Uttam Sarkar wrote:
নমস্কার বন্ধুরা ।
একটা সুখবর জানাই
আজ 12 ই সেপ্টেম্বর বিকাল পাঁচটা নাগাদ রানাঘাট স্টেশন থেকে তপন বিশ্বাস নামে উত্তর প্রদেশ থেকে বেড়াতে আসা ছেলেটিকে জিআরপি আটক করে সাথে সাথে অল ইন্ডিয়া নমশূদ্র বিকাশ পরিষদের নদীয়া জেলার আহ্বায়ক শ্রী দুলাল বিশ্বাস মহাশয় খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রানাঘাট জিআরপি অফিসে গিয়ে ছেলেটিকে ছাড়িয়ে আনেন।
এবং বলে এসেছেন যদি বাংলাদেশ থেকেও কোন সংখ্যালঘু কেউ এদেশে আসেন তাকেও গ্রেপ্তার করা যাবেনা তাদের স্বরনার্থি হিসেবে আশ্রয় দিয়ে ভবিস্যতে নাগরিকত্ব দিতে হবে।
একটা সুখবর জানাই
আজ 12 ই সেপ্টেম্বর বিকাল পাঁচটা নাগাদ রানাঘাট স্টেশন থেকে তপন বিশ্বাস নামে উত্তর প্রদেশ থেকে বেড়াতে আসা ছেলেটিকে জিআরপি আটক করে সাথে সাথে অল ইন্ডিয়া নমশূদ্র বিকাশ পরিষদের নদীয়া জেলার আহ্বায়ক শ্রী দুলাল বিশ্বাস মহাশয় খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রানাঘাট জিআরপি অফিসে গিয়ে ছেলেটিকে ছাড়িয়ে আনেন।
এবং বলে এসেছেন যদি বাংলাদেশ থেকেও কোন সংখ্যালঘু কেউ এদেশে আসেন তাকেও গ্রেপ্তার করা যাবেনা তাদের স্বরনার্থি হিসেবে আশ্রয় দিয়ে ভবিস্যতে নাগরিকত্ব দিতে হবে।
No comments:
Post a Comment