সাফদার হাসমি- নামটা প্রথম শুনেছিলাম যখন ফার্স্ট ইয়ারে পড়ি, আজকের দিনেই, সাফদারের জন্মদিনে, টিভি তে একটা ডকু দেখে অদ্ভুত কৌতূহল জাগে। ১৯৮৯ সালের একটা গল্প শুনি, পয়লা জানুয়ারি, ১৯৮৯ সাফদার দের নাটকের গ্রুপ জন নাট্য মঞ্চ গাজিয়াবাদে "হাল্লা বোল' নাটকটা করতে যায়, কংগ্রেসি গুন্ডারা হামলা করে, মারাত্মক আহত হন সাফদার, মৃত্যু হয় পরের দিনই। নাটক অসম্পূর্ণ থেকে যায়। ঘটনার তিনদিন পর, ৪ঠা জানুয়ারি, ১৯৮৯, ঐ একই জায়গায় জনম-এর বাকি সদস্যরা গিয়ে নাটকটা শেষ করে। ধকটা অদ্ভুত জোর দিয়েছিল, পালটা লড়াই এর জোর থেকে একটা তেজ বেরোয়, সেই আগুনের আঁচ লেগেছিল গায়ে।
তারপর সাফদার এর বাকি নাটকগুলোর ব্যাপারে ঘাঁঁটাঘাঁটি শুরু করি। মেশিন, গাও সে শেহের তাক, আউরাত, খিলতি কালিয়া.. একের পর এক নাটক গুলো মুগ্ধ করে। শ্রমিক মহল্লাগুলোতে, বস্তিগুলোতে, ছোট্ট একটা পাড়ার ঘুপচি একটা গলিতে জনম নাটক করে বেড়াত।
তারপর সাফদার এর বাকি নাটকগুলোর ব্যাপারে ঘাঁঁটাঘাঁটি শুরু করি। মেশিন, গাও সে শেহের তাক, আউরাত, খিলতি কালিয়া.. একের পর এক নাটক গুলো মুগ্ধ করে। শ্রমিক মহল্লাগুলোতে, বস্তিগুলোতে, ছোট্ট একটা পাড়ার ঘুপচি একটা গলিতে জনম নাটক করে বেড়াত।
সাফদার আর নেই, পুরোনো অনেক কিছুই হয়তো আর নেই। কিছু কিছু লড়াই এর উদ্যোগ হয়তো নিজেই একটা প্রতিষ্ঠানের জন্ম দিয়ে দিয়েছে যে নিজেকে ভেঙ্গে ফেলবার ভয়ে আর প্রতিষ্ঠানকে ভেঙ্গে ফেলার ডাকটুকু দিয়েই উঠতে পারেনা।
সাফদারের জন্মদিনে, তাই, কোনো কিছুকে মনে রেখে দেওয়ার জন্য এটা লিখছিনা, লিখছি আরো একবার স্বপ্ন দেখতে শিখতে পারি যাতে, যাতে আজও চিৎকার করে বলতে পারি-
Naghmon se dar ke maut bhag jaye
Sun ke sur zindagi suragh paye
Raat main chiragh asha ka jale
Hum sab is jahan main geet gaye jayen...
Sun ke sur zindagi suragh paye
Raat main chiragh asha ka jale
Hum sab is jahan main geet gaye jayen...
ছবিটা ১লা মে, ১৯৮৮ সালের। Thumbs Up bottling plant এর শ্রমিকদের মাঝে ভোর ৬টার সময় মেশিন নাটক চলছে।

No comments:
Post a Comment