়াই। এক জীবনে সেই লড়াইতে বিজয়ী হবার সাধ্য কারো নেই। কিন্তু শরিক হবার সাধ্য সবার আছে, যাদের সেই মন আছে।

Sushanta Kar
আমার মনে আছে, বছর পাঁচ আগেও যখন আন্তর্জালে দলিত প্রসঙ্গে কথা বলতাম তখন বহু বামপন্থীও ঠিক সেরকমই আচরণ করতেন যেমন এখন হিন্দুত্ববাদীরা করেন। আজ যখন সব পক্ষ দলিত প্রসঙ্গে সরব---তখন বোঝাই যাচ্ছে একেবারে নিচে থেকে দেশের মাটি কাঁপছে। নিশ্চয় কিছু রাজনৈতিক দলের ভোটের অঙ্ক আছে। কিন্তু হঠাৎ করে এই অঙ্কে গোলমাল লাগল কিসে? ---এই প্রশ্ন না করেই এর পুরোটাকেই 'ভোট বেঙ্ক' রাজনীতি যারা বলছেন, তারাও আসলে সেই সব বর্ণবিদ্বেষী লোক যারা আম্বেদকরের নামেই ভয় পান, অথবা এখনো ঘৃণা করেন। এই দেশে যতদিন দলিত পীড়ন হতে থাকবে আম্বেদকের ভাবমূর্তী ততদিনে সবার চেয়ে উঁচুতে উঠতেই থাকবে। বল্লভ ভাই প্যাটেলের পাথুরে মূর্তির থেকে বহু উঁচু। কিন্তু এই দেশে যদ্দিন ব্রাহ্মণ্যবাদ তথা বর্ণবিদ্বেষ সমাজের রন্ধ্রে রন্ধ্রে থাকবে তদ্দিন দলিত মার খেতেই থাকবেন, অপমানিত হতেই থাকবেন। বর্ণবাদ বিরোধী লড়াই তাই শুধু দলিতের লড়াই হতেই পারে না, সমস্ত পিছিয়ে পড়া মানুষের লড়াই, জনজাতি আদিবাসীদের লড়াই, ধর্মীয় কিম্বা ভাষিক সংখ্যালঘুর লড়াই, শ্রমিকের কৃষকের কৃষকের লড়াই। সর্বোপরী নারীর লড়াই। বর্ণবাদ বিরোধী লড়াই বর্তমান বর্ণবাদী ভারত পালটে এক নতুন ভারত গড়বার লড়াই। এক জীবনে সেই লড়াইতে বিজয়ী হবার সাধ্য কারো নেই। কিন্তু শরিক হবার সাধ্য সবার আছে, যাদের সেই মন আছে।

No comments:

Post a Comment