আজ 11/9/16 তারিখ রবিবার কোলকাতার সেবা কেন্দ্রে দলিত _বহুজন স্বাধিকার আন্দোলনের প্রথম convention হল কোলকাতার সেবা কেন্দ্রে .আন্দোলনের প্রাণপুরুষ শ্রী শরদিন্দু উদ্দীপন ভারত এ দলিত নির্যাতনের ইতিহাস ও দলিত আন্দোলনের বিভিন্ন দিকের উপর আলোকপাত করেন .বক্তব্য রাখেন হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের গবেষক শ্রী বিবেক কুমার ,শ্রীমতী সুচেতা গোলদার ,শ্রী সুরজিত বারই ডা .মৃন্ময় সরকার ,প্রখ্যাত সাহিত্যিক শ্রী মনোরঞ্জন বেপারী ,গবেষক ড .বিরাট কুমার বৈরাগ্য ,শ্রী সাধন বিশ্বাস ,মোক্তার হোসেন মন্ডল শ্রী পীযূষ গায়েন ও আরো অনেকে .ড .বৈরাগ্য বাংলা ভাগ ,2003 সালের নাগরিকত্ব আইন এর কুফল ও সারা ভারতে উদ্বাস্তু আন্দোলন এবং বাংলদেশে সংখ্যালঘুদের অবস্থা সম্পর্কে বক্তব্য রাখেন
Let me speak human!All about humanity,Green and rights to sustain the Nature.It is live.
Sunday, September 11, 2016
আজ 11/9/16 তারিখ রবিবার কোলকাতার সেবা কেন্দ্রে দলিত _বহুজন স্বাধিকার আন্দোলনের প্রথম convention হল কোলকাতার সেবা কেন্দ্রে .আন্দোলনের প্রাণপুরুষ শ্রী শরদিন্দু উদ্দীপন ভারত এ দলিত নির্যাতনের ইতিহাস ও দলিত আন্দোলনের বিভিন্ন দিকের উপর আলোকপাত করেন .বক্তব্য রাখেন হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের গবেষক শ্রী বিবেক কুমার ,শ্রীমতী সুচেতা গোলদার ,শ্রী সুরজিত বারই ডা .মৃন্ময় সরকার ,প্রখ্যাত সাহিত্যিক শ্রী মনোরঞ্জন বেপারী ,গবেষক ড .বিরাট কুমার বৈরাগ্য ,শ্রী সাধন বিশ্বাস ,মোক্তার হোসেন মন্ডল শ্রী পীযূষ গায়েন ও আরো অনেকে .ড .বৈরাগ্য বাংলা ভাগ ,2003 সালের নাগরিকত্ব আইন এর কুফল ও সারা ভারতে উদ্বাস্তু আন্দোলন এবং বাংলদেশে সংখ্যালঘুদের অবস্থা সম্পর্কে বক্তব্য রাখেন
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment