প্রভূত আনন্দের খোরাক আনন্দবাজারে। আজও তো ইকনমিস্ট অভিরূপ লিখেছেন, কী কী কারণে এই সরকার ভাল। ভাল খারাপের তুল্যমূল্য বিচার করার প্রবৃত্তি আমার নেই, শুধু হাসি পায় মনে পড়লেই যে সুবোধ সরকার , আমাদের নমস্য কবি-অগ্রজর সঙ্গে প্রত্যক্ষ বাক্যুদ্ধে অবতীর্ণ হতে হয়েছিল, ২০০৯ নাগাদ, বাংলা আকাদেমি র মঞ্চে , ওঁর বলার বিষয় ছিলঃ কেন নন্দীগ্রাম কান্ডের প্রতিবাদ করলাম, কেন প্রতিবাদটা উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবাদ, কেন বাম সরকারকে এভাবে বিরোধিতা করাটা আমাদের খুব ভুল... সেকালে বুদ্ধবাবুর পার্ষদ ছিলেন আজ দিদির পার্ষদ... পরিবর্তনটা উপভোগ করছি বললে কম বলা হবে। এই না হলে পেটে খেলে পিঠে সয়!
Let me speak human!All about humanity,Green and rights to sustain the Nature.It is live.
Friday, April 22, 2016
Yashodhara Ray Chaudhuri · প্রভূত আনন্দের খোরাক আনন্দবাজারে। আজও তো ইকনমিস্ট অভিরূপ লিখেছেন, কী কী কারণে এই সরকার ভাল। ভাল খারাপের তুল্যমূল্য বিচার করার প্রবৃত্তি আমার নেই, শুধু হাসি পায় মনে পড়লেই যে সুবোধ সরকার , আমাদের নমস্য কবি-অগ্রজর সঙ্গে প্রত্যক্ষ বাক্যুদ্ধে অবতীর্ণ হতে হয়েছিল, ২০০৯ নাগাদ, বাংলা আকাদেমি র মঞ্চে , ওঁর বলার বিষয় ছিলঃ কেন নন্দীগ্রাম কান্ডের প্রতিবাদ করলাম, কেন প্রতিবাদটা উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবাদ, কেন বাম সরকারকে এভাবে বিরোধিতা করাটা আমাদের খুব ভুল... সেকালে বুদ্ধবাবুর পার্ষদ ছিলেন আজ দিদির পার্ষদ... পরিবর্তনটা উপভোগ করছি বললে কম বলা হবে। এই না হলে পেটে খেলে পিঠে সয়!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment