Monday, September 26, 2016

১৮ লাখ মানুষ কোন জল পাচ্ছে না ৪ দিন ধরে।

Priyasmita Dasgupta
১৮ লাখ মানুষ কোন জল পাচ্ছে না ৪ দিন ধরে।
সিরিয়ার আলেপ্পোতে বোমা পড়েছে। প্রায় ১৮ লাখ মানুষের জলের যোগান বন্ধ। যুদ্ধবিরতি শেষ। আবার চেনা চেনা ছবি। মাথায় ব্যান্ডেজ নিয়ে বসা ২ বছরের মেয়েটা, দুটো চোখই গেছে, দুদিন পর হয়ত জীবনটাও যাবে। বুলেটে ঝাঁঝরা হয়ে যাওয়া ৫বছরের ছেলেটাকে বুকে চেপে ধরে আছে বাবা। চারদিকে ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে বাচ্চা মেয়েটার হাত ধরে হেঁটে যাচ্ছে মা। জানেনা কখন বোম আছড়ে পড়বে উপর থেকে।
আলেপ্পোয় বোমা পড়ার পর বৃহস্পতিবার থেকে যতগুলো লাশ পাওয়া গেছে, হিসেব বলছে তার অর্ধেকের বেশি শিশুদের লাশ।
এখন জলের ট্যাঙ্ক লক্ষ্য করে বোমা পড়ে, কদিন পর স্কুল লক্ষ্য করে পড়বে।
তিলতিল করে মারা যাবে মানুষ। রক্ত বেরোবেনা, বোমা ফেলতে লাগবেনা রোজ রোজ, মহামারী ছড়াবে, তিল তিল করে মারা যাবে সিরিয়া। তিলতিল করে মারা যাবে পৃথিবী।
অপেক্ষা করে বসে আছি, ঘরের কাছে এরম দিন দ্যাখার জন্য...

No comments:

Post a Comment