Friday, April 22, 2016

Yashodhara Ray Chaudhuri · প্রভূত আনন্দের খোরাক আনন্দবাজারে। আজও তো ইকনমিস্ট অভিরূপ লিখেছেন, কী কী কারণে এই সরকার ভাল। ভাল খারাপের তুল্যমূল্য বিচার করার প্রবৃত্তি আমার নেই, শুধু হাসি পায় মনে পড়লেই যে সুবোধ সরকার , আমাদের নমস্য কবি-অগ্রজর সঙ্গে প্রত্যক্ষ বাক্‌যুদ্ধে অবতীর্ণ হতে হয়েছিল, ২০০৯ নাগাদ, বাংলা আকাদেমি র মঞ্চে , ওঁর বলার বিষয় ছিলঃ কেন নন্দীগ্রাম কান্ডের প্রতিবাদ করলাম, কেন প্রতিবাদটা উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবাদ, কেন বাম সরকারকে এভাবে বিরোধিতা করাটা আমাদের খুব ভুল... সেকালে বুদ্ধবাবুর পার্ষদ ছিলেন আজ দিদির পার্ষদ... পরিবর্তনটা উপভোগ করছি বললে কম বলা হবে। এই না হলে পেটে খেলে পিঠে সয়!


প্রভূত আনন্দের খোরাক আনন্দবাজারে। আজও তো ইকনমিস্ট অভিরূপ লিখেছেন, কী কী কারণে এই সরকার ভাল। ভাল খারাপের তুল্যমূল্য বিচার করার প্রবৃত্তি আমার নেই, শুধু হাসি পায় মনে পড়লেই যে সুবোধ সরকার , আমাদের নমস্য কবি-অগ্রজর সঙ্গে প্রত্যক্ষ বাক্‌যুদ্ধে অবতীর্ণ হতে হয়েছিল, ২০০৯ নাগাদ, বাংলা আকাদেমি র মঞ্চে , ওঁর বলার বিষয় ছিলঃ কেন নন্দীগ্রাম কান্ডের প্রতিবাদ করলাম, কেন প্রতিবাদটা উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবাদ, কেন বাম সরকারকে এভাবে বিরোধিতা করাটা আমাদের খুব ভুল... সেকালে বুদ্ধবাবুর পার্ষদ ছিলেন আজ দিদির পার্ষদ... পরিবর্তনটা উপভোগ করছি বললে কম বলা হবে। এই না হলে পেটে খেলে পিঠে সয়!
নারদের চাপ সামলাতে না-পেরে দিদি নিজেই ভাইদের পথে বসালে কী হবে, নারদে অভিযুক্তদের পাশে দাঁড়াচ্ছেন তৃণমূলপন্থী বিশিষ্ট জনেদের একাংশ। নিজেদের ‘তৃণমূলের সমর্থক সমমনস্ক কিছু মানুষ’ হিসেবে পরিচয় দিয়ে তাঁরা সোমবার প্রেস ক্লাবে তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ভোট ভিক্ষা করেছেন।…
ANANDABAZAR.COM|BY নিজস্ব সংবাদদাতা

No comments:

Post a Comment