বেণীমাধবের মুখে আসামের বাঙালিদের ডি-ভোটার ট্রাজেডি শুনে হতবাক হয়ে গেলাম! দিলীপ বিশ্বাস,আসামের মরিগাঁও বাস,1940 সালের দলিল আছে ওঁদের; 1964 সাল থেকে ভোটার| তবুও ডি-ভোটারের অভিযোগে তাঁরা সপরিবারে ডিটেনসন ক্যাম্পে!ট্রাইবুনালের চিঠি গায়েব করে, উত্তর দেবার সুযোগ না দিয়ে পুলিশ/প্রশাসন এ ভাবেই বাঙালিদের শায়েস্তা করার সুযোগ নিচ্ছে বলে অভিযোগ! মামলা সুপ্রিম কোর্টে এখন, কিন্তু তবুও কি সুবিচার মিলবে? নিখিল ভারত বাঙালি উদ্বাস্ত সমন্বয় সমিতির মঞ্চ থেকে এ প্রশ্নই ছুঁড়ে দিলেন বেণীমাধব; উত্তরটা কে দেবে? সংবিধান, গণতন্ত্র নাকি দেশভাগের নায়কেরা?
No comments:
Post a Comment