বীজপুর
............
বড়ো হলে সেরে যাবে ব্যথা -
এ-কথায় ভোলাব কি তাকে?
যার মা নাছোড় সিপিএম
যার বাবা বীজপুরে থাকে?
............
এ-কথায় ভোলাব কি তাকে?
যার মা নাছোড় সিপিএম
যার বাবা বীজপুরে থাকে?
যখন জিজ্ঞাসা করি -
শরীরে কারা দিল মার?
চেনে না 'মানুষ' ঠিক কারা
শুধু বলে - আমার ... আমার ...
সাড়ে তিন বছরের 'আমি'
মায়ের কোলে চড়ে শেখে -
ভোরের সব মার ভুলে
যেতে হবে কেন্দ্রের দিকে
এইভাবে অনেকটা পথ
পেরোতে পেরোতে বড়ো হওয়া
এইভাবে মার খেতে খেতে
দেহটার দেশ হয়ে যাওয়া
সেই দেশে ভিরু ধানক্ষেতে
কাস্তের মতো ওঠে চাঁদ
সেই দেশে হাতুড়ির ঘায়ে
ঘেমে ওঠে মজুরের কাঁধ
আর লেখা হয় শিলালিপি
মুখ ও মুখোশ চেনো কার
ক্ষত থেকে স্ফুলিঙ্গ ওঠে
সব আঘাত মনে রাখবার
ও যদি ভুলেও যায় তবু
আমি ভুলব না - এই রোখ
সাড়ে তিন বছরের গায়ে
'মা-মাটি-মানুষ'এর নখ ...
শরীরে কারা দিল মার?
চেনে না 'মানুষ' ঠিক কারা
শুধু বলে - আমার ... আমার ...
সাড়ে তিন বছরের 'আমি'
মায়ের কোলে চড়ে শেখে -
ভোরের সব মার ভুলে
যেতে হবে কেন্দ্রের দিকে
এইভাবে অনেকটা পথ
পেরোতে পেরোতে বড়ো হওয়া
এইভাবে মার খেতে খেতে
দেহটার দেশ হয়ে যাওয়া
সেই দেশে ভিরু ধানক্ষেতে
কাস্তের মতো ওঠে চাঁদ
সেই দেশে হাতুড়ির ঘায়ে
ঘেমে ওঠে মজুরের কাঁধ
আর লেখা হয় শিলালিপি
মুখ ও মুখোশ চেনো কার
ক্ষত থেকে স্ফুলিঙ্গ ওঠে
সব আঘাত মনে রাখবার
ও যদি ভুলেও যায় তবু
আমি ভুলব না - এই রোখ
সাড়ে তিন বছরের গায়ে
'মা-মাটি-মানুষ'এর নখ ...
No comments:
Post a Comment